PDA

View Full Version : এফিলিয়েট লিংকটি প্রদান করুন এবং রেফার বোনাস নিন।



Mas26
2022-10-04, 02:48 PM
একজন আইবি বা অংশীদার হওয়া খুবই সোজা, যেমন প্রথমে আপনি একটি এফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন যেটা আপনার ফরেক্স ট্রেডিং এর জন্যও ব্যবহার করা যাবে, এবার আপনি অন্যদের রেফার করতে এফিলিয়েট লিংকটি প্রদান করবেন যখন তারা এফিলিয়েট লিংকেটি ক্লিক করবে এবং একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলবে, তখন তারা আপনার রেফারেল হিসেবে গণ্য হবে। এছাড়াও আপনি রিংক এর পাশাপাশি আপনার এফিলিয়েট কোডটির তথ্য আপনার সকল বন্ধু বা পরিচিত সবার মাঝেও ছড়িয়ে দিতে পারেন, যেটা তারা ট্রেডিং অ্যাকাউন্ট নিবন্ধনের সময় ব্যবহার করবে, অথবা তাকে তার পূর্ণ নাম, অ্যাকাউন্ট নম্বর, এবং আপনার এফিলিয়েট অ্যাকাউন্টের নম্বর এই ইমেইলে eng.partners@instaforex.com পাঠাতে বলতে পারেন। কোম্পানির এফিলিয়েট প্রকল্পের আরও অনেক কিছু জানতে ইন্সটাফরেক্স ওয়েবসাইটে ভিজিট করুন: https://partners.instaforex.com/bd/

habibi
2022-10-16, 11:41 AM
ব্রোকাররা অনেক ধরনের পার্টনারশিপ অফার দিয়ে থাকে। সব ব্রোকারের ব্যাপারে আমি জানিনা তবে ইন্সটাফরেক্সের পার্টনারশিপ অফার সম্পর্কে জানি তা আপনাদের সাথে শেয়ার করছি। আমার জানা মতে ইন্সটাফরেক্স দুই ধারনের আইবি অফার করে থাকে। একটি হল আইবি (ইন্ট্রোডিউসিং ব্রোকার) আরেকটি হল সাব আইবি (সাব-ইন্ট্রোডিউসিং ব্রোকার)। আইবি নিতে কোন অফিস থাকা লাগে। তবে সাব (সাব-ইন্ট্রোডিউসিং ব্রোকার) নিতে কোন প্রকাশ অফিস প্রয়োজন হয় না। সাব আইবি অনেকটা রেফারেল এর মত আপনি যত ক্লাইন্টকে রেফার করবেন এবং তারা যদি ডিপোজিট করে ট্রেড করে তাহলে প্রতি ট্রেড থেকে সাব-আইবি কিছু পিপ্স কমিশন পেয়ে থাকে। আর এই পিপ্স এর পরিমাণ ১.৫ থেকে ৫.৩ হয়ে থাকে। আরেকটি বিষয় এই কমিশন কিন্তু দেয় ব্রোকার। এখানে ক্লাইন্টদের কাছ থেকে অতিরিক্ত কোন কিছু কাটা হয় না। ব্রোকার তার নিজের স্প্রেড থেকে এই কমিশন দিয়ে থাকে। আর ইন্সটাফরেক্সে বাংলাদেশে কিছু পার্টনার ম্যানেজার রয়েছে যারা আইবি বা সাব আইবি নিতে চাইলে সহযোগিতা করে থাকে।