PDA

View Full Version : লাইভ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সিস্টেম ক



Talha
2015-09-01, 09:07 AM
লাইভ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পদ্ধতি কি অামাকে জানান আমি জানার জন্যে অাগ্রহ প্রকাশ করছি আমি মনে করি যাদের জানা আছে তারা বিস্তরিত বিশদ ভাবে আলোচনা করলে নতুনরা জানতে পারবে তারা আগ্রহি হবে আমিও উপকৃত হব সবাই উপকৃত হবে।

maziz6989
2016-01-15, 10:43 PM
আসলে ফোরামের লাইভ একাউন্ট না এমনি লাইভ একাউন্ট তা আপনি উল্লেখ করেন নি তাই প্রশ্নের উত্তর দিতে কিছুটা চিন্তা করছি আপনি কোনটা জানতে চেয়েছেন। যদি ফোরামের একাউন্ট হতে আপনি তুলতে চান সেক্ষেত্রে আপনার ডিপোজিট এর থেকে বেশি প্রফিট করতে হবে এবং আপনার ফ্রি মার্জিন আপনার ডিপোজিট থেকে বেশি থাকতে হবে। যতটুকু ফ্রি মার্জিন > ডিপোজিট থাকবে তা তুলতে পারবেন। তবে সপ্তাহে ২০ ডলারের বেশি তোলা নিরাপদ নয়।
আর যদি অনান্য একাউন্ট হতে ডলার উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনাকে সেই মেথডে উইথড্র করতে হবে যে মেথডে ডিপোজিট করেছিলেন।

Marufa
2016-02-08, 09:24 PM
আপনার বোনাসের প্রফিট উত্তোলন করতে পারবেন । বোনাস এমাউন্ট নয় । প্রথমেই স্ক্রিল এ একটি একাউন্ট করুন । তারপর ইন্সটাফরেক্স এর মানি উইথড্র অপশন থেকে স্ক্রিল এ উইথড্র দেন । স্ক্রিল থেকে আপনার যে কোন ব্যাংক একাউন্টে টাকা উত্তোলন করতে পারবেন । এজন্য আপনার কোন সমস্যা হবে না ।

basaki
2016-02-09, 09:36 AM
লাইভ একাউন্ট থেকে টাকা উত্তলোন করা খুব সহজ বলে আমি মনে করি। আপনার একাউন্টে যদি টাকা থাকে তবে আপনার একাউন্টে গিয়ে উইথড্র অপশনে গিয়ে আপনার ক্রেডিট কার্ডের একাউন্টে টাকা উথড্র দিলেই আপিনার টাকা আপনার মানি একাউন্টে চলে আসবে। তবে এর জন্য বেশ কয়েকদিন সময় লাগতে পারে।

Vision
2016-02-09, 11:31 AM
এ বিষয়য়ে আমি জানতে অনেক বেশি আগ্রহি । কারণ ফরেক্স মার্কেটে আমি অনেক দিন ধরেই ট্রেড করছি তা নয় তবে কিছু দিন হতে ট্রেড করছি । তবে আমি মনে করি যে এখানে টাকা উত্তলন করা খুব বেশি কঠিন কাজ নয় । ফোরাম একাউন্ট হলে টাকা তুলতে পারবেন পোস্টিং বোনাস এর উপরে যে লাভ হবে সেগুলো । তবে যদি পার্সোনাল মানি হয় তবে যে কোন সময় টাকা তোলা যাবে । আসলে এ বিষয়ে অামার আরো বিস্তারিত জ্ঞান অর্জন করা উচিত ।

MotinFX
2016-02-09, 11:53 AM
আমার ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানার বাইরে রয়েছে কারন আমি এখনো আমি কোন ডলার উঠাইনি জেনে রাখলে ভাল তাহলে কখনো প্রপিট করলে ডালার উঠাব। ফোরাম থেকে কিভাবে ডলার উঠানো যায় সে সম্পর্কে আমি জানতে চাই। আপনারা কেই এই সম্পর্কে জানলে আমাদের সাথে শেয়ার করবেন।

Realifat
2016-02-10, 11:44 AM
ইন্সটাফরেক্স লাইভ অ্যাকাউন্টৈ ডিপোজিট এবং ব্যালেন্স উইথড্র করার বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড রয়েছে। যেমন, নেটলার, পেইজা,পেপাল, স্ক্রিল ইত্যাদি আরো অনেক পদ্ধতি রয়েছে।এসব পদ্ধতির মধ্যে নেটলার অনেক ভালো পেমেন্ট মেথড। প্রথমে নেটলার অ্যাকাউন্ট করতে হবে এবং পরে ঔই নেটলার অ্যাকাউন্টে উইথড্র এবং ডিপোজিট করা যাবে।

sharifulbaf
2016-05-13, 02:51 PM
আমরা যদি ফোরামের একাউন্ট থেকে বা রিয়েল একাউন্ট থেকে আমরা বিভিন্ন পদ্ধতির সাহায়্যে আমরা টাকা উঠাতে পারি,ফরেক্স মার্কেটের টাকা আমরা অনলাইনের।সাহায্যে উঠাতে পারি তার জন্য আমরা মানিবুকার্স,নেটলার,পেপাল,অকে পে,অয়েব মানি,বা ব্যাংক টার্ন্সফার করতে পারা যায়,আবার যদি কেউ যে মাধ্যমে ডিপোজিট করে সেই মাধ্যমে উঠাতে পারে।

Mrs.SaoudiaIslam111989
2016-05-13, 03:10 PM
লাইভ বা রিয়াল অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে হলে আপনাকে অবশ্যই আগে প্রফিট লাভ করতে হবে এর পর আপনার মনস্হির করতে হবে যে আপনি কোন প্রেমেন্ট মেথর্ডের মাধ্যমে আপনার প্রফিট উঠাতে চান যদি আপনি স্কিল বা মানিবুকার্স অ্যাকাউন্টের মাধ্যমে প্রফিট উঠাতে চান তা হলে আপনাকে আপনার ইন্সটা ফরেক্সের অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে হবে এর পর মানি উইথড্রো এই অপশনের মাধ্যমে আপনি আপনার প্রফিটের অংশ আপনার স্কিল/মানিবুকার্সের অ্যাকাউন্টে খুব সহজে উঠাতে পারবেন।

dwipFX
2016-05-13, 04:19 PM
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি কিন্তু কিভাবে টাকা তুলতে হয় সেটা সম্পর্কে আমার কোন ধারনা নেই ।তাই আমি ফরেক্স সম্পর্কে এখনো অনেক কিছু জানার বাইরে আছে চেস্টা চালিয়ে যাচ্ছি এবং ফোরাম থেকে জানতে পারছি আরও পরিস্কার করে লিখলে ভাল হত।

Md Sanuwar Hossain Hossai
2016-05-13, 05:11 PM
ফরেক্সে লাইভ ট্রেডিং এর জন্য আপনি যদি ফোরাম এর বোনাস দিয়ে ট্রেড করে থাকেন তাহলে আপনি যত ডিপোজিট নিয়ে ট্রেড শুরু করেছেন তা অতিক্রম করে আপনি যত বেশি প্রফিট করতে পারবেন তত বেশি আপনি উইথড্র দিতে পারবেন।। তার বেশি দিলে আপনার একাউন্ট থেকে ডলার কেটে রেখে দিতে পারে।।।

Tazul Islam
2016-05-14, 06:46 AM
ধরে নিচ্ছি আপনার নেটলার, পেইজা,পেপাল বা স্ক্রিল একাউন্ট আছে । যদি না থাকে তাহলে করে ফেলুন। এবার আপনার একাউন্ট এ লগ ইন করুন। বাম পাশে ফিনান্সিয়াল ট্যাবে ক্লিক করে মানি উইথড্র তে ক্লিক করুন। এবার আপনাকে মানি উইথড্রর জন্য নেটলার, পেইজা,পেপাল, স্ক্রিল এার যেকোন একটা সিলেক্ট করে ইমেইল এবং রিয়াল একাউন্টের পিন কোড দিয়ে ওকে করুন ।

S M Murshedul Akhter
2016-05-14, 12:33 PM
ভাই অনেকের মত আমিও নতুন। আমি এখনো টাকা উত্তোলন করি নাই। তবে একটি স্ক্রীল একাউন্ট খুলেছি। সেখানে আমার ব্যাংক একাউন্ট এর নম্বর দেওয়া আছে। আমার ইনস্টাফরেক্স একাউন্ট এ ঢুকে চাপাচাপি করলে টাকা আমার একাউন্ট এ ঢুকে যাবে।

sheam
2016-08-26, 05:12 PM
ভাই একেবারে সহজ। আপনি যেভাবে ডিপোজিট করেছে ডিপোজিট অপশনে গিয়ে। সেইম ভাবে উইথড্রো ও একটা অপশন আছে সেখানে। তো উইথড্রো অপশনে গিয়ে আপনি যার মাধ্যমে টাকা উঠাতে চান তা সিলেক্ট করেন। তার পর সব নিজেই বুঝতে পারবেন।

rafizul
2016-08-26, 11:20 PM
এখনো আমি লাইভ একাউন্ট খুলিনি তাই আমার টাকা তোলার ব্যপারটান প্রতি কোন ধারণা নেই । তাই যারা জানেন এই সম্পর্কে তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে জানাবেন ।।

md arif khan
2016-08-26, 11:29 PM
আমি নিজেই ফরেক্স ব্যাবসায় নতুন।তবে আমি যতদূর জানি বোনাসের প্রফিট উত্তোলন করা যাবে বোনাস নয়।এজন্য প্রথমেই স্ক্রিল এ একটি একাউন্ট খুলতে হবে। তারপর ইন্সটাফরেক্স এর মানি উইড্র অপশন থেকে স্ক্রিল এ উইড্র দেন।স্ক্রিল থেকে আপনার যে কোন ব্যাংক একাউন্টে টাকা উত্তোলন করতে পারবেন।তবে টাকা আসতে কিছুসময় বা দিনও লাগতে পারে।

Forex Boy
2016-09-25, 01:36 AM
আপনি নির্দিষ্ট কিছু পদ্থতিতে আপনার একাউন্ট থেকে মানি উইড্র দিতে পারেন আর তা হোল আপনি বাংরাদেশি হোলে নেটিলার, স্ক্রিল ভ্যাংক একাউন্ট এবং পায়জার মাধ্যমে খুব সহজেই মানি উইড্র করতে পারবেন। তবে আপনার অনরাইন ব্যাংক একাউন্ট গুরো অবশ্যই আপনার লাইভ একাউন্টের নাম ও ওড্রেসরে সাথে হুবহু মিল থাকতে হবে। না হলে মানি ট্রান্সফার হবে না।

Tazul Islam
2016-09-25, 07:02 AM
ইন্সটাফরেক্স এর ওয়েব সাইটে গিয়ে একাউন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার ক্লায়েন্ট কেবিনেটে প্রবেশ করুন্ । তারপর ফিনান্সিয়ায় অপারেশন এ ক্লিক করে মানি উইথড্র তে ক্লিক করুন। তারপর মানি উইথড্র সিস্টেম থেকে একটি বাছাই করুন । পরবর্তি ধাপ গুলো শেষ কররুন।

MADADEE
2016-12-27, 10:08 PM
ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে যদি মোটা অংকের ডলার ডিপজিট করা থাকে আর ট্রেডার যদি খুব ভাল অভিজ্ঞ না হয় তবে রোবট ট্রেড করা ভাল। কিন্তু যদি কেউ ডেমো করতে করতে অনেক অভিজ্ঞ হয়ে যান তবে সে নিজেই ট্রেডিং করতে পারেন। কারন রোবট দিয়ে ট্রেড করলে মোটামুটি একটা ব্যাবসা পাওয়া যায়। কিন্তু নিজে নিজে ট্রেড করলে ভাল ট্রেডাররা অধিক পরিমান প্রফিট করতে পারে।

md noor hasan
2017-01-25, 10:49 AM
আমার জানামতে ইন্সটাফরেক্স লাইভ অ্যাকাউন্টৈ ডিপোজিট এবং ব্যালেন্স উইথড্র করার বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড রয়েছে। যেমন, নেটলার, পেইজা,পেপাল, স্ক্রিল ইত্যাদি আরো অনেক পদ্ধতি রয়েছে।এসব পদ্ধতির মধ্যে নেটলার অনেক ভালো পেমেন্ট মেথড। প্রথমে নেটলার অ্যাকাউন্ট করতে হবে এবং পরে ঔই নেটলার অ্যাকাউন্টে উইথড্র এবং ডিপোজিট করা যাবে।

shohanjacksion
2017-01-30, 11:39 AM
আপনার উত্তোলনের সময় যখন আসবে তখন আর প্রশ্ন করতে হবেনা। আমি লাইভ একাউন্টর লাইভ চ্যাটিং অপশনে গিয়ে কাসটমার ম্যানেজারের সাথে কথা বললে আপনাকে প্রদ্ত্ত লিন্ক সহ সম্পূর্ন কাজে তারা সহায়তা করবে। আগে আপনার পেমেন্ট গেটওয়ে ঠিক করুন।

edottc
2017-02-08, 11:42 AM
ফরেক্স লাইভ একাউন্ট থেকে ভিবিন্ন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে টাকা উত্তলন করতে পারবেন । যেমন স্কিল নিটলার েইত্যাদি ব্যাংক এর মাধ্যমে উত্তলন করতে পারবেন ।

shohanjacksion
2017-03-10, 10:35 AM
আপনার প্রশ্নটি আরো বিস্তারিতভাবে উল্লেখ করতে পারলে আমাদের জন্য বুঝতে সুবিদা হতো। টাকা উত্তোলনের সময় আপনার টার্মিনাল থেকে সকল ট্রেড বন্ধ রাখতে হবে এবং উত্তোলনকৃত টাকা আপনার একা্উন্টে পৌছার পূর্ব মুহুর্ত পর্যন্ত কোন ধরনের ট্রেড না করাটাই সবচেয়ে ভাল। কারন আপনার ট্রেডিং একাউন্টে ড্র-ডাউন ভাল না থাকলে উত্তোলনকৃত টাকা আপনার ট্রেডিং একাউন্টে ফেরত পাঠিয়ে দিবে।

boltu
2017-03-10, 11:01 AM
ফরেক্স এ শতভাগ নিশ্চয়তা বলে কিছু নেই এইটা ই সত্যি । যারা ফরেক্স এ শতভাগ লাভের আশা করে তারা বোকার মত কাজ করবে । এখন এমন অনেক দেখা যায় যে যারা ফরেক্স এ শতভাগ প্রফিট এর নিশ্চয়তা দিতেছে ভুলেও নতুন ট্রেডারা এই পথে পা দেবেনা । নতুন রা শনে রাখবেন যে ফরেক্স শতভাগ প্রফিট বলে কিছু নেই । আর ফরেক্স এ সফল হতে হলে নিজেই নিজের স্টাটেজি তৈরী করুন আর সেই স্টাপেটজি তে সময় দেন । মনে রাখবেন একটি দুইটি তিনটি ট্রেড যদি লস যায় তবে এই স্টাটেজি কে খারাপ বলা যাবে না । যে কোন একটা স্টটেজি মেনে চলতে হবে তবেই সফল ।

Momen
2017-07-23, 08:33 AM
লাইভ একাউন্ট থেকে আপনি মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, পেপাল, স্ক্রিল, ব্যাংক কার্ড ইত্যাদির মাধ্যমে টাকা উত্তলন করতে পারেন। আপনি উইথড্র দেওয়ার ১-৭ কার্য ঘন্টার মধ্যে আপনার উইথড্র কম্পিলিট করা হবে। এহাড়াও আপনি চাইলে বিসা কার্ড এর মাধ্যমে উইথড্র রিকুয়েস্ট করতে পারেন। এই ভাবে আপনি আপনার টাকা উইথড্র দিতে পারবেন।

mahbubhb
2017-08-19, 05:34 PM
লাইভ একাউন্ট থেকে টাকা তোলা খুবই সহজ। এজন্য আপনাকে আপনার ইনস্টা ফরেক্সের ওয়েবসাইটে গিয়ে ক্লায়েন্ট ক্যাবিনেট এ লগইন করে উইড্র মানিতে ক্লিক করে দেখবেন স্ক্রিল, নেটেলার সহ আরও কয়েকটি গেটওয়ের নাম এসেছে। সেখান থেকে একটি বাছাই করে উইড্র দিয়ে দিবেন যে পরিমাণ এমাউন্ট উঠাতে চান।টাকা কিছুক্ষণ এর মধ্যেই জমা হয়ে যাবে। আর আপনার লাইভ একাউন্ট অবশ্যই দুটি লেভেল ভেরিফাই হতে হবে তাহলে আর সমস্যা হবেনা।