PDA

View Full Version : Forex market এর কিছু ইতিহাস।



Mas26
2022-10-06, 09:43 AM
আমি যতদূর জানি ফরেক্স ট্রেডিং এর ইতিহাস ব্যাপক।এই বিশাল ফরেক্স মার্কেট যেখানে কোটি কোটি ট্রেডার ট্রেড করছে তা একদিনে গড়ে ওঠেনি।আগে ছিল না কোন সফটওয়্যার মোবাইল তখন ম্যানুয়ালি বিভিন্নভাবে ট্রেড করা হত।আমরা অনেকে ফরেক্স নিয়ে কাজ করি কিন্তু ফরেক্সের কিছুই জানিনা,তাই মাজে মাজে ফরেক্স নিয়ে কিছু সংশয় থেকে যায়,আমাদের ফরেক্স সম্পরকে জানার সুবিধার্থে আমি ফরেক্সের কিছু সংক্ষিপ্তভাবে ইতিহাস লিখলাম,যা আমি অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম।১৮৭৬ সালে স্বর্ণ ভিত্তিক মুদ্রা ব্যবস্থা চালু করা হয়েছিল।এই ব্যবস্থায় মুদ্রার মূল্যমান স্বর্ণের মানের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।ফলে মোট স্বর্ণের মূল্যর সমপরিমাণ কাগুজে মুদ্রা কোন দেশের জন্য রাখা হত।এই পদ্ধতি বেশ ভালই ছিল।কিন্তু স্বর্ণ এর আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে এই পদ্ধতির ত্রুটি ধরা পরে এবং একে বিদায় নিতে হয়।এই স্বর্ণ ভিত্তিক মুদ্রা ব্যবস্থা বাতিল করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় যখন ইউরোপীয় দেশগুলোতে তাদের বিশাল সব প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার মতো টাকা ছিলোনা।কারণ তাদের স্বর্ণের মজুদ ঐ পরিমাণ টাকা ছাপার জন্য খুবই অপ্রতুল ছিল।যদিও এই স্বর্ণ ব্যবস্থা বাতিল হয়ে গেছে,তবুও স্বর্ণ তার মূল্য এবং মুদ্রামানে নিজের অবস্থান ভালভাবেই ধরে রেখেছে।
পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে,সকল মুদ্রার মান নির্দিষ্ট হবে এবং আমেরিকান ডলার হবে মুদ্রার জন্য নির্ধারিত সংরক্ষিত ভিত্তি যা স্বর্ণ এর বিপরীতে একমাত্র পরিমাপকৃত মুদ্রা।এই ব্যবস্থাকে বলা হয় ব্রেটন উডস ব্যবস্থা ১৯৪৪ সালে কার্যকর হয়।১৯৭১ সালে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে তারা আর স্বর্ণের বিপরীতে ডলার এর বিনিময় এ আগ্রহী নয় যা বৈদেশিক সংরক্ষণ হিসেবে রাখা আছে।এর ফলে ব্রেটন উডস ব্যবস্থাও বাতিল হয়ে যায়।১৯৭৬ সালে এই ব্যবস্থা অকার্যকর হয় যার মাধ্যমে মূলত সর্বসম্মতভাবে পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থার প্রচলন হয়েছিল।এর মাধ্যমেই আধুনিক বৈদেশিক মুদ্রার বাজারের প্রবর্তন হয় যা ১৯৯০ সালের দিকে বর্তমান যান্ত্রিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থার রূপ নেয়।

jasminbd
2022-10-11, 12:23 PM
ব্যাবিলনীয়দের সময়ে ফরেক্স বাণিজ্য শুরু হয়েছিল। প্রথমদিকে, পণ্য এর মাধ্যমে লেনদেন শুরু হয়। এর পর গোল্ডকে আদর্শ মুদ্রা ধরে সবাই লেনদেন করত। ১৯৩১ সালে গোল্ড কে আদর্শ মুদ্রা থেকে সরিয়ে এক দেশের মুদ্রার বিনিময়ে লেনদেনের মাধ্যমে ফরেক্স এর যাত্রা শুরু হয়। এরপর দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ব্রেটনটন উডস কনফারেন্সের বিধান অনুসারে কার্যকর হওয়ার পর ব্রিটিশ পাউন্ডটি তখনকার প্রভাবশালী ছিল, যা মার্কিন মুদ্রার মূল মুদ্রার স্থান দিতে হয়েছিল। ১৯৭৩ সাল জ্যামাইকাতে অনুষ্ঠিত নিয়মিত আন্তর্জাতিক সম্মেলনে, এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে মার্কিন ডলারের মুদ্রা স্থির করা হয়। এখান থেকে মুলত ফরেক্স ট্রেডিং শুরু হয় তবে তা সাধারণ মানুষ অংস গ্রহন করতে পারত না।

১৯৯০ সালের দিকে ইন্টারনেট প্রচলনের পরে ব্যাংকগুলো নিজেদের মধ্যে লেনদেনের জন্য ফরেক্স ট্রেডিং প্লাটফর্ম চালু করে তখন সাধারণ মানুষের অংশ গ্রহন ছিল না। এইভাবে ১৯৯৪ সালে অনলাইন ফরেক্স ট্রেডিং প্লাটফর্ম চালু হয় যেখানে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে। তারপর থেকে এই পর্যন্ত ফরেক্স ট্রেডিং চলছে যেখানে আমরা নিজেরাও ফরেক্স ট্রেডিং করছি।

mdzahidhasan
2022-10-21, 06:11 PM
আমি মনেকরি ফরেক্স মার্কেটে একজন ভালো এবং প্রতিষ্ঠিত ট্রেডার হওয়ার জন্য ফরেক্স এর এই অধম ইতিহাস জানার বা কারেন্সি কিভাবে আসলো কিভাবে ছাপা হলো এই ইতিহাস জানার কোন প্রয়োজন নেই । এরচেয়ে ভালো হয় আপনারা ফরেক্স মার্কেট এর প্রাইস মুভমেন্ট কিভাবে করে । চার্ট প্যাটার্ন কিভাবে সনাক্ত করতে হয় । ক্যান্ডেল কি ? ক্যান্ডেল এর প্যাটার্ন দেখে কিভাবে ভবিষ্যৎ প্রাইস ধারণা করা যায় সেগুলো শিখেন । ফান্ডামেন্টাল এনালাইসিস শিখেন । টেকনিক্যাল এনালাইসিস শিখেন । এগুলো আপনাকে প্রফিটেবল বানাবে । ইতিহাস বানাবে না ।