PDA

View Full Version : Innocence to Experience ( যে সকল বিষয়ের উপর ভিত্তি করে ট্রেড নেব)



Starship
2022-10-25, 11:21 AM
Innocence to Experience ( যে সকল বিষয়ের উপর ভিত্তি করে ট্রেড নেব)


১। USD Index (DXY) দেখা অন্যান্য পেয়ারে ট্রেড নেওয়ার ক্ষেত্রে।

২। প্রাইসের ইমপালসিভ মুভমেন্টে ট্রেড না করে রেঞ্জ ব্রেক আউটে ট্রেড করা।

৩। বড় নিজের সময় ট্রেড অফ রাখা। রানিং ট্রেড থাকলে যথা সম্ভব ক্লোজ করে দেওয়া।

৪। অধিকাংশ সময় নিউজের প্রভাব মেজর ট্রেন্ডের গতিবিধি পরিবর্তন করে না।

৫। মেজর ট্রেন্ডের দিকে এন্ট্রি নেওয়া। মাইনর ট্রেন্ডের দিকে এন্ট্রি নেওয়া হলে নির্দিষ্ট টেক প্রফিট দেওয়া।

Starship
2022-10-25, 11:53 AM
Innocence to Experience ( যে সকল বিষয়ের উপর ভিত্তি করে ট্রেড নেব)



৬। যত্রতত্র এন্ট্রি ওপেন না করে, নির্দিষ্ট লেভেল (সাপোর্ট-রেসিস্ট্যান্ট) অথবা প্যাটার্নে নিজস্ব স্ট্রেটজি অনুযায়ী এন্ট্রি নেওয়া।

৭। Stop Loss এবং টেক প্রফিট ব্যবহার করা। স্টপ লস খুব ছোট অথবা বড় হওয়া উচিত নয়। Risk Reward অবশ্যই অবশ্যই পালন করতে হবে।

৮। নির্দিষ্ট সেশনের ট্রেড করা। লন্ডন ও নিয়োগ সেশনে ট্রেড করা সর্বোত্তম।

৯। মনে হয় অথবা হতে পারে বা মার্কেট অতিরিক্ত উপরে উঠে গেছে অথবা নিচে নেমে গেছে এমন ভাবনা থেকে ট্রেড না নেওয়া। Market Doesn't Move Logically.

১০। কমপক্ষে তিনটা লজিক ছাড়া মার্কেটে প্রবেশ না করা। অর্থাৎ একটি শক্তিশালী কনফ্লুরেন্স জোনে প্রবেশ করা।

Starship
2022-10-26, 12:12 AM
Innocence to Experience ( যে সকল বিষয়ের উপর ভিত্তি করে ট্রেড নেব)


১১।* ট্রেড প্ল্যানের সবগুলো শর্ত পূরণ হলেই এন্ট্রি নেয়া।

১২। প্রতিটি ট্রেডের জন্য ১০০ ভাগ নিজেকে দায়ী করা। পরিস্থিতি,* বিদ্যুৎ, নেটওয়ার্ক, অন্যের প্ররোচনায়: এসব অজুহাত না থাকা।

১২।* মাত্রা অতিরিক্ত এনালাইসিসৎ অথবা জটিল স্ট্রেটজি তৈরি না করা।

১৩। সাপ্লাই-ডিমান্ড জোন ছাড়া চার্টের অন্য কোথাও পিননবার এনগালফিং জাতীয় বিভিন্ন কনফারমেশন দেখে ট্রেড না করা।

১৪।* সাপোর্ট-রেসিসটেন্সে প্রাইস টাচ করলে প্রথম বাউন্সে বিপরীত ট্রেড না নেওয়া। কাউন্টার ট্রেড দ্বিতীয় এবং তৃতীয় বাউন্সে খুবই কার্যকর । চতুর্থ টাচে লেভেল ভেঙেও যেতে পারে।

১৫। বিগিনার হিসেবে প্রফিটেবল না হওয়া পর্যন্ত 0.01 লটে ট্রেড করা। Day Trading দিয়ে শিখতে চেষ্টা করা। স্কেলপিং করতে আসলে অনেক দক্ষ হতে হয়।

Starship
2022-10-26, 09:17 AM
Innocence to Experience ( যে সকল বিষয়ের উপর ভিত্তি করে ট্রেড নেব)



১৭। বড় শেডো/উইককে সাপ্লাই ডিমান্ড জোনের মধ্যে বিবেচনা না করা। কারণ এগুলো নিউজ/ফান্ডামেন্টালের জন্য সাময়িক প্রাইসের বিচ্যুতি।

১৮। মারটিঙ্গেল এবং হেজিংকে চিরজীবনের জন্য ডিভোর্স দেওয়া। এসবে কোনো কারণে আটকে গেলে প্রফিটে অথবা সমানে ক্লোজ করার চিন্তার চেয়ে ভালো লেভেল থেকে রি-এন্ট্রি নিয়ে লট সাইজ কমানো।

১৯।* কোন একটি এন্ট্রি দেওয়ার পরে আপনি মানসিকভাবে মেনে নিতে না পারলে যত দ্রুত সম্ভব সেটি থেকে বেরিয়ে পড়ুন। একদম সমানে অথবা লাভে ক্লোজ করতে হবে এমন ভাবনা থেকে সরে আসুন। লসে ট্রেড ক্লোজ করার শক্ত মন-মানসিকতা করে তুলুন অথবা ধৈর্য ধরে স্টপ লস হিট করাবেন কিন্তু কোনভাবেই স্টপ লস মুভ করবেন না।

২০। লাভ অথবা লসের টার্গেট ফিলাপ হলে,, অথবা প্রয়োজনের চেয়ে বেশি লাভ হলে, যত দ্রুত সম্ভব টার্মিনাল থেকে সরে পড়ুন।

২১। প্রতিদিন ছোট ছোট প্রফিট উইথড্র করার টার্গেট করুন। সাইকোলজিকালি এই অভ্যাসটি আপনাকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলবে। যেহেতু প্রফিট উইথদ্র করতে হবে সেহেতু আপনি কখনোই কোন ট্রেডে ঝুলে থাকতে পারবেন না।