PDA

View Full Version : 1 মাসের বিশ্ব ফুটবলের লড়াই শেষ হচ্ছে আগামী রবিবার।



Mas26
2022-12-17, 03:51 PM
এক মাসের বিশ্ব ফুটবলের লড়াই শেষ হচ্ছে আগামী রবিবার লুসাইল স্টেডিয়াম। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা এবং ইউরোপে থেকে ফ্রান্স উঠেছে এবারের ফাইনালে। দুই মহাদেশের লড়াইয়ে কে জিতবে সেটাই এখন দেখার। তার আগে দেখে নেয়া যাক আর্জেন্টিনা-ফ্রান্স লড়াইয়ে কোন দল এগিয়ে।গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালের টিকিট কেটেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও বর্তমান কোপা আমেরিকান চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা। গ্রুপ পর্বে ফ্রান্সের যাত্রাটা সহজ হলেও, আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল। কিন্তু এরপর আর কোনো ম্যাচ না হেরে ফাইনালের টিকিট কাটেছে মেসির দল। এদিকে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জিতে শেষ ষোলোর টিকিট কাটলেও গুপ্ত পরিবেশ শেষ ম্যাচে ফ্রান্স হেরেছে তিউনিসিয়ার কাছে। কিন্তু শেষ ষোলোতে প্রথমে পোল্যান্ড, এরপর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে ফাইনালের টিকিট কাটে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু দুই ফাইনালিস্ট মুখোমুখি হওয়ার আগে কে এগিয়ে তা জেনে নেয়া যাক।*অ-মুসলিম সমর্থকদের ইসলাম ধর্মে ব্রতী হওয়ার আহ্বান মরক্কোর ফুটবলারদের
বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্স ও আর্জেন্টিনার দেখা হয়েছে মোট তিন বার। এর মধ্যে আর্জেন্টিনার দুই জয়ের বিপরীতে ফরাসিরা জিতেছে একবার। সেটাও গত রাশিয়া বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ওই ম্যাচে ৩-৪ গোলে হেরেছিল আর্জেন্টিনা। মেসিদের হারিয়ে ওই আসরের শিরোপা ঘরে তুলে নেয় ফরাসিরা।
বিশ্বকাপে দুদলের প্রথম সাক্ষাৎকার ১৯৩০ সালে বিশ্ব ফুটবলের প্রথম আসরে। আর দ্বিতীয় ৪৮ বছর পর ১৯৭৮’র বিশ্বকাপে। দুই আসরেই আলবিসেলেস্তেদের বিপক্ষে ধরাশায়ী হয়েছিল ফরাসিরা। সবমিলিয়ে দুদলের ১২ দেখায় আর্জেন্টিনা জিতেছে ৬ ম্যাচ। আর ফ্রান্স জিতেছে ৩ ম্যাচ। বাকি ৩ ম্যাচ ড্রয়ের খাতায় যোগ হয়েছে।