PDA

View Full Version : রেঞ্জ বাউন্ড মার্কেট সেটআপ



anwarForex
2015-08-31, 03:59 PM
১ ঘন্টার চার্ট অপেন করে রেঞ্জ নির্নয় করুন। যদি মার্কেট একটি রেঞ্জে চলে তবে এর সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোন নির্বাচন করুন। এবার সাপোর্টে বাই এবং রেজিস্ট্যান্স এ সেল পেন্ডিং অর্ডার সেট করুন। প্রফিট টার্গেট রেঞ্জ এর সমান । *স্টপ লস রেঞ্জ থেকে ২০ পিপ্স উপর অথবা নীচে। একটি অর্ডার কার্যকরী হলে অপরটি বাতিল করুন।

maziz6989
2015-09-02, 07:39 AM
এক ঘন্টার চার্ট খুব একটা ভ্যালিড নয় তাই ছোট চার্টের দিকে না থাকিয়ে বড় চার্টের দিকে থাকান যদি। কোন সময় এমন সেট আপ পান তবে ট্রেড করতে পারেন। আমার জানামতে সাকসেসফুল ট্রেডাররা কখনই রেন্জ মার্কেট এ ট্রেড করে না। কারণ এখানে যদি ট্রেড নেওয়ার পরে ব্রেক আউট এ পড়েন তবে বেশ বড় লসে পড়তে হয়।

fxover
2015-09-15, 05:57 AM
১ ঘন্টার চার্ট অপেন করে রেঞ্জ নির্নয় করুন। যদি মার্কেট একটি রেঞ্জে চলে তবে এর সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোন নির্বাচন করুন। এবার সাপোর্টে বাই এবং রেজিস্ট্যান্স এ সেল পেন্ডিং অর্ডার সেট করুন। প্রফিট টার্গেট রেঞ্জ এর সমান । *স্টপ লস রেঞ্জ থেকে ২০ পিপ্স উপর অথবা নীচে। একটি অর্ডার কার্যকরী হলে অপরটি বাতিল করুন।

রেঞ্জ বাউণ্ড ট্রেন্ড হচ্ছে মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জ এর মুধ্যে ঘুরতে থাকে । এই সময় মার্কেট খুব বেশি মুভ করে না । মার্কেট এ এই অবস্থা মুলত তখন দেখা যায় যখন মার্কেট অনেক বেশি মুভ করে উপরে উঠে যায় বা নিচে নেমে যায় । তখন মার্কেট একটা নির্দিষ্ট সীমার মধ্যে বারবার ঘুরতে থাকে । এই সময় আমরা মার্কেট এর রেঞ্জ বাউন্ড স্ত্যাটেজি অনুসরন করে প্রফিট করতে পারি ।

onlyfx
2015-10-22, 07:33 PM
ফরেক্স মার্কেট মুভ করার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে । কখনও দেখা যায় মার্কেট সাপোর্ট লেভেল থেকে শুরু করে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যায় । আবার কখনও মার্কেট রেজিস্ট্যান্স লেভেল থেকে সাপোর্ট লেভেলে ব্যাক করে । আবার কখনও মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বাউন্ড করতে থাকে । আর মার্কেট যখন এই অবস্থায় থাকে তখন যে ট্রেড করা হয় তাকে রেঞ্জ বাউন্ড ট্রেড বলে ।রেঞ্জ বাউন্ড ট্রেড করার কিছু স্ট্রাটেজিয়াছে ,আপনাকে সে স্ট্রাটেজি মেনেই ট্রেড করতে হবে।

samrat
2015-10-27, 07:30 PM
রেঞ্জ বাউন্ড মার্কেট সেটআপ কিভাবে করব । এটা করে কি আমাদের লাভ হবে । এটা করলে আমাদের কি কোন সমস্যা হবে ।
আপনারা এটা করেন । আমি এটা রেতে চাই ।

maziz6989
2016-05-30, 06:46 PM
আইডিয়াটা বেশ ভাল তবে এখানে আপনাকে প্রফিট করতে হলে খুবই সামান্য কিছু পাবেন। আর অনেক সময় রেন্জ মার্কেট এ এমন অনেক মোভ আসে যা এনালাইসিস মেনে চলে না। তাই আমি মনে করি রেন্জ মার্কেট এ ট্রেড না করাই উত্তম। কেননা সেধে লস করার কোন মানে হয়।

md mehedi hasan
2016-12-02, 08:20 PM
ফরেক্স মার্কেটে সাধারনত নতুন ট্রেডার তাদের উচিত হবে রেঞ্জবাউন্সে ট্রেড না করা।কারন রেঞ্জবাউন্স ট্রেড করার সময় সাপোর্ট লেভেল ও রেসিসটেন্স লেভেল বুঝতে না পারলে আপনি লস খাবেন।

nbfx
2017-03-29, 10:55 PM
সাধারণত আমরা জানি মার্কেটের গতি ৩ প্রকার (১) ঊধ্বমুখি (২) নিম্মমুখি (৩) রেঞ্জবাউন্ড বা সাইডওয়ে। এই তিন প্রকার গতির মধ্যে রেঞ্জবাউন্ড অবস্থায় বেশিক্ষণ অবস্থান করে। রেঞ্জবাউন্ড অবস্থায় আমি খুব ভাল ট্রেড করে থাকি। আমার কৌশল হলো ওয়ান ওয়ে ট্রেড করি অর্থাৎ মেজর সিগন্যাল বাই মুডে থাকলে আমি শুধু বাই ট্রেড এন্ট্রি করি আর সেলের ট্রেডগুলো ছেড়ে দেই। কোন ঝুকি থাকে না, তাই আমি স্টপলস ব্যবহার করি না। ইন্ডিকেটর মুভিংএভারেজ ক্রসিং সাথে আরএসআই ব্যবহার করি।টাইমফ্রেম ৪ ঘন্টা।

riponinsta
2017-04-04, 11:30 AM
আপনি অনেক ভাল কথা বলছেন ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেডার তাদের অনেক কাজে লাগবে কারন তারা মার্কেট আনাল্যসিস করা শিখতে পারবে আর ট্রেড করে লাভ ও করতে পারবে আপনি যেই টাইম এ ট্রেড করলে ভাল লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট এ যে নিয়ম মেনে ট্রেড করে সে অনেক অনেক লাভ করে আর ফরেক্স মার্কেট এ যে নিয়ম মেনে ট্রেড করে না সে লস করে তাই আপনি যেই সিস্টেম এ ট্রেড করেন না কেন আপনাকে নিয়ম মেনে ট্রেড করতে হবে তা হলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হবেন