View Full Version : সফল ট্রেডার হওয়ার জন্য করনীয়।
creativeifx
2022-10-05, 12:02 AM
ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে, অনেক বেশি মার্কেট এনাল্যসিস করতে হবে। যত ধরনের এনাল্যসিস আছে সব রকম সম্পর্কে জানতে হবে।
ফরেক্স মার্কেট সম্পর্কে যত বেশি জানব বুজব ততই আমরা সফল হতে পারব। আপনরা সবাই আপনাদের মতামত জানাবেন।
SUROZ Islam
2022-10-09, 12:51 PM
একজন সফল ট্রেডারের সাইকোলজি এবং আচরণ কেমন হয়ে থাকে
১. ধর্য্য
২. আত্মবিশ্বাস
৩. ডিসিপ্লিন
৪. ইমোশানলেস ট্রেডিং
৫. আত্মনিয়ন্ত্রণ বা সেলফ-কন্ট্রোল
৬. বিনা ভয়ে ট্রেড করা
৭. প্রতিদিন সতেজ থাকা
৮. রিস্ক ম্যানেজমেন্ট
৯. মানি ম্যানেজমেন্ট
১০. রিস্ক টু রিওয়ার্ড
১০. লোভী না হওয়া
১১. নিরাশ না হওয়া
১২. বাস্তববাদী হওয়া
১৩. নিজের ভুল স্বীকার করা
১৪. লসকে হজম করার ক্ষমতা
১৫. প্রতিদিন এনালাইসিস
১৬. পিছনে ফিরে না তাকানো
১৭. লাভের পর সাময়িক ছুটি নেওয়া
আমার এ গুন গুলি নাই ১. ধর্য্য ৪. ইমোশানলেস ৯. মানি ম্যানেজমেন্ট ট্রেডিং ১৭. লাভের পর সাময়িক ছুটি নেওয়া।
18330
SumonIslam
2022-10-12, 11:32 AM
একটা ভুল ধারণা বেশিভাগ মানুষের মধ্যেই আছে অনলাইন নির্ভর কাজ বা গ্রামীণ ভাষায় " ইন্টারনেট থেকে আয় " দুনিয়ার সব থেকে সহজ বিষয়। আসলে ব্যাপারটি শিখিয়ে দিলে পারবেন টাইপের কখোনোই না। ফিজিক্যাল যেকোন ব্যবসা বা কাজের থেকে অনলাইন নির্ভর কাজ চ্যালেঞ্জিং।ইদান ং অনেকেই বলছে যে, আমার ছেলেকে একটু শিখিয়ে দিও অনেকদিন বাসায় বসে আছে, কিছু একটা করুক। আবার অনেকে সকাল সন্ধ্যা চাকরি শেষে রাতে বাসায় এসে কিছু একটা করবে বা স্ত্রীকে শিখিয়ে নিবে।
অথচ কেউ বলে না নতুন কিছু একটা বিষয় শিখবে এজন্য পর্যাপ্ত সময় আছে দুই-চার বছর শিখার জন্য দিতে পারবে। একটি উদাহরণ দিয়ে শেষ করছি, হাতে ব্যাট বল ধরিয়ে দিলে ক্রিকেট খেলা আমরা পারব বা টিভিতে দেখেই শিখে নিতে পারি , তবে ক্রিকেট খেলে ভাল টিমে সুযোগ পাওয়া আমাদের জন্য সহজ বিষয় নয়। এজন্য দরকার প্রচুর সময়, অনুশীলন এবং অভিজ্ঞতা।
18341
mdzahidhasan
2022-10-21, 03:00 PM
একজন সফল ফরেক্স ট্রেডার হতে হলে একজন ট্রেডারের উচিত ফরেক্স মার্কেটের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা । ফরেক্স মার্কেটের সমস্ত টার্ম সম্পর্কে ধারণা লাভের পর একজন ট্রেডারের উচিত তিন থেকে ছয় মাস কমপক্ষে সমস্ত অর্জিত জ্ঞান এপ্লাই করে ডেমো ট্রেডিং করা । বিভিন্ন রকমের এনালাইসিস টেকনিকে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলা । এর পরে রিয়াল একাউন্ট এ ডিপোজিট দিয়ে ধীরে ধীরে নিজেকে প্রফেশনাল ট্রেডার হিসেবে গড়ে তোলা । ফরেক্স মার্কেটে সফল হতে হলে একজন ট্রেডার ডিসিপ্লিন ট্রেড করতে হবে । ইমোশন কে নিয়ন্ত্রন রাখতে হবে । হুট হাট সিদ্ধান্ত নেওয়া যাবে না । মার্কেটের কন্ডিশন বুঝে মার্কেটে প্রবেশ করতে হবে । পরিবেশ অনুকূল হলে সুযোগ বুঝে ট্রেড এন্ট্রি নিতে হবে ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.