PDA

View Full Version : পাকিস্তান বনাম ইংল্যান্ড টি 20 সিরিজ 2022



Mas26
2022-09-21, 03:15 PM
শুরু হয়ে গেল পাকিস্তান বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি 2022 এবং এখানে একটি match গতকালকে হয়ে গেল. প্রথম ম্যাচে পাকিস্তান ইংল্যান্ড এর কাছে ছয় উইকেটে হারাল এবং পাকিস্তানের খুব ভালো পারফরম্যান্স করতে পারেনি স্বাগতিক হিসেবে যার কারণে বড় ধরনের একটি লজ্জাজনক হারের শিকার হলো এবং সাত ম্যাচের সিরিজে 1-0 তে এগিয়ে রয়েছে England এবং পরবর্তী ম্যাচ 23.09.2022 তারিখে অর্থাৎ আগামী কালকে।

মূলত সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার প্রস্তুতি হিসেবে গ্রহণ করা হয়েছে। কিন্তু পাকিস্তানের যে টিমের পরিস্থিতি তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না। এবং পাকিস্তান টিম এটা নিয়ে খুবই চিন্তিত কারণ তাদের কোনো প্লেয়ারই ভালো forme নেই এবং বিশ্বের সেরা ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে বাবর আজম এক নাম্বার ট্র্যাকিং থেকে ছিটকে পড়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী রেজওয়ান এক নম্বর রেংকিং তুলে ধরেছেন। এবং ফর্মে থাকা বাবর আজম এশিয়া কাপে ভাল কিছু করতে পারেনি এবং এতে সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবং বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান সম্ভবত ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব ভালো কিছু করতে পারবেন বলে মনে করছেন।





Mas26
2022-09-23, 09:21 PM
টি২০ বিশ্বকাপে সেই ভারত বধের স্মৃতি উস্কে দিয়ে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়ে ফিরল পাকিস্তান। প্রথমে ব্যাট করে ১৯৯ রান করে ইংল্যান্ড। কিন্তু বাবর-রিজওয়ান জুটিতে সেই রান তুলে নেয় পাকিস্তান।1st জুটিতেই ম্যাচ জিতে গেল পাকিস্তান।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। সেই একই ছবি ফিরল করাচিতে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে হারালেন সেই বাবর আজম-মহম্মদ রিজওয়ান জুটি। দীর্ঘ দিন পরে পাকিস্তানের দুই ওপেনার নিজেদের ছন্দে খেললেন। তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে দেল ইংল্যান্ডের বোলিং। শতরান করলেন পাক অধিনায়ক বাবর। ১৯৯ রান তাড়া করতে নেমে পাকিস্তানের একটাও উইকেট পড়ল না। ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরালেন বাবররা।
করাচির উইকেটে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক মইন আলি। শুরুটা ভালই করেন দুই ওপেনার ফিলিপ সল্ট ও অ্যালেক্স হেলস। পাওয়ার প্লে-তে রান উঠছিল। কিন্তু পাওয়ার প্লে-র শেষ ওভারে হেলসকে আউট করে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন শাহনওয়াজ দাহানি। রান পাননি দাউইদ মালান। শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি।
তৃতীয় উইকেটের জন্য সল্টের সঙ্গে জুটি বাঁধেন বেন ডাকেট। ৩০ রান করে হ্যারিস রউফের বলে আউট হন সল্ট। পরের ওভারেই ডাকেটের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ইংল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক মইন। ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁকে সঙ্গ দেন হ্যারি ব্রুক। তিনি ৩১ রান করেন।
শেষ দিকে পাকিস্তানের বোলারদের সঙ্গে ছেলেখেলা করেন মইন। ইনিংসের শেষ দুই বলে দু’টি ছক্কা মেরে দলের রানকে ২০০-র কাছে নিয়ে যান তিনি। মাত্র ২৩ বলে অর্ধশতরান করেন তিনি। ৫৫ রান করে অপরাজিত থাকেন মইন।

Mas26
2022-09-27, 09:46 AM
আবারও শেষ ওভারে প্রতিপক্ষকে পাঁচের কম রান করতে দিল না পাকিস্তান।
এদিন ইংল্যান্ডকে ম্যাচ জিততে হলে শেষ ওভারে চার রান করতে হত। শেষ ওভারে বল করতে আসেন মহম্মদ ওয়াসিম। শেষ ওভারে ইংল্যান্ডকে চার রান করতে দেয়নি পাকিস্তান। ফলে তিন রানে জয় নিশ্চিত করে বাবর আজমরা। এরফলে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে শেষ ওভারে পাঁচ রান রক্ষা করার বিচারে সকলকে পিছনে ফেলে দিল পাকিস্তান দল।
বিশেষজ্ঞরা মনে করেন টি টোয়েন্টি ক্রিকেট হল এক প্রকার ব্যাটারদেরই খেলা। এই সীমিত ওভারের খেলায় ব্যাটারদের ক্ষমতাই বেশি থাকে। সেই কারণেই এই সীমিত ওভারের ম্যাচে সব থেকে বেশি রান হয়। বোলারদের তুলনায় ব্যাটাররা মাঠে মধ্যে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন। সেই কারণেই এই ম্যাচে বহু রান দেখতে পাওয়া যায়।
তবে এই ম্যাচেতেও কখনও কখনও বোলাররা জ্বলে ওঠেন। তাদের কারণেই ম্যাচের রঙ বদলে যায়। টি টোয়েন্টিতে বর্তমানে এই বোলিং করার বিচারে সকলকে পিছনে ফেলল পাকিস্তান দল। বর্তমানে পাকিস্তানের সফর করছে ইংল্যান্ড দল। সাতটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে তারা। এমন অবস্থায় ব্রিটিশদের শক্তিশালী দলকে নিজেদের বোলিং দক্ষতায় আটকে রেখেছে পাকিস্তান।

Mas26
2022-09-30, 12:09 PM
রিজওয়ানের ব্যাটিং নৈপূনে : মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং ও বোলারদের নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের লিড নিলো স্বাগতিক পাকিস্তান।
গতরাতে সিরিজের পঞ্চম ম্যাচে পাকিস্তান ৬ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে সাত ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। ৪৬ বলে ৬৩ রান করে ম্যাচ সেরা হন ফর্মের তুঙ্গে থাকা রিজওয়ান।
লাহোরে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে এবার আর পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দিতে পারেননি দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। দলীয় ১৭ রানে বিদায় নেন বাবর। ১২ বলে ৯ রান করেন তিনি।
বাবরের মত পাকিস্তানের পরের দিকের ব্যাটাররাও ব্যর্থ হয়েছেন বড় ইনিংস খেলতে। ইংল্যান্ড বোলারদের তোপে ১৯ ওভারে দলীয় ১৪৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। রিজওয়ান ছাড়া মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। মিডল-অর্ডারে ইফতেখার আহমেদ ১৫ ও অভিষিক্ত আমের জামাল ১০ রান করেন।
সতীর্থরা ব্যর্থ হলেও, এক প্রান্ত আগলে পাকিস্তানের রানের চাকা ঘুড়িয়েছেন রিজওয়ান। ৩৭ বল খেলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২০তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রিজওয়ান। শেষ ১০ ইনিংসে সপ্তম হাফ-সেঞ্চুরিই বলে দিচ্ছে, সেরা ফর্মেই রয়েছেন তিনি।
১৮তম ওভারের চতুর্থ বলে দলীয় ১৩১ রানে নবম ব্যাটার হিসেবে আউট হন রিজওয়ান। ৪৬ বল খেলে ২টি চার ও ৩টি ছক্কায় ৬৩ রান করেন তিনি। শেষদিকে জামালের ছোট ইনিংসে লড়াই করার পুঁিজ এনে দেয় পাকিস্তানকে। ইংল্যান্ডের মার্ক উড ৩টি, ডেভিড উইলি-স্যাম কারান ২টি করে উইকেট নেন।
১৪৬ রানের জবাবে শুরুতে চাপে পড়ে ইংল্যান্ড। ৫ ওভারে ৩১ রানে ৩ উইকেট হারায় তারা। ফিল সল্ট ৩, অ্যালেক্স হেলস ১ ও বেন ডাকেট ১০ রান করে ফিরেন।
টপ-অর্ডারের মত ইংলিশদের মিডল-অর্ডার ব্যাটাররাও ব্যর্থ হলে ম্যাচ জয়ের পথ কঠিন হয়ে পড়ে ইংল্যান্ডের। ১৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান উঠে ইংলিশদের। এতে শেষ ৫ ওভারে ৫৮ রানের দরকার পড়ে তাদের। তারপরও জয়ের আশায় ছিলো ইংলিশরা। কারন ক্রিজে ছিলেন অধিনায়ক মঈন আলি।
সপ্তম উইকেটে ক্রিস ওকসকে নিয়ে ২৮ বলে ৪৬ রান যোগ করেন মঈন। ১৯তম ওভারের শেষ বলে ওকস আউট হলে, শেষ ৬ বলে জিততে ১৫ রানের সমীকরণ পায় ইংল্যান্ড। ওকস ১০ রান করেন।
শেষ ওভারে স্ট্রাইকে ছিলেন মঈন। আর বল হাতে ছিলেন প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মিডিয়াম পেসার জামাল। নিজের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে ১ রান দেন জামাল। তৃতীয় বলে ছক্কা মেরে টি-টোয়েন্টিতে সপ্তম হাফ-সেঞ্চুরিতে পা রাখেন মঈন। এজন্য ৩৫ বল লেগেছে তার।
তবে ওভারের শেষ তিন বল থেকে মাত্র ১ রান পেলে ম্যাচ হারের স্বাদ পায় ইংল্যান্ড। শেষ ওভারে মাত্র ৮ রান দিয়ে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখেন জামাল। ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান করে ইংল্যান্ড।
৩৭ বলে মঈনের অনবদ্য ৫১ রানের ইনিংসটি শেষ পর্যন্ত বৃথাই যায়। ৪১ রানে ২ উইকেট শিকার করেন পাকিস্তানের রউফ। বাকী পাঁচ বোলার ১টি করে উইকেট নেন।আজ রাত 8:30 মিনিটে লাহোরে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টি খেলতে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড।

Mas26
2022-10-12, 12:16 PM
বিশ্বকাপে ‘ঝড়’ তুলতে প্রস্তুত আফ্রিদি।
পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি,, পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদিফাইল ছবি: এএফপি
পেছনের ছবি বলছে জায়গাটা পাহাড়-সমুদ্রের মিলনস্থল। এমন শান্ত-নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে তিনি। চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, পরনে ট্রাউজার আর সাদা টি-শার্ট। টুইটারে পোস্ট হওয়া ছবিটির ক্যাপশনে লেখা—‘ঝড়ের আগের নিস্তব্ধতা।
দুই দিন আগে টুইটটি করেছেন শাহিন শাহ আফ্রিদি। ২২ বছর বয়সী পাকিস্তানি পেসার এখন ইংল্যান্ডে। আছেন হাঁটুর চোট-পরবর্তী পুনর্বাসনে। সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্টে যেন জানান দিতে চাইলেন, তিনি মাঠে গতির ঝড় তুলতে প্রস্তুত।
পাকিস্তানের সমর্থকদের খুশির খবর দিলেন শাহিন আফ্রিদি
পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি
শাহিন যা ইঙ্গিতে বলেছেন, সেটিই এবার স্পষ্ট ভাষায় জানালেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। বললেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফিট হয়ে গেছেন শাহিন, ‘দুই দিন আগে ওর সঙ্গে আমার কথা হয়েছে। খুব ভালো উন্নতি হয়েছে। ওর চিকিৎসকেরা আমাকে ভিডিও পাঠিয়েছেন। এই মুহূর্তে ৯০ শতাংশ ঠিকঠাক। তাঁরা আশা করছেন বিশ্বকাপের আগে প্রস্তুত হয়ে যাবে।’

Mas26
2022-10-12, 12:23 PM
১৯ বছর পর পাকিস্তান সফরে ১৫ ম্যাচ খেলবে নিউজিল্যান্।।
১৯ বছর পর নিউজিল্যান্ডের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে আজ।গত বছর নিরাপত্তার হুমকি আছে, এমন কারণ দেখিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সফর বাতিল করে পাকিস্তান ছেড়ে গিয়েছিল নিউজিল্যান্ড দল। এরপর সফর বাতিল করেছিল ইংল্যান্ডও। সম্প্রতি ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে ইংল্যান্ড, যেটি ছিল ১৭ বছর পর তাদের প্রথম পাকিস্তান সফর। এবার পাকিস্তানে যাচ্ছে নিউজিল্যান্ডও। এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মে মাসের মধ্যে দুই দফায় দেশটিতে সব মিলিয়ে ১৫টি ম্যাচ খেলবে কিউইরা।
১৯ বছর পর নিউজিল্যান্ডের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে আজ। পাঁচ মাসের মধ্যে দুই দফায় সফরে গিয়ে দুটি টেস্ট, আটটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তান সফরে কোনো ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ড।
বিশ্বকাপে ১৬ দলের ওপেনিং জুটিতে শীর্ষে পাকিস্তান, ১৫ নম্বরে বাংলাদেশ টি–টোয়েন্টি র*্যাঙ্কিংয়ে শীর্ষে এখন রিজওয়ান, বাবর আছেন তিনে।আগামী ডিসেম্বরে প্রথম দফা পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি টেস্ট হবে করাচি ও মুলতানে। করাচি টেস্ট শুরু ২৭ ডিসেম্বর, মুলতানের ম্যাচটি শুরু হবে ৪ জানুয়ারি। এরপর করাচি ফিরে দুই দল খেলবে তিনটি ওয়ানডে, যে ম্যাচগুলো হবে ১১, ১৩ ও ১৫ জানুয়ারি। ওয়ানডেগুলো আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
গত বছর শেষ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করে ফিরে যায় নিউজিল্যান্ড
গত বছর শেষ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করে ফিরে যায় নিউজিল্যান্ডফাইল ছবি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে নিউজিল্যান্ডের মাটিতে অক্টোবরেই ক্রিকেট মৌসুম শুরু হলেও সাধারণত সেটি হয় ডিসেম্বর-জানুয়ারিতে। তবে ওই সময়ে পাকিস্তান সফর থাকার অর্থ, এবার বক্সিং ডে বা নববর্ষে নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না নিউজিল্যান্ড।জান য়ারিতে পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে খেলার পর আবার আগামী এপ্রিলে দেশটিতে যাবে নিউজিল্যান্ড। সে দফায় হবে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজটি অবশ্য সুপার লিগের অংশ নয়। প্রথম দফায় যে সফর, সেটি ভবিষ্যৎ সূচি পরিকল্পনার অংশ হলেও পরেরটি দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে আয়োজন করা হচ্ছে। মূলত গত বছরের পাকিস্তান সফর বাতিল করার ক্ষতিপূরণ হিসেবেই সিরিজ দুটি খেলবে নিউজিল্যান্ড।

Mas26
2022-10-13, 09:55 PM
পাকিস্তানের মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা।
পাকিস্তান ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট টি-টোয়েন্টি ফরম্যাটে মিডল অর্ডার নিয়ে বেশ ভুগছে।পাকিস্তানে ক্রিকেট বিশ্লেষক সামি চৌধুরী বিবিসি উর্দুতে নিজের কলামে লিখেছেন, পাকিস্তানের মিডল অর্ডারে একজন নেতা প্রয়োজন।সম্প্রত ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টিটোয়েন্টি সিরিজে পাকিস্তানের মিডল অর্ডারের অবস্থা খুবই নাজুক ছিল বলে মনে করেন তিনি।
তিনি লিখেছেন, "ইংল্যান্ডের অধিনায়ক মঈন আলী এই দিকটা ধরতে পেরেছেন এবং মাঝের ওভারগুলোতে সেভাবেই পরিকল্পনা সাজিয়েছেন।"
মিডল অর্ডারে আসিফ আলী, খুশদিল শাহরা হার্ড হিটার হিসেবে দলে এলেও ঠিক প্রতিশ্রুতি অনুযায়ী পারফর্ম করতে পারছেন না।সম্প্রতি পাকিস্তানের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খুশদিল শাহকে নিয়ে গ্যালারিতে দুয়ো শোনা গেছে।এটা নিয়ে খুশদিল বিবিবিসি উর্দুকে বলেন, "ক্রিকেটাররা তো মানুষ, আমাদের ভুল হয়।"

Mas26
2022-11-06, 09:36 AM
এখনও বিশ্বকাপের শেষ চারে যাওয়ার আশা বেঁচে বাবর আজমদের। আফ্রিকাকে হারিয়ে গ্রুপ ২-এর অঙ্ক জমিয়ে দিল পাকিস্তান। এই জয়ের ফলে নিজেদের শেষ চারে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখলেন বাবর আজমরা। সেই সঙ্গে এখনও সুযোগ রয়েছে বাংলাদেশের। গ্রুপ শীর্ষে থেকে শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের। পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে, দেখে নেওয়া যাক।ভারত:*চার ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতেছে ভারত। পয়েন্ট তালিকার শীর্ষে তারা। রোহিত শর্মাদের পয়েন্ট ৬। নেট রানরেট ০.৭৩০। শেষ ম্যাচে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই ম্যাচ জিতলে শীর্ষে শেষ করবেন রোহিতরা।
দক্ষিণ আফ্রিকা:*পাকিস্তান ের কাছে হেরে যাওয়ায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট চার ম্যাচে ৫। নেট রানরেট ১.৪৪১। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচ জিতলে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে যাবে তারা। ম্যাচ হারলে বিশ্বকাপ থেকে বিদায় হবে তাদের।পাকিস্তান:*দ ক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পয়েন্ট তালিকায় এক লাফে তিন নম্বরে উঠে এল পাকিস্তান। চার ম্যাচে তাদের পয়েন্ট ৪। নেট রানরেট ১.১১৭। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে তারা। দক্ষিণ আফ্রিকা নিজেদের ম্যাচ হারলে পাকিস্তানের সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার।এক বলে দু’বার আউট! পাকিস্তানের ব্যাটারের অবাক কীর্তি বিশ্বকাপে, কী ভাবে ঘটল এমন ঘটনা।
রোহিতদের নতুন ‘জাদুকর’ কে? শাকিবদের বিরুদ্ধে জয়ের পরে জানালেন গাওস্কর। বাংলাদেশ:*ভারতের কাছে হার ও পরে পাকিস্তান জিতে যাওয়ায় পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে বাংলাদেশ। চার ম্যাচে তাদের পয়েন্ট ৪। নেট রানরেট -১.২৭৬ আর একটি ম্যাচ বাকি তাদের। সেই ম্যাচে জিতলেও শেষ চার নিশ্চিত নয় শাকিবদের। জিম্বাবোয়ে:*পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে জিম্বাবোয়ে। বুধবারের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারের পরে সব আশা শেষ হয়ে গিয়েছে তাদের। চার ম্যাচে জিম্বাবোয়ের পয়েন্ট ৩। নেট রানরেট -০.৩১৩। তাদের আর একটি ম্যাচ বাকি। বিশ্বকাপের আশা শেষ জিম্বাবোয়ের।
নেদারল্যান্ডস:*পয়ে ন্ট তালিকার একদম শেষে রয়েছে নেদারল্যান্ডস। ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে তারা। চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট নেদারল্যান্ডসের। তাদের নেট রানরেট -১.২৩৩। আরও একটা ম্যাচ বাকি থাকলেও তাতে গ্রুপের অঙ্কে কোনও বদল হবে না।

Mas26
2022-11-12, 06:13 PM
তবে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার নিশ্চিত যে পাকিস্তানের এই দলের কেউ কেউ ক্যারিয়ার শেষে কিংবদন্তিদের তালিকাতেই স্থান পাবেন। আর সেটি হতে হলে অবশ্যই বড় একটি উপলক্ষ হতে পারে আগামীকালের মঞ্চ। পাকিস্তানের কোনো পেসার যদি কাল এই ফাইনালের মঞ্চ রাঙাতে পারেন, তবে নিশ্চিতভাবেই পরের ধাপের কাজটাও অনেক সহজ হয়ে যাবে।ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানের বোলিং নিয়ে জানতে চাইলে বাটলার বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই পাকিস্তান দুর্দান্ত একটি দল। আমি মনে করি, তাদের দুর্দান্ত সব ফাস্ট বোলার তৈরির ইতিহাস আছে। আমরা যে দলের বিরুদ্ধে খেলব, তাদেরও আলাদাভাবে দেখছি না। আমি নিশ্চিত, ক্যারিয়ারের শেষ দিকে, যাদের বিরুদ্ধে আমরা খেলতে যাচ্ছি, তাদের কাউকে কাউকে পাকিস্তানের সেরা বোলার হিসেবে স্মরণ করা হবে। দলটি যে ফাইনালে, এর বড় একটি কারণ তারাই।মেলবোর্নে নায়ক হতে পারবেন হারিস–শাহিন?ছবি: বিশ্বকাপ ফাইনাল বলে কথা! এই মঞ্চে চাপটা বরাবরই ভিন্ন। তবু পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সময়ে খেলা ম্যাচগুলোর অভিজ্ঞতাকে বাটলার চাইলে কাজে লাগাতে পারেন। ইংল্যান্ড অধিনায়ক অবশ্য বলেছেন, ম্যাচে তিনি কঠিন চ্যালেঞ্জই প্রত্যাশা করছেন।
বাটলার আরও যোগ করে বলেছেন, ‘আমি কঠিন চ্যালেঞ্জের প্রত্যাশা করছি, যেমনটা আমি আগেও বলেছিলাম। তারা এমন একটি দল, যাদের বিপক্ষে সম্প্রতি আমরা অনেক খেলেছি। দারুণ কিছু ম্যাচে আমাদের মধ্যে হয়েছে। দারুণ উদ্দীপনায় আমরা খেলেছিলাম। আমি নিশ্চিত, আগামীকালও এর ব্যতিক্রম হবে না।

Mas26
2022-11-12, 06:17 PM
শাহিন–হারিসদের আকরাম হয়ে ওঠা নিয়েই বাটলারের যত ভয়।ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার পাকিস্তান নাকি ইংল্যান্ড? ক্রিকেট–দুনিয়ায় এখন এই একটিই প্রশ্ন। মেলবোর্নের ফাইনালে ’৯২–এর ওয়ানডে বিশ্বকাপের পুনরাবৃত্তি দেখা যাবে নাকি ইতিহাসের দায় শোধ করবে ইংল্যান্ড? ’৯২–এর সেই ফাইনালে তাকালে সবচেয়ে স্মরণীয় যে মুহূর্ত, তা হলো ওয়াসিম আকরামের ২ বলে ২ উইকেট। তরুণ আকরামের পরপর ২ বলে সেদিন উড়ে গিয়েছিল ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। প্রথমে অ্যালান ল্যাম্ব ও পরে ক্রিস লুইসকে বোল্ড করে শিরোপাটা পাকিস্তান দলের হাতের মুঠোয় এনে দিয়েছিলেন আকরামই। সেদিন তৈরি হয়েছিল পরের এক দশকে ক্রিকেটকে বল হাতে শাসন করা আকরামের কিংবদন্তি হয়ে ওঠার ভিডিও।