Log in

View Full Version : সফলতার জন্য যেসকল বিষয় মানতে হবে কিছু বিষয় বাদ দিতে হবে



Starship
2022-10-30, 03:16 PM
ফরেক্স এ সফল হতে হলে আপনাকে যা মানতে হবেঃ

১. সুন্দর একটি স্ট্রাটেজি কন্টিনিউ মানতে হবে।
২. শৃংখলামত ট্রেড করতে হবে।
৩. টার্মিনালে ডিফল্ট ইন্ডিকেটর ব্যবহার করতে হবে।
৪. হাজারো সুযোগ আসুক নিজের ট্র্যাকেই থাকতে হবে।
৫. অবশ্যই লং টাইমফ্রেম ফলো করতে হবে।
৬. লটসাইজ সবসময় সমান রাখতে হবে।
৭. মেন্টালী দুশ্চিন্তামুক্ত থাকতে হবে।
৮. লোভমুক্ত থাকতে হবে।
৯. পরিবার , বন্ধুবান্ধব, সমাজকে সময় দিতে হবে।
১০. নিজেকে মনে করতে হবে আমি একজন স্মার্ট ব্যবসায়ী।

ফরেক্স এ সফল হতে হলে আপনাকে যা বাদ দিতে হবেঃ
.

১. অভার ট্রেড করা যাবেনা।
২. অভার লট ব্যবহার করা যাবেনা।
৩. নিজের সিস্টেম বারবার চেঞ্জ করা যাবেনা।
৪. Ea (ফরেক্স রোবট) হাবিজাবি ইন্ডিকেটর ব্যবহার করা যাবেনা।
৫. সারাদিন টার্মিনালের সামনে বসে থাকা যাবেনা।
৬. টার্গেট ফিলআপ হলে আর ট্রেড করা যাবেনা।