PDA

View Full Version : ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন।



Mas26
2022-12-16, 02:43 PM
ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ, সকার বিশ্বকাপ, অথবা শুধু বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।

ফিফা বিশ্বকাপ
প্রতিষ্ঠিত
১৯৩০; ৯২ বছর আগে
অঞ্চল
আন্তর্জাতিক (ফিফা)
দলের সংখ্যা
৩২ (চূড়ান্ত পর্ব)
২১১ (বাছাইপর্বে খেলার যোগ্য)
সম্পর্কিত
প্রতিযোগিতা
ফিফা কনফেডারেশন্স কাপ
বর্তমান চ্যাম্পিয়ন
ফ্রান্স (২য় শিরোপা)
সবচেয়ে সফল দল
ব্রাজিল (৫ম শিরোপা)
ওয়েবসাইট
দাপ্তরিক ওয়েবসাইট
২০২২ ফিফা বিশ্বকাপ
France champion of the Football World Cup Russia 2018
ফ্রান্স, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন
প্রতিযোগিতা
১৯৩০ ১৯৩৪ ১৯৩৮ ১৯৫০ ১৯৫৪ ১৯৫৮ ১৯৬২ ১৯৬৬ ১৯৭০ ১৯৭৪ ১৯৭৮ ১৯৮২ ১৯৮৬ ১৯৯০ ১৯৯৪ ১৯৯৮ ২০০২ ২০০৬ ২০১০ ২০১৪ ২০১৮ ২০২২ ২০২৬ ২০৩০
প্রতিযোগিতাটি দুটি ভাগে বিভক্ত, বাছাইপর্ব ও চূড়ান্ত পর্ব । চূড়ান্ত পর্যায়ে কোন দল খেলবে তা নির্বাচনের জন্য অংশগ্রহণকারী দলগুলোকে বাছাইপর্বে অংশ নিতে হয়। বর্তমানে মূল বিশ্বকাপের আগের তিন বছর ধরে প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বর্তমান ধরন অনুযায়ী ৩২টি জাতীয় দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। আয়োজক দেশে প্রায় একমাস ধরে এই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা চলে। দর্শক সংখ্যার দিক দিয়ে বিশ্বকাপ মূল পর্ব বিশ্বের বৃহত্তম অনুষ্ঠান। ফিফার হিসেব অনুযায়ী ২০০৬ সালের বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেছেন প্রায় ৭১৫.১ মিলিয়ন দর্শক।

এ পর্যন্ত অনুষ্ঠিত ২১টি আসরে কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে। বর্তমান শিরোপাধারী চ্যাম্পিয়ন ফ্রান্স । দ্বিতীয়বার জয়ী ১৯৯৮ , ২০১৮ । ৫ বার বিশ্বকাপ জিতে ব্রাজিল হচ্ছে বিশ্বকাপের সফলতম দল। ৩ বার জুলে রিমে আর দুইবার ফিফা কাপ জার্মানি ও ইতালি ৪টি শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যান্যদের মধ্যে উরুগুয়ে ২টি শিরোপা প্রথম(১৯৩০) ও চতুর্থ (১৯৫০) বিশ্বকাপ জয়ী, আর্জেন্টিনা ও ফ্রান্স দু’বার করে এবং ইংল্যান্ড ও স্পেন একবার করে শিরোপা জিতেছে।

সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে রাশিয়ায়, ২০১৮ সালের ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত। এই বিশ্বকাপে ফ্রান্স ক্রোয়েশিয়াকে ফাইনালে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

১৯৯১ সাল থেকে ফিফা ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন শুরু করেছে। এটিও সাধারণ বিশ্বকাপের ন্যায় চার বছর পর পর অনুষ্ঠিত হয়।

Mas26
2022-12-16, 02:48 PM
২০১৪ ফিফা বিশ্বকাপ ফাইনাল যা ১৩ জুলাই ২০১৪ তারিখে এস্তাদিও দো মারাকানা, রিউ দি জানেইরুতে অনুষ্ঠিত হয় এবং ২০১৪ ফিফা বিশ্বকাপের বিজয়ী নির্ধারন করে।[২][৩] ফাইনাল জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে খেলা হয়। ১৯৮৬ এবং ১৯৯০ ফাইনালে পরে, এই দু'দেশের মধ্যে তৃতীয় বিশ্বকাপ ফাইনাল হয় যা একটি বিশ্বকাপ রেকর্ড।

২০১৪ ফিফা বিশ্বকাপ ফাইনাল
Germany lifts the 2014 FIFA World Cup.jpg
বিশ্বকাপ ট্রফি হাতে লুকাস পোডলস্কি (ডান থেকে তৃতীয়)
প্রতিযোগিতা
২০১৪ ফিফা বিশ্বকাপ
জার্মানি আর্জেন্টিনা
জার্মানি আর্জেন্টিনা
১ ০
অতিরিক্ত সময়ের পর
তারিখ
১৩ই জুলাই, ২০১৪
মাঠ
এস্তাদিও দো মারাকানা, রিউ দি জানেইরু
ম্যান অব
দ্য ম্যাচ
মারিও গোটজে (জার্মানি)
রেফারি
নিকোলা রিজ্জলি (ইতালি)
দর্শক সংখ্যা
৭৪,৭৩৮
আবহাওয়া
আংশিক মেঘযুক্ত
২৩ °সে (৭৩ °ফা)
৬৫% আদ্রতা[১]
← ২০১০২০১৮ →
এই ম্যাচের আগে জার্মানি সাত বার বিশ্বকাপের ফাইনালে খেলে (১৯৫৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পশ্চিম জার্মানি হিসাবে), এর মধ্যে তিন বার জয়ী হয় (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০) এবং চার বার পরাজিত হয় (১৯৬৬, ১৯৮২, ১৯৮৬, ২০০২); অন্যদিকে আর্জেন্টিনা চার বার বিশ্বকাপের ফাইনালে খেলে, দুই বার জয়ী হয় (১৯৭৮, ১৯৮৬) এবং দুইবার পরাজিত হয় (১৯৩০, ১৯৯০)।

ফাইনালে জার্মানি আর্জেন্টিনার সাথে ১-০ ব্যবধানে বিজয়ী হয়। ম্যাচের অতিরিক্ত সময়ে মারিও গোটজে গোলটি করেন; তিনি আন্দ্রে শুর্লের একটি ক্রস বুক দিয়ে ঠেকিয়ে বাতাসে থাকায় অবস্থায় বাম পায়ে গোলতী করেন।

এটি ছিল জার্মানির চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়, জার্মান পুনঃএকত্রীকরণ পর প্রথম এবং ইউরোপের বাইরে প্রথম জয়। জার্মানির এই বিজয়ে একই মহাদেশ থেকে পরপর তিন বার দলগুলি বিশ্বকাপ জয় করে, এর আগে ২০০৬ ও ২০১০ সালে যথাক্রমে ইতালি ও স্পেন জয় করে; যা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত ঘটে। এছাড়াও জার্মানি প্রথম ইউরোপীয় দল যারা আমেরিকায় আয়োজিত কোন বিশ্বকাপের শিরোপা লাভ করে। মিরোস্লাভ ক্লোসা যিনি সেমি-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ স্কোরার হল, এইভাবে ইতিহাসের সপ্তম খেলোয়াড় হিসাবে বিশ্বকাপে তার জাতীয় দলের সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে হয়ে শেষ করেন। জার্মানি এছাড়াও ২০১৭ ফিফা কনফেডারেশন কাপের জন্য যোগ্যতা অর্জন করে।

Mas26
2022-12-17, 03:39 PM
আর্জেন্টিনার ফাইনাল মিলিয়েছেন, জিতবে কে? ভবিষ্যদ্বাণী আধুনিক নস্ট্রাদামুসের

বিশ্বকাপ (FIFA World Cup 2022)*শুরুর আগেই ব্রাজিলের অ্যাথোস সালোম জানিয়ে দিয়েছিলেন, ফাইনালে উঠবে আর্জেন্টিনা ও ফ্রান্স (Argentina vs France)। আর সেটাই হয়েছে। তবে শুধু বিশ্বকাপের ভবিষ্যৎবানী মিলিয়ে দেওয়া নয়, এর আগে কোভিড ১৯ (Covid-19)*প্যানডেমিক, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ, এবং আধুনিক নস্ট্রাদামুসের*(Modern Nostradamus)*সর্বশেষ ভবিষ্যদ্বাণী ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয়’র মৃত্যুও ফলে গিয়েছে তাঁর নির্ধারিত সময়মতো। এবার বিশ্ব ফুটবলের মহারণ নিয়ে ভবিষ্যদ্বানী করে দিয়ে ফের শিরোনামে। এবার ফুটবল নিয়ে ভবিষ্যৎ বলে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন।