PDA

View Full Version : ফরেক্সের গোপন কথা



anwarForex
2015-08-29, 07:05 AM
আমরা সবাই ট্রেড এন্ট্রির কথা বেশী বেশী গুরুত্ব দিয়ে থাকি কিনতু অন্য কোন কিছু ভাবি না - যা ফরেক্স মার্কেটের সংগে জড়িত। ফরেক্স মার্কেট ১০০% ধরলে

১। মানি ম্যানেজম্যান্ট-৫০%
২। সাইকোলজি - ৪০%
৩। এক্সিট - ৮%
৪। এন্ট্রি -২%

সুতরাং এ মার্কেটে সফল হতে হলে উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে ট্রেড করতে হবে।

Momen
2015-08-30, 08:29 AM
আমরা তো সবাই আছি শুধু ট্রেড ওপেন আর ক্লোজ নিয়ে।কিন্তু ফরেক্স মার্কেটের গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে আপনার ফরেক্স এ কোন দিনও ভাল প্রফিট করা সম্ভব না।

amdad123
2015-09-05, 12:17 AM
মানি ম্যানেজম্যান্ট এর পাশাপাশি নিউজ দেখা ও কারেন্সির পূর্বের অবস্থান দেখাও অত্যান্ত জরুরী। কেননা আমরা দেখি মার্কেট উঠছে আবার নামছে, কিন্তু কেন উঠেছে আবার কেন নেমেছে এসবের কারন যদি আপনি কিছুতা আন্তাজ করতে পারেন তাহলে হয়ত আপনি ট্রেড করে সফলতা পাবেন।

FxAhsan
2015-09-06, 05:54 PM
আপনি যত বড় ট্রেডারই হন না কেন মানি ম্যানেজমেন্ট মেনে না চললে আপনার একাউন্ট খালি হতে বাধ্য।ফরেক্স এ টিকে থাকা মানেই প্রফিট করা।তাই সঠিক মানি ম্যানেজমেন্ট মেনে চলুন এবং টিকে থাকুন।

Tajmin
2015-09-06, 06:38 PM
মানি ম্যানেজমেন্ট ফরেক্স ট্রেডিং এ সফল হবার অন্যতম হাতিয়ার। মনি ম্যানেজমেন্ট ভালভাবে জানলে ট্রেডিং এ সফল হওয়া যায় এবং যথেষ্ট মুনাফা অর্জন করা যায়।

fxover
2015-09-13, 10:07 PM
আমরা সবাই ট্রেড এন্ট্রির কথা বেশী বেশী গুরুত্ব দিয়ে থাকি কিনতু অন্য কোন কিছু ভাবি না - যা ফরেক্স মার্কেটের সংগে জড়িত। ফরেক্স মার্কেট ১০০% ধরলে

১। মানি ম্যানেজম্যান্ট-৫০%
২। সাইকোলজি - ৪০%
৩। এক্সিট - ৮%
৪। এন্ট্রি -২%

সুতরাং এ মার্কেটে সফল হতে হলে উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে ট্রেড করতে হবে।

হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত । অনেকেই অনেক টেকনিক জানে এবং সেগূলো কাজে লাগিয়ে ট্রেড করে কিন্তু সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয়টির উপর খেয়াল রাখে না । আর এই গুরুত্বপুর্ন বিষয়টি হচ্ছে মানি ম্যানেজমেন্ট । আমি মনে করি আমরা যদি ঠিকমত মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি তাহলে আমাদের আর লস হবে না আর কোন ট্রেড এ লস হলেও সেটা সাধ্যের মধ্যে থাকবে ।

AbuRaihan
2015-10-05, 03:19 PM
ফরেক্স মানে কিন্ত শুধু বাই /সেল করা নয় । বরং প্রত্যকটা অর্ডার প্রদানের আগে নিজের দৃষ্টিকোণ হতে ট্রেডগুলোকে বিশ্লেষণ করা । ফরেক্স বিজনেসে যারা টেকনিক জানে তার অনেক কিছু করতে পারে । কারণ এখানে আপনার ডিপোজিট কিংবা অন্য বিষয়গুলোর চেয়ে টেকনিকটা অনেক বেশি কাজে দেয় । আর সঠিক মানিম্যানেজমেন্ট এর অন্যতম উপায় । ধন্যবাদ ।

RUBEL MIAH
2015-10-05, 03:39 PM
ফরেক্স এর গোপন কথা হলো ট্রেড সর্ম্পকে ভালোভাবে জানা ।ট্রেডকে সেল এবং বাই করার আগে অবশ্যই পারর্দশী হতে হবে । সঠিকভাবে পারর্দশী হতে পারলে অবশ্যই উন্নতি করা সম্বব ।

dinner
2015-12-05, 01:07 AM
ফরেক্স একটি ব্যবসা । সব ব্যবসার মতও ফরেক্স ব্যবসা ও কিছু গোপনিয়তা আছে তা হল
১। মানি ম্যানেজম্যান্ট-৫০%
২। সাইকোলজি - ৪০%
৩। এক্সিট - ৮%
৪। এন্ট্রি -২%

HKProduction
2015-12-06, 11:44 AM
আমরা এত কিছু জেনেও লস করি। সবচেয়ে বড় কথা আমরা আমাদের মানসিকতা সম্পর্কে সচেতন নই অথবা আমরা আমাদেরকে মোটে ও ভালবাসি না। তাই ফরেক্স করতে হলে প্রথমে আমাদের মন ও মানসিকতার ভাল চিকিৎসার প্রয়োজন। এক কথায় সুস্থ ও সুন্দর নিরব মন ছাড়া এ ব্যবসা সম্ভব নয়।

basaki
2015-12-26, 09:53 PM
ফরেক্স মার্কেটের অনেক গোপন কথা আছে যে গুলো এখনো আমাদের অজানা। ফরেক্সের গোপন কথা জানতে হলে ফরেক্স নিয়ে যারা অদিক সময় দিতে পারবে তারাই ভাল জানবে। ফরেক্স ট্রেড কতে মানি মেনেজমেন্টের মত গোপন আর কিছুই নাই।

yasir arafat
2016-04-07, 01:12 AM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে মানিম্যানেজমেন্টের কোন বিকল্প নেই। যদি তা আপনি মেনে না চলেন তাহলেতো উন্নতি করতে পারবেন।তাই আমার মতে উপরিক্ত নিয়মে আমরা আমাদের একাউন্টগুলোকে পর্যালোচনা করতে পারি।এতে আমরা প্রতি মাসে কিছু হলেও প্রফিট করতে পারব।এটা আবশ্যিক।

dwipFX
2016-05-12, 10:10 AM
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে না হয় ফরেক্স থেকে রাব করা অসম্ভব হয়ে পড়বে এবং যে কোন সময় একাউন্ট জিরো হয়ে যেতে পারে তাই আমাদের কে ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে।

sharifulbaf
2016-05-17, 10:05 PM
ফরেক্স মার্কেটে সফল ফরেক্স ট্রেডার হতে চাইলে আমাদের অনেক কিছু মনেকরে ফরেক্স ট্রেডিং করতে হয়,প্রথমে আমাদের ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করা,তার পরে আমাদের মানিম্যানেজমেন্ট অনুসরণ করতে হবে,ফরেক্স মার্কেটের নিউজ নিয়মিত দেখতে হবে,যাতে আমরা ফরেক্স মার্কেটে ভাল ট্রেডিং করতে পারি।

fatema begum
2016-07-31, 10:37 PM
আজকালতো এমন অবস্থা হয়েছে যে কারও থেকে কিছু জানতে গেলেও একটা বড় সমস্যা।সুতরাং আমরা যদি তা জানতাম তাহলে ফরেক্স জীবণে আমরা কিছুটা হলেও নিজেদের জন্য কিছু করতে পারতাম।আর এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক বটে।সেজন্য আমাদেরকে সফলতার গল্প শুনলে হবে না চেষ্টা করে সফল হবো নিজেরা।আমি বর্তমানে ফরেক্সের বাংলাফোরাম থেকে অনেক কিছু শিখতে পেরেছি।

fardin222333
2016-08-02, 10:20 AM
বিভিন্ন নিউজিএর পাশাপাশি মানি ম্যনেজম্যান্ট শিখতে হবে। কারেন্সির অবস্থান কি হচ্ছে তা দেখা জরুরী। র্মাকেট প্রতিনিয়ত উঠানামা করে কেন করে কেন করে তার কারন আমাদের সবার জানা দরকার। যানা থাকেলে আমাদের ট্রেড করতে সহজ হবে এবং সফলতা আসবে।

SHOYEB
2016-08-08, 08:05 AM
ফরেক্সে গোপন কথা বলতে কিছু নেই আমর সবকিছু জানি বুঝি কিন্তু ইম্পিলিমেন্ট করতে পারিনা সবকিছু সঠিকাবে এক্সিকিউশন করতে পারলে আমরা সফলতা পাব তবে মানি মেনেজমেন্ট ব্যাপারটা সর্বক্ষেত্রে মনে রাখতে হবে।

md mehedi hasan
2016-11-30, 09:40 AM
ফরেক্স মার্কেট ট্রেড করতে হলে আপনাকে একটি সুন্দর স্ট্রেজি মেনে সঠিক সিন্ধান্তের উপর ভিত্ত করে ট্রেড করতে হবে।প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে প্রত্যেক ট্রেডারের উচিত হব সঠিকভাবে মানিমেনেজম্যান্ট করা।এবং ফামেন্টাল ও েকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করা।

bank1
2016-11-30, 10:04 AM
ফরেক্সে অনেক ধরনের টিপস আছে। যা আমাদের ট্রেডিং করার সময় কাজে লাগে। ফরেক্সের একটি গুরুত্বপুর্ন বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট। যেটার উপর ফরেক্সের ৫০% সফলতা নির্ভর করে। আর সাইকোলজির উপর নির্ভর করে ৪০%। আমরা যদি পুরো ফরেক্সটাকে ১০০% ধরি তাহলে এ দুটো মিলেই হয় ৯০%। আর বাকি ২% এন্ট্রি ও ৮% হচ্ছে এক্সিট। তাহলে বুঝতেই পারছেন ফরেক্সের সফলতা কোন কোন বিষয় গুলির উপর নির্ভর করে। এসব ব্যাপারে আমাদের জানতে হবে।

abdulguffer
2016-11-30, 08:55 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট ও ইমোশন , মার্কেট এনালাইসিস ও সঠিক সময়ে এন্ট্রি ও ট্রেড ক্লোজ করা । এদের মধ্যে মানি ম্যানেজমেন্ট এ 70 % , ইমোশন এ 20%, আর অন্যান্য গুলো তে 10% গুরুত্ব দেওয়া উচিত ।

Mamun13
2017-11-08, 10:16 PM
আমার মতে ফরেক্সের সফল ও প্রফিটেবল ট্রেডের গোপন কথা হলো-#সঠিক ভাবে এনালাইসিস করেই ট্রেডে এন্ট্রী করা৷#ট্রেডিং চার্টে ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো দেখে বুঝে ট্রেড করা৷#সঠিক ভাবে মানি ও রিস্ক মেনেজমেন্ট ফলো করা৷#মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কার বুঝে ট্রেড করা৷#লং টাইম ফ্রেমে ট্রেড করা৷#স্টপলস ও টেকপ্রফিট যথাস্হানে ব্যাবহার করা৷#ট্রেডের পূর্বে অবশ্যই প্রতিদিনের নিউজ ইমপেক্টগুলো এনালাইসিস করা৷#সেসন অনুযায়ী ট্রেডে বসা৷#অল্প কয়েকটা পেয়ারে ট্রেড করা৷#লিভারেজ অনেক কম নিয়ে ট্রেড করা৷#দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা অর্জন করা৷#এই ফোরাম থেকে খুটিঁনাটি সবকিছু শিখে নেওয়া৷