Log in

View Full Version : চীনের বৈদেশিক বাণিজ্য অক্টোবরে সংকুচিত হয়েছে



SaifulRahman
2022-11-08, 10:37 AM
চীনের কিছু অঞ্চলে কভিড সংক্রমণ রোধে বিভিন্ন সময় নতুন করে লকডাউন জারি করা হয়েছে। ফলে উৎপাদন কার্যক্রম প্রভাবিত হচ্ছে বিভিন্ন কোম্পানির যন্ত্রাংশ প্রস্তুত কারখানাগুলোয়, যার প্রভাব পড়ছে দেশটির অর্থনীতির স্বাভাবিক গতিশীলতায়। এরই ধারাবাহিকতায় অক্টোবরে অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে চীনের রফতানি ও আমদানি বাণিজ্য। ২০২০ সালের মে মাসের পর আর এমন সংকোচনের মুখোমুখি হয়নি দেশটি। কভিডের অভিঘাত বৈশ্বিক ও অভ্যন্তরীণ চাহিদা হ্রাসের ঝুঁকি সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের লড়াইকে মন্থর করছে। খবর রয়টার্স।
চীনের নীতিনির্ধারকদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে এসেছে রফতানি ও আমদানি বাণিজ্য সংকোচনের তথ্যটি। একদিকে তারা দেশের অভ্যন্তরে কভিডের সংক্রমণ রোধে ব্যস্ত। অন্যদিকে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, বিশ্বব্যাপী সুদের হার বৃদ্ধি এবং বৈশ্বিক মন্দা পরিস্থিতি সামলাতেও তারা এখন অনেকাংশেই হিমশিম খাচ্ছেন।
সেপ্টেম্বরের ৫ দশমিক ৭ শতাংশ লাভ থেকে একলাফে নেমে অক্টোবরে দেশটির বহির্গামী চালান এক বছর আগের তুলনায় শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়। তাছাড়া দেশটির অফিশিয়াল তথ্যানুসারে দেখা যায়, বিশ্লেষকদের ৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধির যে প্রত্যাশা করেছিলেন তাও অর্জিত হয়েছে। ২০২০ সালের মে মাসের পর দেশটি এর আগে এত বড় বাণিজ্য সংকোচনের মুখোমুখি হয়নি।
http://forex-bangla.com/customavatars/1602665043.jpg