PDA

View Full Version : কাতার বিশ্বকাপে রেকর্ড আয়ের পথে ফিফা



SaifulRahman
2022-11-14, 01:40 PM
আগামী ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে কাতার ফুটবল বিশ্বকাপ। এ বিশ্বকাপেই সর্বোচ্চ আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির এক পূর্বাভাসে বলা হয়, কাতার বিশ্বকাপে ৬৪০ কোটি ডলার আয় হবে ফিফার। যেখানে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে ফিফার আয়ের পরিমাণ ছিল ৫৪০ কোটি ডলার। সরাসরি খেলা সম্প্রচার করা, প্রায় ২ লাখ ৪০ হাজার আতিথেয়তা প্যাকেজ এবং ৩০ লাখ অগ্রিম টিকিট এরই মধ্যে বিক্রি করেছে ফিফা। বিশ্বের বড় বড় কোম্পানি কাতার ফুটবল বিশ্বকাপে অর্থায়ন করেছে। এর মধ্যে এডিডাস এজি ও কোকা-কোলা অন্যতম।
বিশ্বজুড়ে ফুটবলের জনপ্রিয়তা ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে। ফলে এক টুর্নামেন্ট থেকে আরেক টুর্নামেন্টে বিশ্বকাপের আয়ও বেড়েছে। ২০১৯ থেকে ২০২২ সালে আয়ের তুলনায় কাতার বিশ্বকাপে বেশি আয়ের প্রত্যাশা রয়েছে ফিফার। টুর্নামেন্ট থেকে আয়ের এ অর্থ দিয়ে নিয়ন্ত্রক সংস্থা ফিফা তার ২১১ সদস্য দেশের স্পোর্টস উন্নয়নের পাশাপাশি পুরুষ, নারী ও যুব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে।
http://forex-bangla.com/customavatars/126437432.jpg

Mas26
2022-12-17, 03:48 PM
হোম*খেলা*Argentina vs France: মেসিদের ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়া রেফারি ফাইনাল পরিচালনার দায়িত্বে!
Argentina vs France: মেসিদের ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়া রেফারি ফাইনাল পরিচালনার দায়িত্বে।

Fifa World Cup 2022: ফাইনাল ম্যাচ পরিচালনা করবে পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক। এই রেফারি আগেও আর্জেন্তিনা ম্যাচ খেলিয়েছেন। তাঁর সিদ্ধান্ত নিয়ে বিতর্কও হয়েছে।

মেসিদের ম্যাচ খেলাবেন কে?

দোহা:*ফ্রান্স বনাম আর্জেন্তিনা (France vs Argentina) ফাইনাল খেলাবেন কে, ঘোষণা করে দিল পোল্যান্ড ফুটবল সংস্থা। আর রেফারির নাম শুনলে, আর্জেন্তিনার ফুটবল সমর্থকেরা খুব একটা স্বস্তিতে থাকবেন না।
কারণ, ফাইনাল ম্যাচ পরিচালনা করবে পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক। এই রেফারি আগেও আর্জেন্তিনা ম্যাচ খেলিয়েছেন। তাঁর সিদ্ধান্ত নিয়ে বিতর্কও হয়েছে।

কেন পোল্যান্ড ফুটবল সংস্থা ঘোষণা করল? কারণ, সাইমন পোল্যান্ডের। পোলিশ ফুটবল সংস্থা জানিয়েছে, ফিফা-র তরফে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
লুসেইল স্টেডিয়ামে রবিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটায় ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও আর্জেন্তিনা। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্তিনা বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথও পরিচালনা করেছিলেন সাইমন। সেই ম্যাচে একটি হ্যান্ডবলের জোরাল আবেদন উঠেছিল আর্জেন্তিনা শিবির থেকে। তা নস্যাৎ করে দেন সাইমন। ভার প্রযুক্তির সাহায্যও নেননি।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও আর্জেন্তিনার একটি ম্যাচ খেলিয়েছিলেন সাইমন। সেই ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছিলেন লিওনেল মেসিরা। সেই ম্যাচেও ক্রিস্তিয়ান পাভনকে বক্সে ফাোউল করা সত্ত্বেও একটি ন্যায্য পেনাল্টি না দেওয়ার অভিযোগ উঠেছিল সাইমনের বিরুদ্ধে।
শোনা যাচ্ছে, সহকারী রেফারির দায়িত্ব পাবেন পাবেল সোকোলনিকি ও তোমাস লিস্তকিয়েজ। ফরাসি শিবিরে আতঙ্ক।