PDA

View Full Version : ইন্সটাফরেক্স থেকে বোনাস নিয়ে ট্রেড করাটা কতটা ঝামেলা দেখুন।



Mas26
2022-10-04, 02:35 PM
বন্ধুরা সবাইকে স্বাগত আসলে গত সপ্তাহে আমরা যারা ফোরামে কাজ করে তারা সকলেই বোনাস পেয়েছি। এবং আমি গত দুই মাসের বোনাস 115.85 ডলার বোনাস পেয়েছি আমি। এবং প্রফিট করার পরে।আমি 20 ডলারের মত প্রফিট করেছি।এবং ফ্রম সদস্যদের উইথড্রো দেওয়ার জন্য EurUsdweek pair একটি ট্রেড ওপেন করতে হয় সে অনুযায়ী আমি একটি ট্রেড ওপেন করেছি কিন্তু আমার বোনাস টি তার পরেও আমার ইন্সতাফরেক্স অ্যাকাউন্ট এ শো করছিলনা। এবং আমি আমার লট সাইজটাও দেখলাম সবকিছু ঠিকঠাক আছে এবং আমি অনেক সময় প্রায় ত্রিশ মিনিটের মত ট্রেডটি ওপেন রেখেছিলাম তার পরেও আমার বোনাস শো করছিল না।পরবর্তীতে আমি আবার লট সাইজ টা একটু বাড়িয়ে ট্রেড ওপেন করি। আমি আমার ইন্সটাফরেক্স অ্যাকাউন্টে প্রবেশ করি এখান থেকে 2টি ট্রেডে আমার প্রায় 10 থেকে 12 ডলার কেটে নেয়। এবং আমি লাইভে কথা বললাম কিন্তু কোন লাভ হল না এটা আসলে কি আমাদের সাথে কোন ধরনের জালিয়াতি করা হচ্ছে কিনা জানিনা।

jasminbd
2022-10-13, 10:04 AM
এই ফোরামে লেখালেখি করে আয় কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য নয়। আমি এখানে লেখালেখি করি আমার চিন্তাভাবনগুলো সবার সাথে শেয়ার করতে। এবং আমি এখান থেকে আপনার মত বিজ্ঞ ট্রেডারদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি। ফরেক্স বাংলা ফোরামে সবচেয়ে ট্রেডারের জমায়েত হয়। এটা বাংলাদেশের ফরেক্স ট্রেডারদের একটা কমিউনিটি। আমি জানিনা অন্যান্য ফোরামগুলো পোস্টটিং এর উপর বোনাস দেয় কিনা। ফরেক্স বাংলা ফোরাম আমাদের সেই সুযোগ দিচ্ছে। হ্যাঁ মাঝের মধ্যে কিছু কিছু ঝামেলায় পড়তে হয় তবে আমি ফোরাম মোডারেটের কাছ থেকে সহায়তা নিয়ে থাকি। আমার সাথে শুভঙ্করের ফাকির বিষয়টি এখনো ঘটেনি। আর ফোরাম বোনাস নিয়ে আমার তেমন কোন মাথা ব্যাথা নেই। আমি নিজের টাকা ডিপোজিট করে ট্রেড করে থাকি। আর হ্যাঁ একটা সময় আমার যখন পকেটে টাকা ছিলনা তখন আমি ফোরাম বোনাস দিয়েই ট্রেড করতাম। এমনকি প্রফিটও উঠিয়েছি।