PDA

View Full Version : মহাকাশে ডাটা সেন্টার!



BDFOREX TRADER
2022-11-24, 12:08 PM
http://forex-bangla.com/customavatars/2001769729.gif
ভূপৃষ্ঠের কোনো স্থানে নয়, অচিরেই হয়তো ডাটা সেন্টার থাকবে মহাকাশে। অনেকটা বৈজ্ঞানিক কল্পকাহিনি মনে হলেও এমনই অভিনব উদ্যোগ নিয়েছে ইউরোপীয় কমিশন (ইসি)। পরিবেশদূষণ রোধে ডাটা সেন্টারের পরবর্তী গন্তব্য হিসেবে মহাকাশই পছন্দ সংস্থাটির। মূলত পরিবেশদূষণ, পৃথিবী পৃষ্ঠের উষ্ণায়নে জলবায়ু পরিবর্তনে ডাটা সেন্টারও ভূমিকা রাখছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মহাকাশে ডাটা সেন্টার স্থাপনের কথা ভাবছে সংস্থাটি। পাশাপাশি উচ্চ ক্ষমতার কম্পিউটিং ফ্যাসিলিটি থেকে পরিবেশে যে প্রভাব পড়ে, সেটি কমানোর উপায়ও খোঁজা হচ্ছে। এ জন্য সংস্থাটি অ্যাডভান্সড স্পেস ক্লাউড ফর নিট জিরো অ্যামিশনস অ্যান্ড ডাটা সভরেনটি ইন ইউরোপ (অ্যাসসেন্ড) নামে সম্ভাব্যতা সমীক্ষা চালিয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হরাইজন ইউরোপ কর্মসূচির অন্তর্ভুক্ত। জানা গেছে, মহাকাশে স্থাপিত ডাটা সেন্টারগুলো হবে সম্পূর্ণ সৌরবিদ্যুৎ চালিত। অপটিক্যাল স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের (এএসসিএস) মাধ্যমে মহাকাশের ডাটা সেন্টারগুলোর সঙ্গে ভূপৃষ্ঠের যোগাযোগ স্থাপন করা হবে।