PDA

View Full Version : অভিজ্ঞতার দৃষ্টিকোন থেকে ফরেক্স ট্রেডারের প্রকারভেদ



Starship
2022-09-25, 09:08 AM
আমরা অনেক সময় মনে করি, যিনি অনেক দিন মার্কেটে আছেন, তিনি বেশি অভিজ্ঞ। আসলে ফরেক্সের ক্ষেত্রে সময় দিয়ে অভিজ্ঞতা বিচার করা আমাদের বন্ধ করতে হবে। সময়ের সাপেক্ষে অভিজ্ঞ হবে এটা স্বাভাবিক কিন্তু আমি ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। কেউ ৬ বছর ফরেক্সে আছেন কিন্তু খুব কম সময় দিয়েছেন অথবা কম পরিশ্রম করেছেন অথবা কম স্টাডি করে কম জ্ঞান লাভ করেছেন। পক্ষান্তরে কেউ মাত্র এক বছরেই ভালোভাবে ফরেক্সের বিষয়গুলো আয়ত্ত করে নিল এবং সে নিয়ম মাফিক চলে প্রফিট করতে লাগলো। আমি মনে করি, লাভবান মানুষটি বেশি অভিজ্ঞ। যেই অভিজ্ঞতা আপনার মধ্যে কোন পরিবর্তন আনতে পারবে না সেটাকে অভিজ্ঞতা না বলাই ভালো।

Mas26
2022-09-25, 09:44 AM
অভিজ্ঞতা ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেক অভিজ্ঞ trader আছেForex Market এ কিন্তু সেই অভিজ্ঞতা সঠিকভাবে কাজে লাগাতে পারে না এই অভিজ্ঞতার কোনই মূল্য নেই। আসলে যে অভিজ্ঞতা কম অল্প অভিজ্ঞতা অনেক সময় খুব ভালো কাজ দেয় কারণ সেই অভিজ্ঞতাটা সে সঠিকভাবে সঠিক কাজে প্রয়োগ করতে পারে যার কারণে সেখান থেকে সফলতা অর্জন করতে সক্ষম হয়।কিন্তু অনেক অভিজ্ঞতা tradet আছে তারা সেই কাজটা করতে পারে না যার কারণে অনেক অভিজ্ঞ হয়েও ফরেক্স মার্কেটের লুজার হয়। এবং আমি তাদেরকে এই সফল ট্রেডার বলতে চাই আমি তাদেরকে সফল ট্রেডার বলতে চাই যারা অল্প অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট থেকে প্রফিট অর্জন করছে।তবে সকল অভিজ্ঞ trader আবার এই টাইপের না আসলে কিছু কিছু trader আছে যারা এ ধরনের ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু অভিজ্ঞতা অর্জন টা ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞতা ছাড়াই ফরেক্স মার্কেট থেকে খুব ভাল প্রফিট নিতে পারে বলে মনে করি। তাই প্রত্যেকটা ট্রেডার উচিত অভিজ্ঞতা অর্জন করা এবং তারপরে ফরেক্স মার্কেটে মূলধন নিয়োগ করা এতে সফল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি।

Starship
2022-09-26, 09:58 AM
ফরেক্স ট্রেডারের জীবনে তিনটি ধাপ রয়েছে।

১। বিগিনার
২। ইন্টারমিডিয়েট
৩। অ্যাডভান্স

আপনার আচরণ বৈশিষ্ট্য মিলে গেলে আপনি নিজেই আপনার লেভেল নির্ধারণ করতে পারবেন।

বিগিনার লেভেল:

১। পরীক্ষিত নির্দিষ্ট কোনো সেশন বেজড্ স্ট্রেটজি নেই। সকালে ঘুম থেকে উঠেই অথবা কর্মস্থল থেকে ফিরে এসে টার্মিনাল দেখেই এন্ট্রি নেন।*

২। মানি ম্যানেজমেন্ট নেই।

৩। একটি ট্রেড ধরে রেখে লস বাড়তে থাকতে দেয়া এবং মার্কেট ফিরে আসবে এমন আশায় বসে থাকা।

৪। মার্কেট থেকে কখন বের হবেন সেই রাস্তা না চিনেই মার্কেটে প্রবেশ করা।

৫। নির্দিষ্ট লেভেলে টেক প্রফিট/স্টপ লস না নেয়া। প্রফিটের ট্রেড দ্রুত ক্লোজ করে লসের ট্রেডে ঝুলে থাকা।

Starship
2022-09-26, 05:22 PM
বিগিনার লেভেল:


৬।* লাভ লস নির্দিষ্ট করে ট্রেড নিয়ে কাঙ্ক্ষিত লাভ অথবা লস চলে আসার পর*ও ঠিক ঐ সময় সিদ্ধান্তে পরিবর্তন আনা।

৭।* এন্ট্রি নেয়ার পূর্বের চেয়ে এন্ট্রি নেয়ার পরে এনালাইসিস অনেক শক্তিশালী করার প্রচেষ্টা চালানো। যেমন: তখন চার্টকে আরো মনোযোগ সহকারে বিশ্লেষণ করা, বিভিন্ন গ্রুপে সকলের মতামত জানতে চাওয়া; মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে এবং ওয়েবসাইট ঘাটাঘাটি করেও তথ্য বের করার চেষ্টা করা।

৮। ট্রেড নেয়া ছাড়া অস্বস্তি লাগা। একটি ট্রেড চলতে থাকবে এবং কিছুক্ষণ পর পর সেটা পর্যবেক্ষণ করার একটি মানসিক ব্যাধি চেপে বসা।

creativeifx
2022-09-27, 12:04 AM
ফরেক্স মার্কেটে আপনি অনেক নিয়ম বা অনেক দরণের এবং অনেক কারেন্সি নিয়ে কাজ করতে পারেন। এই টা বিশাল মার্কেট। শিখার কোন শেষ নাই। আমি পতিদিন ই শিকছি।

md mehedi hasan
2022-09-27, 02:04 PM
ফরেক্স মার্কেটে আমার মতে ট্রেডার দুই প্রকার।বিগেনার ফরেক্স ট্রেডার ও এডভান্স বা দক্ষ ট্রেডার।ফরেক্স মার্কেটে বিগেনার ট্রেডার প্রতিনিয়ত লস করে।তাদের কোন স্ট্র্যাটেজি নেই।কোন নির্দিষ্ট নিয়ম নেই।ফরেক্স মার্কেটে কোন ট্রেড করার পরিস্থিতি না থাকলেও ট্রেড করে।ফরেক্স মার্কেটে এরা মানিমেনেজমেন্ট ছাড়া ট্রেড করে।এজন্যই তারা বারবার লস করে।অপর দিকে একজন দক্ষ ট্রেডার সম্পূর্ণ বিগেনার ট্রেডার এর বিপরীত।তারা কখনো বিগেনার ট্রেডার এর মত ভুল করেনা।তাদের ট্রেড করার জন্য একটি সুনির্দিষ্ট নিয়ম ও স্ট্র্যাটেজি আছে।তারা প্রতিটি ট্রেড মানিমেনেজমেন্ট করে।

samun
2022-09-28, 03:04 PM
আসলে আমরা মনে করি সাধারণত যারা দীর্ঘদিন একটি পেশায় নিয়োজিত থাকে তার তত বেশি সেই পেশায় অভিজ্ঞতা বেশি থাকে কিন্তু আসলে সব থেকে বড় বিষয় হলো সময় তো অবশ্যই বিবেচনা করতে হয় তবে তার সাথে সাথে সেই ব্যক্তি তার পেশা কে নিয়ে কতটুকু বেশি রিসার্চ করে এর ওপরেও তার দক্ষতা নির্ভর করে যদি একজন ব্যক্তি ফরেক্স মার্কেটে একজন ট্রেডার হয় তবে সে যতই পুরনো হোক না কেন সে কতটুকু ফরেক্স মার্কেট সম্পর্কে জানে এবং এই ফরেক্স মার্কেট থেকে সে কতটুকু জ্ঞান অর্জন করেছে এর ওপরে তার দক্ষতা নির্ভর করবে তাই ফরেক্স মার্কেটে শুধু দীর্ঘদিন অতিবাহিত করলেই হবে না বরং ফরেস্ট মার্কেটে কে কত বেশি জ্ঞান অর্জন করতে পেরেছে এটি হলো সবথেকে বড় বিষয় আপনাকে ধন্যবাদ আসলে সকল বিষয়গুলো আমাদের সকলের মাথায় রাখা উচিত