kohit
2022-10-03, 01:01 PM
জাপানের শিল্পোৎপাদন খাত ঊর্ধ্বমুখী রয়েছে। আগস্টে জুলাইয়ের তুলনায় শিল্পোৎপাদন বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ। কাঁচামালের ঘাটতি কমানোর মাধ্যমে কভিড-১৯ মহামারীপূর্ব স্তরের উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধার হওয়ায় দেশটিতে শিল্পোৎপাদন বেড়েছে। খবর কিয়োদো নিউজ।
জাপান সরকারের প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়, ২০১৫ সালের ১০০ বেসিস পয়েন্ট ভিত্তির বিপরীতে আগস্টে জাপানের শিল্পকারখানা এবং খনিগুলোয় ঋতুভিত্তিক উৎপাদনসূচক বেড়ে ৯৯ দশমিক ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক অনুযায়ী ওই মাসে দেশের শিল্পোৎপাদন মাঝারি আকারে বৃদ্ধি পেয়েছে। যেখানে আগের মাসে শিল্পোৎপাদন দশমিক ৮ শতাংশ বেড়েছিল।
সরকারি এক কর্মকর্তা বলেন, আগস্টের সূচকটি ২০২০ সালের জানুয়ারিতে নিবন্ধিত ৯৯ দশমিক ১ পয়েন্টকেও ছাড়িয়ে গিয়েছে। এর মাধ্যমে প্রাক-মহামারী স্তরের উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
বণিক বার্তা
জাপান সরকারের প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়, ২০১৫ সালের ১০০ বেসিস পয়েন্ট ভিত্তির বিপরীতে আগস্টে জাপানের শিল্পকারখানা এবং খনিগুলোয় ঋতুভিত্তিক উৎপাদনসূচক বেড়ে ৯৯ দশমিক ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক অনুযায়ী ওই মাসে দেশের শিল্পোৎপাদন মাঝারি আকারে বৃদ্ধি পেয়েছে। যেখানে আগের মাসে শিল্পোৎপাদন দশমিক ৮ শতাংশ বেড়েছিল।
সরকারি এক কর্মকর্তা বলেন, আগস্টের সূচকটি ২০২০ সালের জানুয়ারিতে নিবন্ধিত ৯৯ দশমিক ১ পয়েন্টকেও ছাড়িয়ে গিয়েছে। এর মাধ্যমে প্রাক-মহামারী স্তরের উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
বণিক বার্তা