Log in

View Full Version : ফেরারির প্রথম এসইউভি উন্মোচন



Rakib Hashan
2022-09-15, 10:32 AM
বিশ্বের অতিধনীদের জন্য পেট্রলচালিত বিশেষ মডেলের স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) গাড়ি বাজারে এনেছে ফেরারি। গাড়িটি ইতালীয় বিলাসবহুল স্পোর্টসকার নির্মাতা প্রতিষ্ঠানটির প্রথম এসইউভি। এর দাম ধরা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ইউরো। ডলারে যার মূল্যমান ৩ লাখ ৯৭ হাজার। আপাতত এর বিদ্যুচ্চালিত মডেল বাজারে আসার সম্ভাবনা নেই বলেও ফেরারির পক্ষ থেকে জানানো হয়েছে। ফেরারির প্রধান বিপণন ও বাণিজ্যিক কর্মকর্তা এনরিকো গ্যালিয়েরা বলেন, অনেক গ্রাহক আছেন যারা এরই মধ্যে গাড়িটির জন্য ক্রয়াদেশ দিয়ে বসে আছেন। অথচ মডেলটি আদতে কেমন হবে, সেটি এখনো চোখের দেখাও দেখতে চাননি তারা। তাদের এতটাই বিশ্বাস ফেরারির প্রতি।
http://forex-bangla.com/customavatars/848715034.jpg