PDA

View Full Version : চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে চিপবাজারে অস্থিরতা



SUROZ Islam
2022-12-19, 03:15 PM
http://forex-bangla.com/customavatars/1942434854.jpg
চিপ উৎপাদন ঘিরে ক্রমেই গাঢ় হচ্ছে বিশ্বের দুই পরাশক্তি চীন-যুক্তরাষ্ট্রের বিদ্যমান টানাপড়েন। বাইডেন প্রশাসনের কড়াকড়িও চীনের চিপ উৎপাদনের ধারাবাহিকতায় বাধা দিচ্ছে। চলতি বছরের অক্টোবরে চীনের শীর্ষ মেমোরি চিপ নির্মাতা কোম্পানিসহ প্রায় ৩০ প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করে দেশটির সরকার। এরই জেরে চীনের শীর্ষ উৎপাদন কোম্পানি ওয়াইএমটিসির চিপ ব্যবহারের পরিকল্পনা বাতিল করে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এরপর জানা যায়, যুক্তরাষ্ট্রে অ্যারিজোনায় সেমিকন্ডাক্টর কারখানা সম্প্রসারণে শতকোটি ডলার বিনিয়োগ করছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। কিন্তু চীন-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের জেরে স্বয়ং টিএসএমসির প্রধানই মনে করছেন যে তারা ঠিক দুটি দলের বন্দুকযুদ্ধের মধ্যে অবস্থান করছেন। খবর নিক্কেই এশিয়া।