Log in

View Full Version : কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট আনছে আলিবাবা



Montu Zaman
2023-02-16, 12:03 PM
http://forex-bangla.com/customavatars/843134102.jpg
চ্যাটজিপিটি নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগল সম্প্রতি চ্যাটবট ‘বার্ড’ নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এর আগে নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এরই ধারাবাহিকতায় গত কয়েক দিনে ই-কমার্স জায়ান্ট আলিবাবা, সার্চ ইঞ্জিন বাইদুসহ অন্তত পাঁচটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট তৈরির ঘোষণা দিয়েছে।
সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, আলিবাবার একজন মুখপাত্র জানিয়েছেন, অভ্যন্তরীণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটের পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এদিকে বাইদু জানিয়েছে, আগামী মার্চে ‘এরনি বট’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। ওপেন এআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ উন্মুক্ত হওয়ার পর থেকেই নিজেদের চ্যাটবট তৈরির কাজ শুরু করে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
সম্প্রতি নিজেদের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টেও একই প্রযুক্তি যুক্ত করার কাজ শুরু করেছে মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে, আগামী মার্চেই এ নিয়ে ঘোষণা আসতে পারে। তবে ব্যবহারকারীদের পর্যায়ে এই সুবিধা আসতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে সক্ষম। নিজ থেকে ই-মেইল, নিবন্ধ বা কবিতাও লিখতে পারে এই চ্যাটবট। ফলে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত হলে ব্যবহারকারীরা সরাসরি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট।
সম্প্রতি ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে সার্চ ইঞ্জিনটিতে চ্যাটবট যুক্তের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।