Log in

View Full Version : চ্যাটজিপিটির নতুন এপিআই উন্মুক্ত করল ওপেন এআই



Rakib Hashan
2023-03-02, 04:30 PM
প্রযুক্তি দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ ান ওপেন এআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। এরই মধ্যে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত প্রযুক্তি ব্যবহার শুরু করেছে মাইক্রোসফট, স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এবার চ্যাটজিপিটির প্রযুক্তি সহজলভ্য করতে নতুন এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) উন্মুক্ত করেছে ওপেন এআই। ফলে যেকোনো প্রতিষ্ঠান বা নির্মাতা নিজেদের অ্যাপে সহজেই চ্যাটজিপিটির প্রযুক্তিসুবিধা যুক্ত করতে পারবে। ওপেন এআইয়ের তথ্যমতে, নতুন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসটি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় প্রায় ১০ গুণ কম খরচে চ্যাটজিপিটির সব সুবিধা ব্যবহার করা যাবে। ফলে যেকোনো প্রতিষ্ঠান বা নির্মাতা অর্থের বিনিময়ে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তির মাধ্যমে গ্রাহকসেবাসহ বিভিন্ন সুবিধা যুক্ত করতে পারবে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বাজারে আসা চ্যাটজিপিটি যেকোনো বার্তার উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারে। চ্যাটজিপিটির মাধ্যমে দ্রুত প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি বিভিন্ন কাজ স্বচ্ছন্দে করিয়ে নেওয়া সম্ভব। আর তাই চ্যাটজিপিটির অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার করে যেকোনো প্রতিষ্ঠান বা নির্মাতা চাইলেই নিজেদের অ্যাপে বিভিন্ন প্রযুক্তিসুবিধা চালু করতে পারবেন।
http://forex-bangla.com/customavatars/1495707594.jpg