PDA

View Full Version : দ্বিতীয় দফায় ১০ হাজার কর্মী ছাঁটাই করবে মেটা



Montu Zaman
2023-03-15, 04:18 PM
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আরো ১০ হাজার কর্মী বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর নভেম্বরে ১১ হাজার ছাঁটাইয়ের পর কোম্পানিটির এটি দ্বিতীয় দফা গণছাঁটাই। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) এ ঘোষণা দেয় এ সোশ্যাল মিডিয়া জায়ান্ট। ব্যয় কমাতেই এমন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে মেটা। http://forex-bangla.com/customavatars/1230478272.jpg
গতবছর শেষের দিকে কোম্পানিটিতে প্রথম গণছাঁটাই শুরু হয়। ওই সময় ১১ হাজার কর্মীকে বাদ দেয় যা মোট কর্মীর ১৩ শতাংশ। ২০২০ সালে মেটা দ্বিগুণ নিয়োগ দিয়েছিল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে পাঁচ হাজার শূন্য পদ রয়েছে। তা সত্ত্বেও এখন কোনো নিয়োগ হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়েছে। ছাঁটাইয়ের বিষয়ে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, এ ছাঁটাই হবে কঠিন। দশ হাজার কর্মী বাদ দেয়ার পাশাপাশি কোম্পানির ৫ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ বন্ধ থাকবে।
কর্মীদের পাঠানো একটি মেমোতে জাকারবার্গ বলেছেন, ২০২২ সালে কোম্পানির আয় কমে যাওয়া ছিল একটি সতর্ক সংকেত। ওই বছরের ডিসেম্বরে আগের বছরের তুলনায় আয় ৪ শতাংশ কমে যাওয়ার কথা ঘোষণা করেছিল মেটা। যদিও বছরজুড়ে ২৩ বিলিয়ন ডলারের বেশি মুনাফা করেছিল।
জাকারবার্গ বলেছেন, ছাঁটাইয়ের কারণে কোনো প্রভাব পড়বে কিনা শুরুতে রিক্রুটমেন্ট টিমকে জানানো হবে। আগামী এপ্রিলের শেষ দিকে ছাঁটাই শুরু হবে। অল্প কিছু ক্ষেত্রে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে বছরের শেষ পর্যন্ত সময় লাগতে পারে।