Log in

View Full Version : ইলোন মাস্কের কাছে টুইটার বিক্রির পক্ষে বেশির ভাগ শেয়ারহোল্ডার



kohit
2022-09-14, 01:00 PM
৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন ধনকুবের ইলোন মাস্ক। পরে সেই প্রস্তাব থেকে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে বেশির ভাগ শেয়ারহোল্ডার মাস্কের কাছে টুইটার হস্তান্তর করতে চান। খবর রয়টার্স।

গত মে মাসে টুইটার অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেন টেসলার প্রধান মাস্ক। পরে তিনি ক্রয় চুক্তি থেকে মুখ ফিরিয়ে নেন। এ নিয়ে বর্তমানে আইনি লড়াইও চলছে। গতকাল মঙ্গলবার ইলোন মাস্কের সেই ‘বাই আউট’ চুক্তিতে অনুমোদন দিল টুইটারের শেয়ারহোল্ডাররা।

মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, অনলাইন ভোটে ইলোন মাস্কের টুইটার অধিগ্রহণের প্রতি সমর্থন জানিয়েছেন ৯৮ দশমিক ৬ ভাগ শেয়ারহোল্ডার। কয়েক মিনিটের মধ্যে ভোট সম্পন্ন হয়।


গত কিছুদিন ধরেই টুইটারের সঙ্গে চুক্তি বাতিলের চেষ্টা করে যাচ্ছেন ইলোন মাস্ক। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। এ জটিলতার শুরু সামাজিক মাধ্যমটির স্প্যাম অ্যাকাউন্ট নিয়ে মাস্কের তথ্য চাওয়ার পর। এ নিয়ে টুইটার কর্তৃপক্ষ ও ইলোন মাস্ক পাল্টাপাল্টি অভিযোগ এনেছিল।

বণিক বার্তা