PDA

View Full Version : অবৈধ ঋণ প্রদান অ্যাপের কার্যক্রম বন্ধে চাপের মুখে গুগল



kohit
2022-09-21, 01:48 PM
২০২১-২২ অর্থবছরে ভারতীয় অ্যাপগুলো ২২০ কোটি ডলার ঋণ দিয়েছে ছবি: রয়টার্স
অবৈধ ঋণ প্রদান কার্যক্রম পরিচালনাকারী অ্যাপগুলোর কার্যক্রম বন্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে গুগলের প্রতি আহ্বান জানিয়েছে ভারত সরকার ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। এটি সম্পাদনে প্রযুুক্তি জায়ান্টটি চাপের মুখে রয়েছে। খবর রয়টার্স।

ভারতের রিজার্ভ ব্যাংকের (আরবিআই) আওতায় না থাকলেও গত কয়েক মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও সরকার বেশ কয়েকবার বৈঠকে বসার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করেছে বলে চারটি সূত্রে জানা গিয়েছে। মূলত এসব অ্যাপের অবৈধ ঋণ প্রদান কার্যক্রম বন্ধে আরো কঠোর নিরাপত্তা ও যাচাইকরণ ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানানো হয়েছে।

ভারতের নিয়ন্ত্রকরা এরই মধ্যে ঋণ প্রদানকারীদের অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া গ্রহণের কথা জানিয়েছে। কভিড-১৯ মহামারীর সময় এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। অতিরিক্ত সুদহার, চার্জ ফি নেয়া কিংবা ঋণের অর্থ আদায়ে কেন্দ্রীয় ব্যাংক অননুমোদিত পদ্ধতি, অর্থ পাচার বা অন্যান্য সরকারি নির্দেশিকা লঙ্ঘন করে এমন অসাধু কার্যক্রমের সঙ্গে জড়িত অ্যাপগুলোর বিস্তার নিয়ন্ত্রণে কাজ চলছে।

বণিক বার্তা