PDA

View Full Version : নতুন যারা তাদের জন্য পেমেন্ট প্রসেসর



Aunik
2015-08-29, 01:08 PM
আমি এখান কার অনে পোস্ট ই পড়েছি , দেখেছি ।। এবং বুঝলাম পেমেন্ট প্রসেস এর বিষয় টা সবাই তেমন ক্লিয়র না ।। যারা অভিজ্ঞ আছেন তারা এখানে কমেন্ট করে নতুন দের জানার সুযোগ করেদিন।। আমিও হেল্প করব ।। অনেক পস্ট এই কমেন্ট করে বিষ্য টা বুঝানোর চেষ্টা করেছে ।।

mdshahed255
2015-09-01, 11:08 AM
ফরেক্স এ আমি একদম নতুন আমাকে কেও ফরেক্স ট্রেড এর কিছু শিখালে আমি উপক্রিত হব

Marufa
2015-09-05, 05:28 PM
সবচেয়ে ভাল পেমেন্ট প্রসেসর বাংলাদেশের জন্য নেটলার এবং মানিবুকার্স । এছাড়াও আপনি পেওনিয়ার এর মাস্টার কার্ড ব্যবহার করতে পারেন । সবগুলোতেই মোটামুটি ভাল চার্জ কাটে । সবচেয়ে সুবিধা হত পেপাল থাকলে । কিন্তু বাংলাদেশে এখনও পেপাল আসে নাই ।

FxAhsan
2015-09-11, 10:03 PM
আপনি স্ক্রিল ব্যবহার করে দেখতে পারেন আমি স্ক্রিল ব্যবহার করি,ব্রোকার একাউন্ট থেকে ট্রান্সফার নেয় খুবই কম সময়ে।আর স্ক্রিল থেকে বাংলাদেশের ব্যাংক গুলাতেও ডলার ট্রান্সফার দেয়া যায়, ২ থেকে ৩ দিনের মধ্যে টাকা চলে আসে এবং রেটও ভাল পাওয়া যায়।

Aunik
2015-09-28, 07:36 AM
ফরেক্স এ আমি একদম নতুন আমাকে কেও ফরেক্স ট্রেড এর কিছু শিখালে আমি উপক্রিত হব

আপনি নতুন বুজছি ভাইয়া ।। কিন্তূ ফরাম এতো আর এই ভাবে আপনাকে কিছু শেখানো যাবেনা।। আর শেখাতে চাইলেও এইখানে সম্ভব হবেনা ।। আপনি ফরেক্স শিক্তে চাইলে আপনাকে বিভিন্য ফরেক্স এর সাইট গুলা থেকে আইয়ত্ব করতে হবে ।। পারছনালি খুব কম জাইগাতেই ফরেক্স শিখানো হই ।। তাই আপনি ভিভিন্য অয়েব সাইট গুলাঘুরুন এবগ আপনি ফরক্স এর যে সাইট গুলাতে দুরবল সেই বিষই গুলা বেশি করে প্রাক্টিস করুন ।।

RUBEL MIAH
2015-10-05, 07:05 PM
নতুনদের জন্য উপদেশ হল তারা সবসময় পুরাতন ট্রেডারদেরর অনুসরণ করবে ।পুরাতন ট্রেডাররা যেভাবে ট্রেড করে ঠিক তেমনিভাবে নতুনদেরকে ট্রেড করতে হবে ।

joynew
2015-10-09, 01:13 PM
ফরেক্স ট্রেডিং একটি রিস্কি বিজনেস। না বুঝে ফরেক্স ট্রেডিং করলে নিশ্চিত একাউন্ট জীরো কিনবা বড় ধরনের ক্যাপিটাল হারানোর সম্ভাবনা থাকে। তাই নতুন ট্রেডারদের এ বিষয়ে অনেক পড়ালেখা করে দক্ষ হয়ে তবেই রিয়েল একাউন্ট এ নামা উচিৎ । ডেমো ট্রেডিং এ অনেকে ১০০% ২০০% গেইন করে ফেলে নিজেকে ফরেক্স ট্রেডার মনে করে ফেলে এবং খুব অল্প ক্যাপিটাল নিয়ে রিয়েল একাউন্ট শুরু করে দেয়। তাদের ধারনা ফরেক্স এমন এক বিজনেস যেখানে অল্প ক্যাপিটাল নিয়ে অনেক তাড়াতাড়ি ধনী হওয়া যায়।

HasanXM
2015-10-12, 04:50 PM
আমি মনে করি নতুনদের জন্য স্ক্রিল ব্যবহার করে দেখা, এটা আমি ব্যবহার করি, খুব সহজ কিন্তু ভেরিফাই করতে সময় লাগে.

Momen
2015-10-17, 08:15 PM
বিভিন্ন ধরনের পেমেন্ট প্রসেসর আছে। তারমধ্যে বাংলাদেশে যেহেতু পেপাল আসে নাই তাই আমার মনে হয় মানিবুকারসই সব থেকে ভাল। এরা অনেক সিশ্বাসের সাথে কাজ করে থাকে।

mlbasumata
2015-10-24, 07:16 PM
আমি নতূনদের নেটেলার ব্যবহার করতে বলব, এখানে ঝামেলা খুবই কম। হয়তো বা এমনও হতে পারে, আমি নিজে ব্যবহার করি বলে আমার ভাল লাগে। তবে একথা অবশ্যই বলব যেকোন পেমেন্ট প্রসেসর বা ট্রেডিং একাউন্টে ডিপোজিট বা একাউন্ট থেকে উইথড্রো গ্রামের লোকের জন্য একটু হেপা আছেই।

Shah Muhammad Bakibillah
2015-11-14, 01:17 PM
যারা নতুন তাদের ফরেক্স বিষয়ে ব্যাপক জানতে হবে। আর নতুনরা ডেমো ট্রেড করতে পারে।

HKProduction
2015-12-13, 01:35 PM
পেমেন্ট প্রসেসর হচ্ছে আমরা যার মাধ্যমে আমাদের টাকা ডিপোজিট এবং উইথড্র করে থাকি। এই লেনদেন ডলারে হয়ে থাকে। পৃথিবীতে অনেক পেমেন্ট প্রসেসর আছে । আমি মানিবুকার্সকে সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য বলে মনে করি। বর্তমানে নেটেলার ও বহুল প্রচলিত বলে এরও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমাদের দেশের জন্য দুটোই ভাল।

AbuRaihan
2015-12-15, 03:23 PM
অনলাইন পেমেন্ট প্রসেসর বা অনলাইন পেমেন্ট গেটওয়ের মধ্য সবচেয়ে ভালো হল স্ক্রিল যা আমি ব্যবহার করছি দীর্ঘদিন ধরে কোন ধরনের সমস্য ব্যাতিত৤ আমি মনে করি আমাদের মত নতুন ট্রেডারদের সবসময় উচিত অভিজ্ঞ এবং দক্ষ ট্রেডারদের অণুসরণ করা , তাদের যে অভিজ্ঞতা আছে তা তারা আমাদের সাথে যদি শেয়ার করেন তবে আমরা অনেক বেশি জানতে পারব যা আমাদেরকে দক্ষ ট্রেডিং স্কিল তৈরী করতে সাহায্য করবে ৤

HKProduction
2015-12-24, 12:31 PM
আমাদের দেশে যারা অনলাইনে কাজ করেন তারা পেমেন্ট প্রসেসরের সাথে ভালভাবে পরিচিত। নেটেলার এবং মানিবুকার্স আমাদের দেশের খুবই পরিচিত পেমেন্ট প্রসেসর। এর মধ্যে মানিবুকার্স সবচেয়ে বেশি জনপ্রিয়। এছাড়া আরও অনেক পেমেন্ট প্রসেসর আমাদের দেশে রয়েছে। আমি মানিবুকার্স ব্যবহার করি।

Talha
2016-01-04, 11:21 AM
আসলে সবাই অনেক পেমেন্ট প্রসেসর এর কথা বলেন কেউ বলে নেটেলার ভাল আবার কেউ বলে মানিবুকারস ভাল আমি জনিনা কারন আমি এখনও পর্যন্ত উইথড্র দেই নাই দিব দিব ভাব ছিলাম কিন্তু তার কয়েকদিন পরে আমার ব্যালেন্স জিরো হয়ে গেছে তবে আমার ডলার তোলার জন্য স্ক্রিলে একটি অ্যাকাউন্ট খুলেছি কিন্তু এটা বর্তমান বাংলাদেশ প্রক্ষাপটে এটা উপযোগী কি না আমি জানতে চাচ্ছি।

kazirana
2016-01-08, 05:36 PM
আমি দেখেছি অনেক সাইট কিন্তু কেউই ভাল ভাবে কিছু ক্লিয়ার করে বলে না। তাই দয়া করে আমাদের মত নিউ কামার দের জ্যন্নে কোন ভাল সাইট থাকলে জানাবেন প্লিজ।

kazirana
2016-01-08, 05:43 PM
আমি এখন ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করছি। কিন্তু কিছুই বুজতে পারছি না। আমি বাই দিলাম তা একটা ম্যানু তে দেখাল। আদও আমি তা পেয়েছি কিনা জানি না। তেমনি একটা সেল দিলাম তাও একই । যদি আমি পেয়ে থাকি তা আমি কোথা থেকে দেখব। প্লিজ বলবেন।

basaki
2016-01-08, 05:59 PM
যারা ফরেক্স মার্কেটে একবারে নতুন তাদের জন্য অনেক কিছু শিখতে হবে। প্রথমত তাদের জন্য আমার যে উপদেশ তা হচ্ছে ফরেক্স মার্কেটে প্রবেশ করার আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ধারনা নিয়ে প্রবেশ করতে হবে। তার জন্য বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে।

arvi
2016-02-16, 10:51 AM
আমদের দেশে মানিবুকার এবং নেটেলার জনপ্রিও দুটি অপশন । তবে নেটেলার এর থেকে মানিবুকারে চার্জ কম লাগে । তাই অনেকেই আমরা মানিবুকার ব্যাবহার করি। ভেরিফাই একাউন্ট থেকে সহজেই টাকা ট্রান্সফার করা যায়। পাশাপাশি ব্যাংকে ট্রান্সফার এবং মাস্টার কার্ডের সাহায্যে সহজেই টাকা নিতে পারবেন।

majidiqbal
2016-02-16, 12:11 PM
আমার স্ক্রিল ও পেইজা ভেরিফাইড একাউন্ট আছে। তবে আমি পেইজা থেকে ব্যাংকে উইথড্র দিয়ে টাকা তুলেছি। আমার কাছে তাদের সার্ভিস মন্দ লাগেনি। তবে এ ক্ষেত্রে স্ক্রিল ও ভাল। পেইজা অফিস বাংলাদেশে থাকায় সমস্যয় হলে তাদের সার্ভিস সরাসরি ও নিতে পারেন। এছাড়া এদের কার্ড সার্ভিস ও ভাল। পেইজার ট্রানজেক্সনের 60দিনের মধ্যে অভিযোগ দিলে টাকা রিফান্ডেবল নিয়মটি করায় এখন অনলাইন ট্রানজেক্সনে পেইজার চাহিদা কমেছে। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এর সাথে এরা জয়েন্টভেঞ্চারে কাজ করছে। এর মধ্যে ব্যাংকিং মেলাতে গিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ষ্টলে পেইজা প্রতিনিধীর সাথে কথা হয় তারা নাকি বাংলাদেশ কমার্স ব্যাংকে সাথে জয়েন্টভেঞ্চারে কাজ করছে। তাই আমি বলি আপনি বিভিন্ন অনলাইন পেমেন্ট সার্ভিসের সেবা গ্রহন করুন এর পর আপনিই সিদ্ধান্তনিন কোনটি ভাল?

Furkan
2016-02-23, 09:13 PM
নতুন যারা তাদের কে বলতেছি তোমরা তোমাদের আশে পাশে যদি কোন বড় ভাই ফরেক্র শিখে থাকে ওদের কাছ থেকে সরাসরি গিয়ে শিখাটাই ভাল হবে। সরাসরি শিখা আর পোস্ট এর মাধমে শিখা অনেক প্রারথক্য আছে। তবে ফরেক্র সম্পরকে যা শিখবা তা ভাল ভাবে শিখবা এটা একটা সম্পদ তোমার জীবনকে পরিবরতন করতে পারবা এই ফরেক্র মারকেট থেকে।

Md Akter Hossain
2016-02-28, 07:09 PM
ফরেক্স যারা তারা অনেকে জানেন না যে কোনটা ভালো ডিপোজিট মেথড । তাই আমাদের মতো যারা অনেকদিন যাবদ মার্কেটের সাথে আছি তাদের উচিত নতুনদের এই বিষয়গুলো সম্পর্কে সচেতন কারা । বর্তমানে স্কিল এবং নেটেলার ডিপোজিট করার জন্য সবথেকে ভালো মাধ্যম ।

Sahed
2016-03-25, 09:31 AM
ফরেক্স মার্কেট থেকে টাকা *উত্তোলন করার জন্য আপনাকে যে কোন একটি পেমেন্ট প্রসেসর বেছে নিতে হবে । অনলাইনে বিভিন্ন পেমেন্ট প্রসেসর রয়েছে যেমন স্ক্রিল, পেপাল , পেজা, নেটেলার ইত্যাদি । বাংলাদেশে যেহেতু পেপাল সাপোর্ট করে না সেহেতু আমার মনে হয় স্ক্রিল **একাউন্টই ব্যবহার করাই ভাল । এতে চার্য খুব কম কাটে । ধন্যবাদ ।

yasir arafat
2016-04-05, 01:20 PM
পেমেন্ট প্রসেসর বলতে আপনি যা দিয়ে ডিপোজিট বা উইথড্র করবেন তা বুঝায়।আর এ ফোরামের পেমেন্ট আপনি আপনার ট্রেডিং একাউন্টে পাবেন এবং সেখান থেকে আপনার ইলেকট্রনিক পেমেন্ট প্রসেসর যেমন নেটেলার, স্ক্রিল,পেপাল এবং অন্যান্য অনলা ইন একাউন্টে পাবেন।তাই আমাদেরকে এ ধরণের অনলাইন ব্যাংকে একাউন্ট করতে হবে।এর জন্য এ ফোরামে বিস্তারিত দেওয়া আছে।

dwipFX
2016-05-12, 07:21 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার পর জানতে পারলাম অনলাইন ব্যাংকিং সম্পর্কে। তাই আমার কাছে স্ক্রীল বাল লাগে কারন আমার পরিচিত েককজন স্ক্রীল এর কথা বলেছে তাই আমি স্ক্রীলে একাউন্ট করার কথা চিন্তা করছি।এটা কেমন কোন সমস্যা হয় কিনা টাকা ট্রান্সফার করতে।

Sahed Srabon
2016-06-15, 09:59 AM
বর্তমান অনলাইন জগতে অনেকগুলো পেমেন্ট প্রসেসর রয়েছে যার মাধ্যমে আপনি অতি সহজেই আপনি আপনার আয়কৃত ডলার উত্তোলন করতে পারবেন । এর মধ্যে স্ক্রিল, নেটেলার, পেপাল, পেজা ইত্যাদি উল্লেখযোগ্য । তাছাড়া আপনি পেওনার মাস্টার কার্ডের মাধ্যমেও ডলার উত্তোলন করতে পারবেন । বর্তমানে ইন্সটা ফরেক্স ব্রোকারও তাদের গ্রাহকদের ডলার উত্তোলন করার জন্য ব্যান কার্ডের ব্যবস্থা করেছে । আপনি চাইলে এটিও ব্যবহার করতে পারেন । তবে এত চার্জ অনেক বেশি কাটে । ধন্যবাদ ।

Rahat015
2016-06-17, 10:53 AM
এখানে নতুন পুরাতন কোন ফ্যাক্ট না। আপনি যেটাতে টাকা তুলতে তুলতে অভ্যস্থ হয়ে উঠবেন সেটাই আপনার জন্য ভালো হবে। আর মোটামুটি কত সব গুলাতেই প্রায় সমান চার্জ করে। কোনটা তে কত তা আপনি তাদের ওয়েবসাইট ব্রাউজ করলে পাবেন।

mahbubhb
2017-08-21, 08:08 PM
ফরেক্সে ট্রেড করতে হলে আমাদের প্রথমে কিছু পরিমাণ ইউএসডি ডিপোজিট করতে হয়। এবং লাভ হলে আবার সেই অর্থ উইড্র দিতে। এই প্রক্রিয়াকে পেমেন্ট প্রসেস বলা হয়। আমরা ফরেক্সে পেমেন্ট প্রসেস সাধারণত অনলাইনে করে থাকি। যেমন ধরুন কিছু অনলাইন পেমেন্ট গেটওয়ে আছে তা হল স্ক্রিল বা মানিবুকারস, নেটেলার, পেজা, পেওনার, মাস্টারকার্ড ইত্যাদির মাধ্যমে আমরা পেমেন্ট মেথড ব্যবহার করি। এগুলুই হচ্ছে পেমেন্ট মেথড।

majidiqbal
2018-01-30, 04:30 PM
আমি মনে করি নতুন দোর টাকা ডিপোজিট এবং পেমেন্ট উত্তোলন ক্ষেত্রে মানিবুকারস/স্ক্রিল (https://account.skrill.com/signup?rid=41873446) ব্যবহার বরা ভাল কারণ এর মাধ্যমে মাত্র ১ থেকে ১.৫ ঘন্টায় আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন । এর মাধ্যেমো আপনি চাইলে ব্যংকেও টাকা উত্তোলন করতে পারবেন। এ সবের জন্য প্রথমে আপনাকে skril.com ( https://account.skrill.com/signup?rid=41873446) এ একটি একাউন্ট খুলতে হবে আপনার NID Info অনুসাবে এর পর আপনাকে একাউন্ট ভেরিফাই করিয়ে টাকা ডিপোজিট এবং পেমেন্ট করতে হবে। এর পরও কোন সমস্যা হলে আপনি আমার সাথে যেগাযোগ করতে পারেন Private Message এর মাধ্যেমো।

alamsat
2018-03-07, 10:28 PM
স্ক্রিল ইন্সটা ফরেক্স এ পেমেন্ট প্রসেসর অনেক ভালো একটি মাধ্যম। এটির মাধ্যমে আপনি খুব সহজ এ ডলার উত্তোলন এবং ফরেক্স এ ফান্ড অ্যাড করতে পারবেন. এর জন্য ইন্সটা ফরেক্স এর কিছু পরিবেশক আছে তাদের কে আপনি বললে ওরা আপনার স্ক্রিল এ টাকা অ্যাড করে দিবে। আপনি আপনার টাকা তাদের কে ব্যাংক বা বিকাশ এ দিতে পারবেন. বিস্তারিত জানতে আপনি লাইভ চ্যাট করে পরিবেশক দের সাতে যোগাযোক করতে পারবেন.