PDA

View Full Version : ট্রেড অপেন করার সময় লক্ষ্যনীয় বিষয়সমুহ



anwarForex
2015-08-29, 07:25 AM
ট্রেড অপেন করার সময় লক্ষ্যনীয় বিয়য়সমুহ

ক) কারেন্সি পেয়ার এর আচড়ন কেমন?
১। দিনে কি পরিমান উঠানাম করে?
২। আকস্মিক বৃদ্ধি পায়? ধীরে বৃদ্ধি পায়? স্পাইক দেয কিনা?

খ) কারেন্সি পেয়ার এর খবর কি?
১) দুর্বল?
২) শক্তিশালী?

গ) সাধরণ মার্কেট ট্রেন্ড কোন দিকে?
১। উর্ধ্বমুখী
২। নিম্নমূখী

ঘ) বর্তমান প্রাইস কোনটির সংগে সম্পর্কযুক্ত?
১। আজকের উঠানামার সংগে?
২। গতদিনের উঠানামার সংগে?
৩।গত সপ্তাহের উঠানামার সংগে?
৪্ গত মাসের উঠানামার সংগে?
ঙ) ক্ষুদ্রতর টাইম ফ্রেমে উঠানামার গতি কোন দিকে?
১। বৃহত্তর টাইম ফ্রেমের গতির দিকে?
২। বৃহত্তর টাইম ফ্রেমের গতির বিপরীতে?

MotinFX
2015-08-29, 11:24 PM
ট্রেড অপেন করার পুর্বে যে বিষয় সমুহ মনে রাখতে হবে
১ আপনি যে কারেন্সি অপেন করবেন সে কারেন্সি ফেয়ার কিনা।
২কারেন্সির স্পীড কত।
৩ অর্থনীতিক নিউজ আছে কিনা।
৪ মার্কেট এনালাইসিস।

Momen
2015-08-30, 08:26 AM
একটি ট্রেড ওপেন করার সময় আপনাক্র বিভিন্ন বিষয়ের প্রতি নজর দিতে হবে। মার্কেট কতটুকু ওঠানামা করল, তারপর শাধারন মার্কেট ট্রেড এখন উর্ধগামী নাকি নিন্মগামী ইত্যাদি বিষয়াদী।

Marufa
2015-08-31, 08:25 PM
ট্রেড করার সময় নিজের মানসিক অবস্থাটাও অনেক গুরুত্বপূর্ণ । মানসিকভাবে প্রস্তুত না থাকলে ট্রেড করা উচিৎ নয় । সবসময় মাথা ঠান্ডা করে সবদিক বিবেচনা করে সিদ্বান্ত নিতে হয় । আর এটাই ট্রেডারদের জন্য বড় পরীক্ষা । এজন্য সারাদিন ট্রেড না করে দিনের নির্দিষ্ট একটি সময় ঠিক করে ট্রেড করলে ভাল ফলাফল পাওয়া যায় ।

maziz6989
2015-09-01, 10:40 PM
নিজের তৈরী করা নিয়ম কখনই ভাঙ্গবেন না ট্রেড করার সময়। আমি এমন অনেক ট্রেডারকে জানি যারা বেশ ভাল ট্রেড করে কিন্তু ঠিকতে পারে না। কারণ উল্টা পাল্টা ট্রেড করে লাভের থেকে লসের পাল্লা ভারী করে ফেলে। ফলাফল একাউন্ট জিরো। তাই ট্রেড করার আগে দেখুন আপনার মুলনীতির সাথে যায় কিনা। গেলেই একমাত্র ট্রেডে এন্ট্রি নিতে পারেন। নতুবা এই চার্ট ছেড়ে অন্য চার্টে যান যেখানে আপনার সাথে প্রাইস ও ইত্যাদি মিলবে। অনুমানে ট্রেড করা যাবে না কোন ভাবেই।

FxAhsan
2015-09-01, 11:48 PM
উপরের যে চেকলিস্ট টি রয়েছে তা সব ট্রেডার দের জন্যই অনুসরণীয়,কারন ট্রেড ওপেন করার সময় আপনাকে অবশ্যই এই বিষয়গুলা মাথায় রাখতে হবে।আবোল তাবোল ট্রেড ওপেন করে কেবলমাত্র লসের পাল্লাটাই ভারী হবে।

amdad123
2015-09-04, 11:44 PM
ট্রেড ওপেন করতে হলে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে, আমি কি স্কাল্পিং ট্রেড করব নাকি লং টার্ম ট্রেড করব। কারন স্কাল্পিং এর জন্য দেখতে হবে ক্যান্ডেল সটীক এর বিগত ১ ঘণ্টার উঠা নামা ও ৩০ মিনিটের সাপোর্ট রেসিসট্যাঁন্স। আর যদি লংটার্ম ট্রেড করতে চান, তাহলে বিগত h4, d1, w1 ও mn এই চার্টগুলো দেখে মার্কেটের মুভমেন্ট ও আপনি যেই কারেন্সিগুলো নিয়ে ট্রেড করবেন সেই কারেন্সিগুলোর নিউজ দেখে ট্রেড করা হচ্ছে ভালো ট্রেড করার উপায়।

FxAhsan
2015-09-06, 06:51 PM
যে পেয়ারে ট্রেড করছেন তার আপ বা ডাউনে কোন পিনবার,হ্যামার বা ডোজি তৈরী হয়েছে কিনা,এখন নিউজটাইম কিনা,এর স্প্রেড কেমন,আপনি ট্রেন্ডের সাথে নাকি বিপরীতে ট্রেড ওপেন করছেন কিনা।মনে রাখবেন ফরেক্সে একটি কথা আছে ট্রেন্ড ইস ফ্রেন্ড।

fxover
2015-09-13, 09:54 PM
ট্রেড অপেন করার সময় লক্ষ্যনীয় বিয়য়সমুহ

ক) কারেন্সি পেয়ার এর আচড়ন কেমন?
১। দিনে কি পরিমান উঠানাম করে?
২। আকস্মিক বৃদ্ধি পায়? ধীরে বৃদ্ধি পায়? স্পাইক দেয কিনা?

খ) কারেন্সি পেয়ার এর খবর কি?
১) দুর্বল?
২) শক্তিশালী?

গ) সাধরণ মার্কেট ট্রেন্ড কোন দিকে?
১। উর্ধ্বমুখী
২। নিম্নমূখী

ঘ) বর্তমান প্রাইস কোনটির সংগে সম্পর্কযুক্ত?
১। আজকের উঠানামার সংগে?
২। গতদিনের উঠানামার সংগে?
৩।গত সপ্তাহের উঠানামার সংগে?
৪্ গত মাসের উঠানামার সংগে?
ঙ) ক্ষুদ্রতর টাইম ফ্রেমে উঠানামার গতি কোন দিকে?
১। বৃহত্তর টাইম ফ্রেমের গতির দিকে?
২। বৃহত্তর টাইম ফ্রেমের গতির বিপরীতে?

হ্যাঁ আপনি যে বিষয় গুলো উল্লেখ করেছেন সেগুলো ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপুর্ন । আমি মনে করি এই বিষয় গুলো যথাযথ ভাবে খেয়াল করলে এবং মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করলে আমরা কোন ত্রদ এ বিফল হব না । এবং সব ট্রেড এ সফল হতে পারব । তাই আগে আমাদের আগে মার্কেট বুঝতে হবে । সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বুঝতে হবে তারপর ট্রেড এ এন্ট্রি নিএ হবে ।

AbuRaihan
2015-10-06, 11:27 PM
আাপনি যে বিষয়গুলো আলোচনা করেছেন তা অনেক গুরুত্বপুর্ণ । তাই ফরেক্স মার্কেটে একটা অর্ডার দেওয়ার আগে সেটা ভালভাবে বিশ্লেষণ করে তারপর অর্ডার ওপেন করতে হবে । একটা ট্রেড দেওয়ার পূর্বে এনালাইসিস করার মাধ্যমে ট্রেড সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়া যায় তবে তা শতভাগ নয় । এই ধরনের এনালাইসিস ভালো করতে পারে অভিজ্ঞ ট্রেডাররা । এনালাইসিস এর মধ্য অন্যতম হল টেকনিকেল এনালাইসিস এটা অনেক গুরুত্বপুর্ণ এনালাইসিস প্রত্যক ট্রেডারের জণ্য ।

RUBEL MIAH
2015-12-20, 12:10 PM
ফরেক্স ট্রেড করার সময় অবশ্যই আপনাকে কিছু দিকে লক্ষ্য করতে হবে । দিকগুলো হল :
(১) ফরেক্স নিউজ দেখা ।
(২) ফরেক্স এ্যানালাইসিস করা ।
(৩) মার্কেটের গতিবিধি দেখা ।
(৪) ধৈর্য্যকে সঙ্গে রাখা ।
(৫) ট্র্রেডের আগ অভিজ্ঞতা অর্জন করা ।

basaki
2015-12-26, 09:15 PM
ফরেক্স ট্রেড ওপেন কতে হলে অনেক কিছুর উপর নজর দিতে হয়। যেমন প্রথমত যে ট্রেডটা ওপেন করতে যাচ্ছেন তার কোন নিউজ আছে কিনা। তারপর কেয়াল রাখতে হবে যে পেয়াররে উপর ট্রেড ওপেন করবেন তার ট্রেন্ড কোন দিখে।

yasir arafat
2016-04-07, 01:11 AM
ফরেক্স ট্রেড করার সময় অবশ্যই আপনাকে কিছু দিকে লক্ষ্য করতে হবে । দিকগুলো হল :
(১) ফরেক্স নিউজ দেখা ।
(২) ফরেক্স এ্যানালাইসিস করা ।
(৩) মার্কেটের গতিবিধি দেখা ।
(৪) ধৈর্য্যকে সঙ্গে রাখা ।
(৫) ট্র্রেডের আগ অভিজ্ঞতা অর্জন করা ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আসলে আমরা যদি ট্রেড ওপেন করার আগে এসব দেখে ট্রেড ওপেন করি তাহলে অবশ্যই কিছু না কিছু প্রতিদিন প্রফিট করতে পারব এবং নিজেদের কে এবিষয়ে দক্ষ করে গড়ে তুলতে পারব।আসলে একটা কথা বলতে গেলে মানুষ কষ্ট করলে সব করতে পারে। :bravo::rules:

dwipFX
2016-05-12, 10:12 AM
ট্রেড অপেন করার সময় লক্ষ্যনীয় বিয়য়সমুহ

ক) কারেন্সি পেয়ার এর আচড়ন কেমন?
১। দিনে কি পরিমান উঠানাম করে?
২। আকস্মিক বৃদ্ধি পায়? ধীরে বৃদ্ধি পায়? স্পাইক দেয কিনা?

খ) কারেন্সি পেয়ার এর খবর কি?
১) দুর্বল?
২) শক্তিশালী?

গ) সাধরণ মার্কেট ট্রেন্ড কোন দিকে?
১। উর্ধ্বমুখী
২। নিম্নমূখী

ঘ) বর্তমান প্রাইস কোনটির সংগে সম্পর্কযুক্ত?
১। আজকের উঠানামার সংগে?
২। গতদিনের উঠানামার সংগে?
৩।গত সপ্তাহের উঠানামার সংগে?
৪্ গত মাসের উঠানামার সংগে?
ঙ) ক্ষুদ্রতর টাইম ফ্রেমে উঠানামার গতি কোন দিকে?
১। বৃহত্তর টাইম ফ্রেমের গতির দিকে?
২। বৃহত্তর টাইম ফ্রেমের গতির বিপরীতে?

ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে উপরের সব নিয়ম মেনে ট্রেড করতে হবে কারন ফরেক্স মার্কেটে প্রতিটা নিয়ম আপনাকে অনেক কড়া ভাবে মেনে ট্রেড করা প্রয়োজন। তাই আমাদের ফরেক্স মার্কেটে সব নিয়ম মেনে ট্রেড করতে পারলে সফলতা পাওয়া সম্বভ।

sharifulbaf
2016-05-17, 09:55 PM
ফরেক্স মার্কেটে আমরা যে কারেন্সিতে ট্রেড অপেনিং করিনা কেন সেই কারেন্সি পেয়ার ট্রেড অপেনিং করার আগে আমাদের অনেক কিছু দেখতে হবে,মার্কেটের গতি দেখতে হবে,মার্কেটের সাপোর্ট এবং রেজিস্টেন্স দেখিতে হবে,মানি ম্যানেজ মেন্ট অনুসরণ করতে হবে, মার্কেটের নিউজ আছে কিনা দেখে ট্রেড করতে হবে।

md mehedi hasan
2016-12-04, 09:56 AM
ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার পূর্বে আমি প্রথমে ট্রেন্ড নির্নয় করি।এরপর সাপোর্ট লেভেল ও রেজিসটেন্স লেভেল নির্ধারন করি এবং সব শেষে চুরান্ত ভাবে মার্কেট এনালাইসিস করি ও সঠিক ভাবে মানিমেনেজমেন্ট করে ট্রেড ওপেন করি।

kumarkhali
2016-12-04, 02:42 PM
ট্রেড ওপেন করার সময় আপনাকে বেশ কেকটি জিনিশ লক্ষ করতে হবে, সেগুলো হচ্ছে...প্রথম দেখবেন আপ্নে কোন পেয়ার টা সিলেক্ট করেছেন আর সেই পেয়ার টা জেনো ভাল সিগ্নালের দিকে থাকে, ওই পেয়ার টাতে খুব ভাল করে এনালাইস করে নিতে হবে, তার পর দেখবেন আপ্নে আপনার বেলেন্স এর অনুপাতে লট সাইজ কত ইউস করছেন, সবমিলে সব দিকে খুব ভাল ভাবে মনোযোগ সহকারে দেখে নিবেন, তার পর ১ টা ট্রেড ওপেন করবেন।

nbfx
2017-03-27, 10:45 PM
ট্রেড ওপেন করার সময় লক্ষ্যনীয়ঃ-
১। মার্কেটের গতি কোন দিকে ধাবমান (ঊধ্বমুখি,নিম্মমুখি,সমান্তরাল)
২। আজকে এই পেয়ারের কোন শক্তিশালী নিউজ আছে কিনা
৩। স্টপলস এবং টেকপ্রফিট নির্ধারন করা
৪। ট্রেড সাইজ বা লট কিরকম হবে
৫। লসের জন্য প্রস্তুত থাকা
৬। লাভের প্রত্যাশা করা।

Mamun13
2017-03-27, 11:03 PM
যে পেয়ারে ট্রেড করবেন অবশ্যই প্রথমে তার ট্রেন্ড কনফার্ম হয়ে নিবেন৷তরপর যেই টাইম ফ্রেমে ট্রেড করবেন সেই ফ্রেমে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো কনফার্ম হয়ে নিন৷কত সাইজের লটে বা ভলিয়মে ট্রেড করতে চান সেই রকম পুজিঁ বা ব্যালেন্স আপনার একাউন্টে আছে তো ? ঐ নির্দিষ্ট পেয়ারের সেশন অনুযায়ী মার্কেটে বসেছেন ? ঐ সেশনে কোনো বড় নিউজ আছে কী না দেখে নিন,ভালো ভাবে বুজে নিন ,আসন্ন নিউজের প্রভাবে মর্কেট প্রাইস কোন্ দিকে মুভ করতে পারে ? ভালো করে টেকনিক্যাল এনালইসিস করে নিবেন৷

riponinsta
2017-04-04, 02:56 PM
আপনি অনেক ভাল কথা বলছেন আপনার এই নিয়ম গুল যদি কেও মেনে ট্রেড করে তা হলে সে বলে দিতে পারবে মার্কেট কোন দিকে যাবে ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা ১০ টা থেকে ২০ টা পেয়ার এ ট্রেড করে লস করে কেও যদি আপনার এই নিয়ম মেনে একটা পেয়ার এ ট্রেড করে তাহলে সে ওই ২০ টা পেয়ার থেকে বেশি লাভ করতে পারবে তাই ভাল করে আনালিসিস করে ট্রেড করলে লস হবে কম লাভ হবে বেশি ফরেক্স মার্কেট এ

Nodi roy
2017-04-27, 11:09 PM
ফরেক্স এ একটা ট্রেড অপেন করতে গেলে আপনাকে অনেক দিকে খোজ রাখতে হবে এই কারেন্সি কত উঠতে পারে বা নামতে পারে এখন কত নেমেছে বা উঠছে সব দিক খেয়াল রেখে ট্রেড বসাতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন ফরেক্স মার্কেট থেকে।

Md Masud
2017-05-23, 09:51 PM
সারাদিন ট্রেড না করে দিনের নির্দিষ্ট একটি সময় ঠিক করে ট্রেড করলে ভাল ফলাফল পাওয়া যায় । এ্যানালাইসিস এর মধ্য অন্যতম হল টেকনিকাল এ্যানালাইসিস এটা অনেক গুরুত্বপুর্ণ এ্যানালাইসিস প্রত্যক ট্রেডারের জন্য । যদি লংটার্ম ট্রেড করতে চান , তাহলে বিগত h4 , d1, w1 ও mn এই চার্টগুলো দেখে মার্কেটের মুভমেন্ট ও আপনি যেই কারেন্সিগুলো নিয়ে ট্রেড করবেন ।