PDA

View Full Version : ইউরোপে তৃতীয় ইভি ব্যাটারি কারখানা করবে সিএটিএল



kohit
2022-09-25, 05:50 PM
বিশ্বের বৃহত্তম বিদ্যুচ্চালিত যানবাহনের (ইভি) ব্যাটারি নির্মাতা হিসেবে পরিচিত চীনের কনটেমপোরারি অ্যামপেরেক্স টেকনোলজি (সিএটিএল)। সম্প্রতি ইউরোপে তৃতীয় ইভি ব্যাটারি তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর দ্য ন্যাশনাল নিউজ।

সিএটিএলের ইউরোপ অঞ্চলের প্রেসিডেন্ট ম্যাথিয়াস জেন্টগ্রাফ বলেন, এ বিষয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। প্রতিষ্ঠানটি ১০০ গিগাওয়াট ঘণ্টার ইভি ব্যাটারি কারখানা তৈরির পরিকল্পনা করছে। এ কারখানার মাধ্যমে ফক্সওয়াগন, বিএমডব্লিউ ও স্টেলান্টিস ব্র্যান্ডের গাড়ির ব্যাটারি সরবরাহ করা হবে। পরিকল্পনা চূড়ান্ত হলে আগামী পাঁচ বছরের মধ্যে কারখানাটি প্রস্তুত করা হবে।

গত মাসে মার্সিডিজ বেঞ্জ গ্রুপের অংশীদারত্বের অংশ হিসেবে ফুজিয়ানভিত্তিক প্রতিষ্ঠান নিংডে ইউরোপে ইভি ব্যাটারির দ্বিতীয় কারখানা স্থাপনের ঘোষণা দেয়। সংস্থাটি হাঙ্গেরিতে ৭৩০ কোটি পাউন্ড (৭২০ কোটি ডলার) বিনিয়োগে এ কারখানা স্থাপন করবে।

জার্মানির হ্যানোভারে আইএএ ট্রান্সপোর্ট সম্মেলন থেকে এক ভিডিও কলে ম্যাথিয়াস জেন্টগ্রাফ বলেন, ইভি ব্যাটারির চাহিদা পর্যাপ্ত না থাকলে আমরা তৃতীয় কারখানা স্থাপন করব না। তবে সিএটিএল জার্মানির বার্লিনে টেসলার নতুন গাড়ি উৎপাদন কারখানায় ব্যাটারি সরবরাহ করবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
বণিক বার্তা