PDA

View Full Version : মানিম্যানেজমেন্ট ঠিক রাখার চেষ্টা করুন তাহলে Forex market এ টিতে থাকতে পারবেন।



Mas26
2023-01-05, 11:44 AM
ফরেক্স মার্কেটে অল্প ডিপোজিট করে টিকে থাকতে হলে আনপাকে অবশ্যয় কিছু নিয়ম মানতে হবে এর মধ্যে অন্যতম হল কম লেভারেজ ব্যবহার করে ছোট লটে ট্রেড করা আপনি যদি এই একটি মাত্র নিয়ম মানতে পারেন তাহলে আপনি কম ব্যালেন্স থাকা সত্বেও ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন। আর আমরা করি কি ব্যালেন্স কম কিন্তু বেশি রিস্ক নিয়ে বড় লটে ট্রেড করে বেশি প্রফিট করতে যাই ফলে একটি ভুল ট্রেড হলেই সকল প্রফিট একবারে নষ্ট হয়ে যাই। তাই আমাদের ব্যালেন্স কম থাক বেশি থাক সব সময় ছোট লটে ট্রেড করতে হবে তাহলে সফলতা পাওয়া যাবে।ফরেক্স ট্রেডিং ব্যবসায় আমি অনেক অল্প ডিপোজিট করেও ব্যবসা শুুরু করতে পারেন।আমি প্রথমে 50 ডলার ডিপোজিট করে ফরেক্স ব্যবসা শুুরুু করেছি।অল্প ডিপোজিট করে ব্যবসায় টিকে থাকতে হলে আপনাকে অনেক ধর্য্য ধরে ব্যবসা করতে হবে।

Tofazzal Mia
2023-01-05, 12:13 PM
ফরেক্স এ সাফল্য পেতে হলে মানিম্যানেজমেন্ট ঠিক রেখে টেকনিকাল +ফান্ডামেন্টাল জানা আবশ্যক। স্ট্রং কারেন্সী সাথে আমরা অনলি লোয়েস্ট ২/৩ কারেন্সী বাই করতে পারি। ফরেক্স এ যে বিগ প্লেয়ারদের ইনভেস্টে মার্কেটে ৯০% মুভ হয়ে থাকে ।

samun
2023-01-14, 11:18 AM
যেকোন ব্যবসায়ের মূল ধর্ম হলো তার মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে পরিচালনা করা। নতুবা সে ব্যবসায় টিকিয়ে রাখা কখনই সম্ভব নয়। ফরেক্স মার্কেট তার ব্যতিক্রম নয়। এখানে অন্য সকল ব্যবসায়ের থেকেও বেশি ঝুকিপূর্ণ। তাই ফরেক্স মার্কেটে অবশ্যই মানি ম্যানেজমেন্ট সঠিক ও সুন্দরভাবে পরিচালনা করা উচিৎ।