Log in

View Full Version : টুইটারে সাড়ে চার হাজার চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাই



kohit
2022-11-16, 02:47 PM
শীর্ষ কর্মকর্তাসহ ৩ হাজার ৮০০ কর্মীর পর এবার চুক্তিভিত্তিক ৪ হাজার ৪০০ কর্মীকে ছাঁটাই করেছেন টুইটারের নতুন প্রধান ইলোন মাস্ক। খবর নিক্কেই এশিয়া।

প্লাটফর্মার ও এক্সিওস প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, যেসব কর্মী নির্ধারিত চুক্তিতে কাজ করতেন মাইক্রোব্লগিং প্লাটফর্মটি বর্তমানে তাদের ছাঁটাই করছে। প্লাটফর্মারের কেসি নিউটন এক টুইট বার্তায় জানান, যারা চুক্তিভিত্তিক কাজ করতেন তাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। পর্যায়ক্রমে তারা স্ল্যাক ও ই-মেইলে প্রবেশাধিকার হারাচ্ছে। সিস্টেম থেকে কর্মীদের তথ্য মুছে যাওয়ার পর ম্যানেজাররা ছাঁটাইয়ের বিষয়ে জানতে পারছেন। এমনকি দলনেতাদের কাছ থেকে কিছুই শোনেননি তারা।

এক সপ্তাহ আগে শুরু হওয়া ছাঁটাইয়ের বিষয়ে মাস্ক বা টুইটার কেউই কোনো প্রতিক্রিয়া জানায়নি। টুইটারের অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশাধিকার হারানোর পর অনেক চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাইয়ের বিষয়টি জানতে পারেন। প্লাটফর্মটির অভ্যন্তরীণ স্ল্যাক মেসেজিং প্লাটফর্মের একজন ম্যানেজার জানান, শিশুদের নিরাপত্তাসংক্রান ত কার্যক্রমে জরুরি পরিবর্তনের সময় একজন ঠিকাদারকে ছাঁটাই করা হয়েছে।

বণিক বার্তা