SUROZ Islam
2023-06-15, 07:16 PM
প্রায় ২৭ বছর চালানোর পর ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের ঘোষণা দেয় মাইক্রোসফট করপোরেশন। ২০২২ সালের ১৬ জুন নিজেদের এজ ব্রাউজারের সুবিধার জন্য ইন্টারনেট এক্সপ্লোরার আর না চালানোর এ ঘোষণা আসে মাইক্রোসফটের কাছ থেকে। তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের দু–একটা সংস্করণে এটি এখনো ব্যবহার করা যায়।
19613
19613