PDA

View Full Version : ছাঁটাইয়ের পথে হাঁটছেন মার্ক জাকারবার্গও



kohit
2022-11-07, 02:17 PM
টুইটারের নিয়ন্ত্রণ ইলোন মাস্কের হাতে যাওয়ার পর বড় ধরনের ছাঁটাই দেখছে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটি। এখন একই পথে হাঁটতে যাচ্ছে ফেসবুকের প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড। চলতি সপ্তাহেই বড় আকারের ছাঁটাই শুরুর পরিকল্পনা করেছেন প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

সংশ্লিষ্টদের উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল রোববার জানায়, এই ছাঁটাই হাজার হাজার কর্মচারীকে প্রভাবিত করবে। আগামী বুধবারে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। তবে ছাঁটাই প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি মেটা কর্তৃপক্ষ।

গত অক্টোবরে দুর্বল বাণিজ্যের পূর্বাভাস দিয়েছিল মেটা। অতিরিক্ত খরচের কারণে আগামী বছর স্টক মার্কেটে প্রায় ৬ হাজার ৭০০ কোটি ডলার মূল্য হারাবে বলে জানায়, এর মধ্যে চলতি বছরে হারিয়েছেন অর্ধ ট্রিলিয়ন ডলার।

বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতি, টিকটকের সঙ্গে প্রতিযোগিতা, অ্যাপলের গোপনীয়তা পরিবর্তন, মেটাভার্সের ব্যাপক ব্যয় ও নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে উদ্বেগের মুখে রয়েছে মেটা।


প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, মেটাভার্সের বিনিয়োগ ফল পেতে প্রায় এক দশক সময় লাগবে। এর মধ্যে নিয়োগ বন্ধসহ খরচ কমানোর বহুমুখী উদ্যোগ নিতে হয়েছে। প্রতিষ্ঠানের পুনর্গঠনের দিকেই তার মনোযোগ এখন।

বণিক বার্তা