PDA

View Full Version : দুবাইয়ে পণ্য সরবরাহ করবে রোবট



FXBD
2023-02-22, 01:26 PM
http://forex-bangla.com/customavatars/466151541.png
দুবাইতে খাবার ডেলিভারির কাজ করবে রোবট। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক যাত্রা হবে মুক্ত বাণিজ্য অঞ্চল দুবাই সিলিকন ওয়েসিসে। দুবাইয়ের সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং সমন্বিত অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে। রোবটটির নাম দেয়া হয়েছে ট্যালাবটস। খবর অ্যারাবিয়ান বিজনেস।