Log in

View Full Version : ডেমু ট্রেডে প্রফিট হয় , কিন্তু এত বুঝে রিয়েল ট্রেডে কেন লস হয়?



SUROZ Islam
2022-10-16, 02:29 PM
অনেকের একই স্টেটেজি ডেমু তে ৩ মাস ট্রেড করে কয়েক বার একাউন্ট ডাবল/রি ডাবল/ ৫ গুন বানিয়ে তার পর রিয়েল একাউন্টে প্রয়োগ করে দেখলেন , যে না রিয়েলে লস হচ্ছে ! কিন্তু কেন হচ্ছে , ভেবে দেখুন ! আবার ভাবুন উত্তর পেয়ে যাবেন ।
ডেমু ট্রেড আর রিয়েল ট্রেড এর মাঝে প্রার্থক্য হল আপনার সেন্টিমেন্ট (ইমোশন) । ডেমু ট্রেড যখন শুরু করেন , তখন রিয়েল ট্রেড এর তুলনায় কম জানা স্বত্বেও প্রফিট হয় । কিন্তু রিয়েল একাউন্টে বেশি জানা স্বত্বেও লস হয় , কারন এই খানে অন্য রকম ইমোশন কাজ করে ।
### বড় একজন ট্রেডার বলছেন , একজন ট্রেডার এর সব চেয়ে বড় শত্রু সে নিজেই, আবার সব চেয়ে বড় বন্ধু সে নিজেই... চিন্তা করেন , আপনি বন্ধু হবেন না শত্রু হবেন নিজের ...।।
ডেমুতে প্রফিট হোয়ার কিছু কারন নিচে দেওয়া হলঃ...
১। আবেগ থাকে রোবট এর মত , লস লাভ এ যায় আসে না । এনালাইসিস এর
সাথে মিলিয়ে ট্রেড নিছি , শেষ দেখে ছাড়ব । এই ভাবে ট্রেড টি একসময় প্রফিট দেয় ।
২ । এসএল/টিপি বাড়ানো কমানো নাই...
৩। বার বার চার্ট দেখে বেশি মানসিক চাপ নেওয়া হয় না, যা রিয়েল একাউন্টে নেওয়া হয় ।
৪। ট্রেডের জন্য অপেক্ষা করা হয় ।
আরো কারন রয়েছে, আশা করি সামনে লিখব । আমাদের সকলের উচিত ডেমু ট্রেডিং থেকে শিখার পাশাপাশি সেন্টিমেন্টাল গুলোও রিয়েল একাউন্টে প্রয়োগ করা । অনেক লস কমে যাবে ।
18361

mdzahidhasan
2022-10-19, 10:15 PM
ডেমোক্রেট করার জন্য যে একাউন্ট ব্যালেন্স দেওয়া হয় সেটি ফরেক্স প্রকার কর্তৃক ফ্রি দেওয়া হয় । যার কারণে ট্রিট করার সময় কোন ধরনের নার্ভাস অনুভূতি ফিল হয় না । কিন্তু নিজের রিয়াল মানি দিয়ে যখন একজন ট্রেডার ট্রিট করে তখন লাভ লস এর একটা নার্ভাসনেস তার ভিতরে কাজ করে যার কারণে অনেক সময় এনালাইসিস ভুল হয়ে থাকে । অথবা এনালাইসিস সঠিক হলেও ট্রেডের এন্ট্রি নিতে ভুল হয় । জার কারণে ডেমো একাউন্ট এ রাতারাতি খুব ভালো প্রফিট করা গেলেও রিয়াল একাউন্ট এ ভয়ের কারণে মাঝে মাঝেই লস হয়ে থাকে । ফরেক্স ট্রেড করতে হলে অনেক সাহসী হতে হবে । তাহলেই ট্রেড প্রফিটেবল হবে ।