PDA

View Full Version : ট্রেড এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে যেসকল বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত



Starship
2022-09-25, 09:41 AM
চলুন দেখে নেওয়া যাক ট্রেড এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে যেসকল বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত


১। USD Index (DXY) দেখা অন্যান্য পেয়ারে ট্রেড নেওয়ার ক্ষেত্রে।

২।* প্রাইসের ইমপালসিভ মুভমেন্টে ট্রেড না করে রেঞ্জ ব্রেক আউটে ট্রেড করা।

৩। বড় নিজের সময় ট্রেড অফ রাখা। রানিং ট্রেড থাকলে যথা সম্ভব ক্লোজ করে দেওয়া অথবা হেজ করে ফেলে রাখা।
৪। অধিকাংশ সময় নিউজের প্রভাব মেজর ট্রেন্ডের গতিবিধি পরিবর্তন করে না*।

৫। মেজর ট্রেন্ডের দিকে এন্ট্রি নেওয়া। মাইনর ট্রেন্ডের দিকে এন্ট্রি নেওয়া হলে নির্দিষ্ট টেক প্রফিট দেওয়া।

Starship
2022-09-26, 09:54 AM
ট্রেড এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে যেসকল বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত


৬। যত্রতত্র এন্ট্রি ওপেন না করে, নির্দিষ্ট লেভেল (সাপোর্ট-রেসিস্ট্যান্ট) অথবা প্যাটার্নে নিজস্ব স্ট্রেটজি অনুযায়ী এন্ট্রি নেওয়া।

৭। Stop Loss এবং টেক প্রফিট ব্যবহার করা। স্টপ লস খুব ছোট অথবা বড় হওয়া উচিত নয়। Risk Reward অবশ্যই অবশ্যই পালন করতে হবে।

৮। নির্দিষ্ট সেশনের ট্রেড করা। লন্ডন ও নিয়োগ সেশনে ট্রেড করা সর্বোত্তম।

৯। মনে হয় অথবা হতে পারে বা মার্কেট অতিরিক্ত উপরে উঠে গেছে অথবা নিচে নেমে গেছে এমন ভাবনা থেকে ট্রেড না নেওয়া। Market Doesn't Move Logically.

samun
2022-10-02, 09:12 AM
মাস্টারশেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এ বিষয়গুলো অবশ্যই আমাদের প্রতিটি ট্রেডারের জেনে এবং মেনে চলা উচিত তবে আমরা ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারব এবং আমি মনে করি ফোরামে আলোচিত জ্ঞান মূলক পোস্টগুলো নতুন ট্রেডারদের জন্য বেশি সহায়তা প্রদান করবে তাদের এ বিষয়গুলো বেশি বেশি করে পড়া উচিত যাতে করে তারা জ্ঞান ও দক্ষতা অর্জন করে ফরেক্স মার্কেটে একটি সুন্দর ও পরিচ্ছন্ন ট্রেনিং সিস্টেম গড়ে তুলতে পারে