PDA

View Full Version : ১৪ হাজার কোটি ডলার লোকসান গুনেছে সুইস ন্যাশনাল ব্যাংক



Tofazzal Mia
2023-01-10, 04:36 PM
২০২২ সালে ১৩ হাজার ২০০ কোটি সুই ফ্রাঁ বা ১৪ হাজার ৩০০ কোটি ডলার লোকসান গুনেছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)। সোমবার প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। ১১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ লোকসান গুনেছে বলে জানায় সুইস ব্যাংকটি। ২০২২ সালে বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা এবং বন্ডের দাম কমার প্রভাব পড়েছে এসএনবির আয়ে। একমাত্র ইতিবাচক খবর হচ্ছে মজুদ স্বর্ণের দাম বৃদ্ধি। ২০২১ সাল শেষে এসএনবির স্বর্ণের মজুদ ছিল ১ হাজার ৪০ টন। ২০২২ সালে মজুদ স্বর্ণের দাম বেড়েছে ৪০ কোটি ফ্রাঁ।
http://forex-bangla.com/customavatars/551390287.jpg