PDA

View Full Version : ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম বৈঠক এখন সবার জন্য



DhakaFX
2022-12-20, 05:59 PM
http://forex-bangla.com/customavatars/1090401782.jpg
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে অনলাইন ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে সফলতার পাশাপাশি ‘বৈঠক’ এখন সর্বসাধারণের জন্য ব্যহারোপযোগী করা হয়েছে। এতে এখন যেকোনো ব্যক্তি মাত্র ৫০ টাকা দিয়ে সর্বোচ্চ ১ দিন (২৪ ঘণ্টা) যত ইচ্ছা ততবার এটি ব্যবহার করতে পারবে। ব্যবহারকারী কম খরচে নির্ভেজালভাবে যেকোনো সভা, ক্লাস, সেমিনার, ওয়েবিনার ইত্যাদি নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে পারবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের মতো রেকর্ডিং, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন স্ক্রিন শেয়ারিং, স্যোশাল মিডিয়া স্ট্রিমিং, ওয়েটিং লবি ফিচারসহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার ব্যবহার করতে পারবে। কভিডকালীন সময়ে সরকারের কার্যক্রমকে গতিশীল রাখার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিজিডি ই-গভ সার্ট-এর নিজস্ব জনবল দিয়ে এ ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়। ‘বৈঠক’-এ অনুষ্ঠিত সকল সভার তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করা হয়। ‘বৈঠক’ এর সাবক্রিপশনের জন্য ক্লিক করুন: https://vc.bcc.gov.bd/, বিস্তারিত জানার জন্য দেখুন: tinyurl.com/boithokSubs