PDA

View Full Version : তিন বছর পর বিদেশী পর্যটকদের জন্য উন্মুক্ত চীন



Montu Zaman
2023-03-15, 04:16 PM
http://forex-bangla.com/customavatars/1051346042.png
বিদেশী পর্যটকদের জন্য খুলতে যাচ্ছে চীনের সীমান্ত। তিন বছর আগে করোনা মহামারী শুরুর পর এ প্রথম বিদেশী পর্যটকদের ভিসা প্রদান শুরু হচ্ছে। গত বছর প্রবৃদ্ধিতে বড় আকারের ধাক্কা খাওয়ার পর পর্যটন ও অর্থনীতি চাঙ্গায় এ পদক্ষেপ নিচ্ছে চীন। বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতির মধ্যে সর্বশেষ সদস্য চীন সীমান্ত উন্মুক্ত করছে। সীমান্তে বিধিনিষেধ তুলে দেয়ার মাধ্যমে পর্যটন ও অর্থনীতি পুনরুদ্ধারের আশা করছে চীন। সরকারের নেয়া সিদ্ধান্তের ফলে বুধবার থেকে চীনের ভিসা পাবেন কয়েকটি দেশের পর্যটক। প্রমোদ তরীতে করে আসা পর্যটকরা হাইনান দ্বীপ ও সাংহাইয়ে ভিসা মুক্ত প্রবেশের সুযোগ পাবেন। এছাড়া হংকং ও ম্যাকাওয়ের ট্যুর গ্রুপের মাধ্যমে আসা পর্যটকরাও ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। ২০২০ সালের ২৮ মার্চের আগে যারা বৈধ ভিসা পেয়েছিল তারাও চীনে আসতে পারেন। কভিড মহামারী ঠেকাতে নেয়া কর্মসূচিতে সবচেয়ে বড় আকারের পরিবর্তন আনতে যাচ্ছে চীন সরকার। ১৫ মার্চ থেকে নতুন নীতিমালা বলবৎ হবে। অবশ্য চীনে প্রবেশের সময় ভ্যাকসিন সার্টিফিকেট প্রদর্শন করতে হবে কিনা বা করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে কিনা এ নিয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
মহামারীর আগে লাখো লাখো বিদেশী পর্যটকের পদচারণায় মুখরিত থাকত চীনের পর্যটন কেন্দ্রগুলো। জাতিসংঘ পর্যটন সংস্থার বরাতে দ্য স্ট্রেইটস টাইমস জানায়, ২০১৯ সালে চীনে ৬ কোটি ৫৭ লাখ বিদেশী পর্যটক এসেছিল। কিন্তু মহামারী শুরুর পর সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয় এশিয়ার বৃহত্তম অর্থনীতিটি। গত বছরের শুরুতেই বিশ্বের বেশির ভাগ দেশ তাদের সীমান্ত খুলে দিলেও এক্ষেত্রে কঠোর অবস্থান ধরে রাখে তারা। কেবল ২০২২-এর শেষের দিকে এসেই বাণিজ্যিক প্রয়োজনে চীন সফরের অনুমোদন দেয়। এবার বিদেশীদের জন্য পুরোপুরি খুলছে চীনের দুয়ার। একই সঙ্গে চীনা নাগরিকরা ট্যুর গ্রুপের হয়ে ৬০টির মতো দেশে বেড়াতে যেতে পারবেন। এর আগে মাত্র ২০টি দেশে ভ্রমণের সুযোগ ছিল চীনা নাগরিকদের।

গত বছর চীনের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ শতাংশ, যা দেশটির অর্ধশতকের ইতিহাসে সর্বনিম্ন। চলতি বছরে ৫ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং।