SumonIslam
2023-05-22, 03:51 PM
ব্যবসাপ্রতিষ্ঠান ফিশিং হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়ছে বলে জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির সাইবার সিগন্যাল প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে বিজনেস ই–মেইল কম্প্রোমাইজ (বিইসি) নামের ফিশিং হামলার ঘটনা বাড়ছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়ে অর্থ ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতেই এ হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরা। মাইক্রোসফট জানিয়েছে, ফিশিং হামলার তথ্য ও আক্রমণের কৌশল জানতে সাড়ে আট হাজার নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন কোটি ই-মেইলে বিইসি ফিশিং হামলার ঘটনা ঘটেছে। ব্যবসাপ্রতিষ্ঠান ে লক্ষ্য করেই এ ধরনের সাইবার হামলার ঘটনা বেশি হচ্ছে।
http://forex-bangla.com/customavatars/1698057784.jpg
http://forex-bangla.com/customavatars/1698057784.jpg