PDA

View Full Version : ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করতে হলে কি করতে হবে।



Mas26
2023-02-10, 11:55 PM
যদি ফরেক্স মার্কেট সম্পর্কে আগে ফরেক্স মার্কে্টের সংশ্লিষ্ট সব কলাকৌশল শুধু লেখা-পড়া করেই শিখা ও আয়ত্ব করা সম্ভব নয়৷ফরেক্স ট্রেডের জন্য থিউরীক্যাল বিষয়গুলো লেখা-পড়া করেই শিখতে হবে৷আর সেগুলো প্রয়োগ করে ও দীর্ঘদিন প্র্যাকটিস করে করে আয়ত্ব করতে হবে৷এই কলাকৌশলগুলো শিখার জন্য এবং সেগুলোর সঠিক-বাস্তব প্রয়োগ ও হাতে-কলমে প্র্যাকটিস করার জন্য একজন সৎ,আন্তরিক,দক্ষ-অভিজ্ঞ ট্রেইনারের কাছ থেকে প্রত্যক্ষ সহযোগিতা নেওয়া অপরিহার্য৷দক্ষ হওয়ার পূর্ব শর্তই হলো বাস্তব প্রয়োগে ক্রমাগত অগ্রসর হওয়া৷ জানেন তাহলে হয়তো আপনাকে এত বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে না। ফরেক্স ব্যবসা মানে যে টাকা নষ্ট করার ব্যবসা এটা ঠিক না। তাই আমি বলতে চাই ফরেক্স ব্যবসা এমন একটি ব্যবসা যদি আপনি এই মার্কেট সম্পর্কে ভালো ভাবে দক্ষ এবং অভিজ্ঞ হতে পারেন তাহলে আপনি খুব সহজেই এই মার্কেট থেকে আয় করতে পারবেন। এজন্য আপনাকে প্রচুর পরিমাণে শিক্ষা অর্জন করতে হবে। আর বিশেষ করে আপনি প্রথম ডেমো প্যাক্টিস করতে পারেন এতে করে আপনার অনেক কিছু শিখার আছে। আরও আপনি পরামর্শ নিতে পারে দক্ষ এবং অভিজ্ঞ ও উচ্চ মানের ট্রেডারের কাছ থেকে জ্ঞান আহরণ করতে পারেন।

samun
2023-08-03, 10:34 AM
আমার বলা ভাষাগুলো আপনি ব্যবহার করেছেন। আপনি খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। তাই আমার বিসদ ভাবে বলার কিছু নাই। শুধু একটি কথা বলব ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই ধৈর্য ও পরিশ্রম আবশ্যক। নইলে ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করা অসম্ভব।