PDA

View Full Version : ট্রেডিং শুরু করার পুর্বে যে ১৩ টি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন



Rakib Hashan
2022-11-16, 03:46 PM
ফরেক্স/শেয়ার মার্কেট এ ট্রেডিং শুরু করার পুর্বে যে ১৩ টি প্রশ্নের উত্তর আপনার জানা প্রয়োজন.......
আমাদের করা প্রতিটি কাজেরই কোন না কোন লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। যদি কোন কাজ করতে যেয়ে কারণ স্পষ্ট না হয় তাহলে লক্ষ্য পুরন সম্ভব নয়, এমনকি ঐ কাজে পরিপূর্ন গতি লাভ ও সম্ভব নয়। তাই জীবনে যে কোন কর্মশুরু করার পূর্বে প্রথমে যে বিষয়গুলো স্পষ্ট হতে হবে তা হল আমি কেন এই কাজটি করবো। যখন কেন আমরা স্পষ্ট হবো, কিভাবে করবো তাও স্পষ্ট হবে। যা আমাদের শুধুমাত্র কাজেই নয় জীবনেও ব্যাপক পরিবর্তন সাধন করবে। তেমনিভাবে ট্রেডিং শুরু করার পুর্বে আমাদের স্পষ্ট হতে হবে কেন আমরা ট্রেড করবো এবং তা স্পষ্টভাবে ডায়েরীতে লিখে ফেলতে হবে। তাহলে যখনই ট্রেড করতে যেয়ে পথ হারিয়ে ফেলবো এই কারণগুলো আমাদের সঠিকপথে আসতে সহায়ক ভূমিকা পালন করবে। আমি এই প্রশ্নগুলো করে শুরু করেছি আপনিও করতে পারেন আপনার মত করে।
১। আমি কি ধনী হওয়ার জন্য ট্রেড করছি?
২। নাকি একটু ভালো থাকার জন্য ট্রেড করছি?
৩। নাকি সময়ের স্বাধীনতার জন্য ট্রেড করছি?
৪। ট্রেড এর সর্ব্বোচ্চ সুবিধা পেতে যে পরিমাণ বিনিয়োগ প্রয়োজন তা করতে কি আমি প্রস্তুত?
৫। ট্রেড শিখতে হলে যে সময় এবং মনোনিবেশ প্রয়োজন আমি কি তা করছি বা করতে পারবো?
৬. আপনি কি কাজ করার পুর্বে চিন্তা করেন নাকি কাজ করে চিন্তা করেন?
৭. আপনি কি আপনার আবেগ নিয়ন্ত্রণ করেন নাকি আপনার আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করে?
০৮. আপনি কি কোন ঘটনায় ইতিবাচকভাবে সাড়া দেন নাকি নেতিবাচকভাবে সাড়া দেন?
৯. আপনার ইগো কি গঠনমূলক নাকি ধ্বংসাত্মক? আপনি কি বিনীত নাকি অধিক অহংকারী?
১০. আপনি কি আপনার জীবন এ অধিক ইতিবাচক মনোভাব পোষণ করেন নাকি নেতিবাচক?
১১. আপনি আপনার ভুলগুলোকে ভয় পান, নাকি তাদেরকে বোঝার চেষ্টা করেন এবং তাদের থেকে শিখেন?
১২. আপনি কি আপনার যা আছে তাতে ফোকাস করেন নাকি যা হারিয়ে গিয়েছে তাতে?
১৩. আপনি কি আপনার লক্ষ্য স্থির করেন এবং তা অনুযায়ী পরিকল্পনামাফিক কাজ করেন, নাকি লক্ষ্যহীনভাবে ছুটে বেড়ান?