Log in

View Full Version : ১ ইউরোয় রুশ ব্যবসা বিক্রি করেছে নিশান



jasminbd
2022-10-13, 10:08 AM
রাশিয়ায় থাকা ব্যবসায়িক কার্যক্রম বিক্রির ঘোষণা দিয়েছে নিশান। মাত্র ১ ইউরোর বিনিময়ে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার কাছে এ ব্যবসা হস্তান্তর করছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এ পদক্ষেপের কারণে নিশানকে প্রায় ৬৮ কোটি ৭০ লাখ ডলার লোকসান গুনতে হচ্ছে।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিশান ম্যানুফ্যাকচারিং রাশিয়া এলএলসি তার শেয়ারগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন এনএএমের কাছে হস্তান্তর করেছে। রুশ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেয়ার হস্তান্তর এ চুক্তির আওতায় ছয় বছরের মধ্যে নিশান পুনরায় এ ব্যবসা অধিগ্রহণ করতে পারবে। এ সিদ্ধান্তের মাধ্যমে ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়া ছাড়া সর্বশেষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে জাপানি প্রতিষ্ঠানটি। এর আগে নিশানের বেশির ভাগ শেয়ারের মালিক ফরাসি গাড়ি নির্মাতা রেনো রুশ ব্যবসায়িক কার্যক্রম বিক্রি করেছিল। সংস্থাটি রুশ গাড়ি নির্মাতা অ্যাভোটাজে থাকা অংশীদারত্ব এক রুবলের (দশমিক শূন্য ২ ডলার) বিনিময়ে বিক্রি করে।

বণিক বার্তা