PDA

View Full Version : ডিজিটাল ট্রানজেকশন সেবা ‘বিনিময়’র উদ্বোধন



FXBD
2022-11-13, 01:46 PM
ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম ‘বিনিময়’র আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। স্বচ্ছতার সঙ্গে পেমেন্ট সিস্টেমের মধ্যে নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত লেনদেন নিশ্চিত করতে এই সেবা চালু করা হলো। ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডারের সঙ্গে তৃতীয় পক্ষ হিসেবে ইলেকট্রনিক লেনদেনে যুক্ত করবে ‘বিনিময়’। এতে একজন গ্রাহক কার্ডের মধ্যে দ্রুত সেবা পাবেন। আর গ্রাহক তার লেনদেনর জন্য অর্থের পরিমাণ জানতে পারবেন। জানা যাবে ব্যালেন্স ট্রান্সফার এবং লেনদেন শেষে ক্ষুদে বার্তার মতো সেবা।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, বিনিময় প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিটি লেনদেনের বিপরীতে অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠানকে বিনিময় কর্তৃপক্ষকে ৫০ পয়সা ফি দিতে হবে। এটি ব্যবহারের জন্য সার্ভিস চার্জের সঙ্গে একটি নিদিষ্ট হারে ভ্যাট প্রযোজ্য হবে। আর ব্যাংক থেকে অর্থগ্রহণকারী প্রতিষ্ঠান ব্যাংক হলে ইনঅপরেবল ফি প্রযোজ্য হবে না। কিন্তু একক লেনদেনে চার্জ ও ভ্যাট হবে সর্বোচ্চ ১০ টাকা। তবে পিএসপি ও এমএফএস প্রোভাইডারের ক্ষেত্রে নির্দিষ্ট হারে ফি, চার্জ ও ভ্যাট লাগবে।
18550