Log in

View Full Version : টুইটারে চালু হচ্ছে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা



DhakaFX
2023-05-23, 05:15 PM
অ্যাপে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। ফলে অ্যাপটিতে কোনো ভিডিও চালু করে নিউজফিড স্ক্রল করলে তা বন্ধ হয়ে যাবে না। ভিডিওটি স্ক্রিনের এক কোণে দেখা যাবে। টুইটারের মালিক ইলন মাস্ক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টুইটারে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করা হবে। এ সুবিধা চালু হলে টুইটারের নিউজ ফিড সহজেই স্ক্রল করার সময়ই স্ক্রিনের এক কোণে ভিডিও দেখা যাবে।
http://forex-bangla.com/customavatars/653873555.jpg