Log in

View Full Version : আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম



kohit
2022-10-04, 12:19 PM
আন্তর্জাতিক বাজারে বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। ডলারের বিনিময় মূল্য কিছুটা কমে আসায় অন্য মুদ্রার ক্রেতাদের কাছে ধাতুটির চাহিদা বেড়েছে। এ কারণেই বাজারদরে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এবং অন্য শীর্ষ কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধির সম্ভাবনায় মূল্যবৃদ্ধির মাত্রা ছিল সীমিত। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৬৬৭ ডলার ৮৯ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৬৭৫ ডলার ৩০ সেন্টে।


সম্প্রতি অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মূল্যসূচক দশমিক ৪ শতাংশ কমেছে। তবে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ডের সুদের হার অব্যাহত বাড়ার পর অবশেষে কমেছে।

বণিক বার্তা