Log in

View Full Version : বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করে উত্তর দেবে চ্যাটজিপিটি



Montu Zaman
2023-05-24, 06:16 PM
এখন থেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ফলে এআই চ্যাটবটটিকে কোনো তথ্য জিজ্ঞেস করলে ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্য খুঁজে দেবে এটি। ইন্টারনেটে সার্চের ক্ষেত্রে মাইক্রোসফটের নিজস্ব বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করবে চ্যাটজিপিটি। মাইক্রোসফটের বাৎসরিক কনফারেন্স ‘মাইক্রোসফট বিল্ড ২০২৩’-এ প্রতিষ্ঠানটির কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদী চ্যাটজিপিটির ওয়েব ব্রাউজিংয়ের জন্য বিং-কে ডিফল্ট ব্রাউজার হিসেবে ঘোষণা করেন। আগে শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতেই উত্তর দিতে সক্ষম ছিল চ্যাটজিপিটি। ফলে চ্যাটবটটি নতুন তথ্যসমৃদ্ধ লেখা লিখতে পারত না। তবে ইন্টারনেটের সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির ফলে চ্যাটজিপিটি এখন থেকে প্রশিক্ষিত তথ্য সরবরাহের পাশাপাশি হালনাগাদ তথ্য প্রদান করবে।
http://forex-bangla.com/customavatars/707158790.jpg