Log in

View Full Version : ২০২২সালের সেরা অ্যাপ ও গেম



FXBD
2022-12-26, 12:09 PM
বছরের সেরা অ্যাপ ও গেমের নাম ঘোষণা করেছে গুগল। বৈশ্বিকভাবে সেরা অ্যাপের মুকুট ছিনিয়ে নিয়েছে এআই দিয়ে ছবি আঁকার অ্যাপ ‘ড্রিম বাই ডাব্লিউএমবিও-এআই আর্ট টুল’। যেকোনো একটি পেইন্টিং স্টাইল নির্ধারণ করে দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে নিখুঁত ছবি এঁকে দেবে এআই পরিচালিত অ্যাপটি। যেমন ধরুন, আপনি যদি অ্যাপটিতে টাইপ করেন ‘মঙ্গল গ্রহে এলিয়েনদের বাড়ি’ বা ‘শহরে সূর্যাস্ত’, তবে সেটারই চারটি ভিন্ন ভিন্ন সংস্করণ হাজির করবে এআই আর্ট জেনারেটর ‘ড্রিম’ অ্যাপ। ফলে চিত্রশিল্পীরাও অভিনব এসব ডিজিটাল আর্টওয়ার্ক দেখে নিজেদের কল্পনার দ্বার খুলতে পারবেন। আঁকতে পারবেন আরো সৃজনশীল সব ছবি। বিনা মূল্যেই অ্যাপটি ব্যবহার করা যায়। তবে প্রিমিয়াম অ্যাকাউন্টের সাবস্ক্রাইবার হতে চাইলে মাসে খরচ করতে হবে ৪৯৯ ডলার। ৪.১ রেটিংপ্রাপ্ত অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়েছে এক কোটিরও বেশিবার। অ্যাপটি তৈরি করেছে কানাডিয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পানি ডাব্লিউএমবিও। http://forex-bangla.com/customavatars/1907552583.jpg
এ ছাড়া সেরা গেমের খেতাব অর্জন করেছে ‘অ্যাপেক্স লেজেন্ড মোবাইল’। স্ট্র্যাটেজি ব্যাটল রয়াল শ্যুটার গেমটি শুধু গুগল নয়, গেমারদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। খেলার লক্ষ্য সহজ-সরল। তিনজন মিলে একটা দল তৈরি করা এবং মোট ২০টি দলের মধ্যে নিজেদের দলকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা। প্রতিটি ম্যাচেই নতুন চরিত্র নিয়ে খেলার মাধ্যমে গেমে প্রতিবারই পাওয়া যায় নতুন অভিজ্ঞতা। বিনা মূল্যে খেলা গেলেও নতুন লেজেন্ড ক্যারেক্টার আনলক করতে ইন-অ্যাপ পার্চেসের প্রয়োজন হয়। দ্রুতগতির লেজেন্ড চরিত্রভিত্তিক গেমটি তৈরি করেছে মার্কিন কম্পানি রেসপওন এন্টারটেইনমেন্ট, পাবলিশ করছে ইলেকট্রনিক আর্টস। পিসির জন্য গেমটি ২০১৯ সালে উন্মুক্ত করা হয়। মোবাইলে খেলার সুযোগ আসে চলতি বছরের ১৭ মে। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং ৪.২। ডাউনলোড করা হয়েছে এক কোটিরও বেশিবার।