SaifulRahman
2022-09-20, 01:11 PM
বিশ্ব অর্থনীতি একটি নয় বরং মন্দাসহ চারটি বড় ঝুঁকির মুখোমুখি হতে যাচ্ছে আগামী বছর, এমন সতর্ক বার্তা দিলেন সিঙ্গাপুর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান রবি মেনন। ফলে নীতিনির্ধারকরা দীর্ঘ সময়ের জন্য অর্থনৈতিক দিক থেকে কঠিন পরিস্থিতির মধ্যে থাকবেন বলে আভাস পাওয়া যাচ্ছে। রবি মেমনের মতে, এই চারটি ঝুঁকি হলো মন্দা, মধ্য মেয়াদে মুদ্রাস্ফীতির গতিপথ, বাজারের ওপর ভূরাজনীতির প্রভাব ও জলবায়ু ঝুঁকি। মূল প্রশ্ন হলো মন্দা কতটা গভীর ও দীর্ঘায়িত হবে? সিঙ্গাপুরের মনিটরি অথরিটির ব্যবস্থাপনা পরিচালক রবি মেনন, প্রাইভেট ইক্যুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল উত্সাহীদের সুপার রিটার্ন এশিয়া সম্মেলনে এক বক্তৃতায় এসব কথা বলছিলেন। রবি মেনন আরও বলেন, এটি নির্ভর করছে কতটা উচ্চ ও ক্রমাগত মুদ্রাস্ফীতি হয়। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাজারের পূর্বাভাসের চেয়ে আরও বেশি ও দীর্ঘ সময়ের জন্য কঠোর হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সিঙ্গাপুর, বিশ্বব্যাপী অনেক বড় অর্থনীতির মতো মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে। যেখানে একটি শক্ত শ্রম বাজার রয়েছে। যদিও করোনা মহামারির পর শ্রমিক স্বল্পতার কারণে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগছে।
http://forex-bangla.com/customavatars/1301455987.jpg
http://forex-bangla.com/customavatars/1301455987.jpg