PDA

View Full Version : টি-২০ বিশ্বকাপের ওয়ার্ম আপ পর্ব শুরু হলো



Rakib Hashan
2022-10-11, 09:01 AM
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরের মূল লড়াইয়ে নামার আগে আজ থেকে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নামছে অংশগ্রহণকারী দলগুলো। প্রথম দিন রয়েছে দু’টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে লড়বে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাত। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। দু’টি ম্যাচই হবে মেলবোর্নে। আজ শ্রীলংকা ও জিম্বাবুয়ের মাঠে নামার কথা ছিল। কিন্তু জিম্বাবুয়ের ভ্রমন সূচিতে পরিবর্তন হওয়ায় এই ম্যাচের সূচিতেও পরিবর্তন হয়েছে। এই ম্যাচটি হবে ১১ অক্টোবর। ১০ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সর্বমোট ১৫টি প্রস্তুতিমূলক ম্যাচ হবে। প্রথম রাউন্ডের দলগুলো ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও জাংশন ওভালে নিজেদের ওয়ার্ম আপ ম্যাচ খেলবে।
http://forex-bangla.com/customavatars/1329667338.jpg

Mas26
2022-10-30, 11:30 AM
টানা দুই হারে এখন চাপে আছে পাকিস্তান।

দুই ম্যাচ দুই দলই এক বিন্দুতে—পায়েন্ শূন্য।
ম্যাচ হেরেছে ভারত ও জিম্বাবুয়ের কাছে। নেদারল্যান্ডস বাংলাদেশ ও কাছে। প্যালে-কলমে সেমিফাইনালে ওঠার সামনে আছে দুইটাই। কিন্তু পরের তিন ম্যাচ শুধু জিতলেই হবে না, বাকি দলগুলোর দিকে আমাদের সামনে থাকবে।
ভোট, দুই গ্রুপ একই দিতে নেদারল্যান্ডে কেন্দ্রে চাপটা বেশি জোরের। আইসি টি-টোয়েন্টির ক্যাঙ্কিং ১৭ নম্বর দল দল নেদারল্যান্ডস, শান্তিরভার নেই বললেই৷ প্রথম পর্বে মহানগরী আমিরাত ও নামিবিয়াকে সুপার টুভেলভে জায়গা করার মাধ্যমে বড় বিজয় অর্জন করেছি।
বিপরীতে *লঙ্কিং ৪ নম্বরে র*্যাঙ্কিং অস্ট্রেলিয়ায় পাই শিরোপার প্রশ্ন নিয়ে। কিন্তু প্রথম দুই প্রমাণ হারের পর এখন সেমি ওঠা নিয়েই শঙ্কা।