Log in

View Full Version : অল্প বিদ্যা ভয়ংকর!!!!!!!!!!!



BD ONLINE
2015-09-02, 11:02 AM
গুনীজনেরা বলে থাকেন কিংবা আমরা ছোটবেলায় বইয়ে পড়ে আসছি অল্প বিদ্যা ভয়ংকরী। এ কথাটা ফরেক্স এর বেলায় কতটুুকু সত্য?

pips
2015-09-02, 01:40 PM
আমাদের অধিকাংশ এরই একটা সমস্যা হচ্ছে যে আমরা ভাল মত ট্রেড না শিখেই ফরেক্সে আসি। আর যার পরিমান হয় ভয়াবহ। কারণ ভাল মত ট্রেদ না জানলে ফরেক্স মারকেট এ উন্নতি করা সম্ভব না। তাই উন্নতি করতে হলে আগে ভাল মত জানতে হবে ফরেক্স সম্পকে।

AbuRaihan
2015-09-04, 12:57 AM
ফরেক্স এর ক্ষেত্রেও একই কথা সমানভাবে প্রযোজ্য । অল্প বিদ্যা কখনো মানুষকে পরিপূর্ণ জ্ঞান দিতে পারেনা । যে সব মানুষ অল্প বিদ্য দ্বারা কাজ করে তারা কখনো কাজে সফলতা পায়না । ধরুন একজন ডাক্তার অল্প বিদ্যা অর্জন না করতেই যেমন একজন রোগিকে অপারেশন করতে পারবে না , ঠিক তেমনি একজন অনভিজ্ঞ ট্রেডার কখনো অর্থ্যাৎ অল্প বিদ্যা অর্জন কারী ফরেক্সে সফল হতে পারবে না । ফরেক্স সফল হতে লাগে অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রম । ফরেক্স একজন ভালো ট্রেডার হতে চাইলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি জানতে হবে এবং সে জন্য ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে ।

Imran1995
2015-09-04, 02:39 PM
আমাদের অধিকাংশ এরই একটা সমস্যা হচ্ছে যে আমরা ভাল মত ট্রেড না শিখেই ফরেক্সে আসি। আর যার পরিমান হয় ভয়াবহ। কারণ ভাল মত ট্রেদ না জানলে ফরেক্স মারকেট এ উন্নতি করা সম্ভব না। তাই উন্নতি করতে হলে আগে ভাল মত জানতে হবে ফরেক্স সম্পকে।

maziz6989
2016-01-15, 10:39 PM
আসলে এই কথাটা ফরেক্স মার্কেট এর বেলায় একশত ভাগ মিলে যায়। আগুন নিয়ে খেলা তারই সাজে যে সব কায়দা কানুন জানে। নতুবা হাত তো পুড়বেই সাথে পৈত্রিক প্রাণটাও যেতে পারে। তাই লাইভ ট্রেড করার আগে নিজের দক্ষতা যাচাই করে নেন আপনি পারবেন কিনা। মাঝপথে বলার কোন মানে হয় না যে ফরেক্স বোগাস, স্বপ্ন বাজি ইত্যাদি ইত্যাদি।

Md Akter Hossain
2016-01-15, 11:32 PM
অল্প বিদ্যা ভয়ংকরই নয় ফরেক্স মার্কেটে অল্প বিদ্যা ভয়াবহ ভয়ংকর । আপনি টেনলাইন, ফিবো , চেনেল, ইত্যাদি শিখেই যদি ভাবেন আপনি সব শিখে ফেলেছেন । তাহলে আমি বলবো ষম্ভবতো আপনি ভয়াবহ রকমের বিপদে পড়তে যাচ্ছেন । আপনাকে ফরেক্স মার্কেটের আরো অনেক লজিক জানতে হবে । অথাৎ আপনাকে হতে হবে ডায়নামিত একজন পারসন ।

Audhidul
2016-01-16, 12:49 AM
যে মানুষ অল্প বিদ্য দ্বারা কাজ করে সফলতা চায়, সে কখনো কাজে সফলতা পায় না । অল্প বিদ্য দ্বারা সে যে কোন সময় বিপদ নিয়ে আসতে পারে ।কিনতু ফরেক্স এ প্রতষ্ঠিত হতে গেলে একজন ট্রেডারকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং এনালাইসিস বুঝতে হবে ।

Fxaziz
2016-01-16, 01:23 AM
হ্যাঁ । ফরেক্সের বেলায়ও অল্প বিদ্যা ভয়ংকর কথাটি সম্পূর্ণ সত্য । ফরেক্স এর সম্পর্কে কম যেনে বা কম শিখে ট্রেড এ আসা খুবই বিপদজ্জনক । ফরেক্স কোর্স ভালভাবে সম্পূর্ণ শেষ করে তবেই ফরেক্স ট্রেডে আসা বাঞ্ছনীয় । ফরেক্সে মার্কেটে ভালো সাফল্য পেতে হলে অবশ্যই ফরেক্স ট্রেড সম্পর্কে ভালভাবে জানতে হবে । অভিজ্ঞ ট্রেডার হতে হলে ফরেক্সে সম্পর্কে কম জানলে হবে না । কারন ফরেক্স ট্রেড করার প্রথম ধাপে আপনি ফরেক্সের সম্পর্কে জানতে হবে আর দ্বিতীয় ধাপে আপনাকে দীর্ঘ ধৈর্য নিয়ে ট্রেড করার মানসীকতা রাখতে হবে ।।

basaki
2016-01-16, 08:37 AM
এই কথাটি সাথে আমি মনে করি সবাই পরিচিত। আমরা যারা ফরেক্স মার্কেটে একধম নতুন তারা মনে করি যে ফরেক্স মার্কেট থেকে লাভ করা খুবই সহজ। কিন্তু ফরেক্স মার্কেটে ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা যে কত কঠিন তা তারাই বলতে পারবে। আমি মনে করি ফরেক্স মার্কেট খুব কঠিন।

Realifat
2016-01-16, 09:38 AM
অল্প বিদ্যা ভয়ংকর কথাটা ফরেক্স ট্রেডিংয়ে জন্য অনেক সত্য একটা ব্যাপার। কারন ফরেক্স মার্কেটের সার্বিকভাবে ভালো করতে হলে অনেক জানার প্রয়োজন। কেননা ফরেক্স সারাজীবনের ব্যবসা এবং এই ব্যবসা ভালোভাবে পারলে সারাজীবনের জন্য উপকার হয়। কিন্তু কেউ যদি অল্প জেনে ফরেক্স করে তবে সে কোনো না কোনো সময় তার সব ব্যালেন্স লস করে ফরেক্স থেকে বিদায় হবে।

real80
2016-01-22, 05:43 AM
ফরেক্স মার্কেটের ক্ষেত্রে এই কথা টি একদমই ঠিক। না জেনে বুজে ট্রেড করলে ফরেক্স এ লস ছাড়া লাভের দেখা পাওয়া যাবে না। তাই ট্রেড শুরু করার আগে আমাদের ট্রেড সংক্রান্ত যাবতীয় খুটিনাটি তত্থের ব্যপারে জানতে হবে। ভালভাবে ফরেক্স মার্কেট নিয়ে আমাদের সময় দিতে হবে,পরাশনা করতে হবে ফরেক্স মার্কেট নিয়ে।

Sahed
2016-01-22, 11:23 AM
হ্যা ফরেক্স মার্কেটের জন্য অল্প বিদ্যা খুবই ভয়ংকর । ফরেক্স অত্যান্ত জঠিল একটি ব্যবসা । মার্কেট থেকে নিয়মিত আয় করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে । মার্কেট থেকে ভাল ফলাফল পেতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । ধন্যবাদ ।।:yahoo:

sharifulbaf
2016-01-22, 12:40 PM
ফরেক্স মার্কেট নিয়ে ভাল করে ফরেক্স শিক্ষা না নিয়ে যদি কেউ অল্প ফরেক্স শিক্ষা নেয় তাহলে যদি বলে যে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানে তার কাছে থেকে ফরেক্স শিক্ষা অর্জন করা যাবেনা,তাই বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্কর,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করতে হলে ফরেক্স শিক্ষা ভাল করে নিতে হবে।

raju0000
2016-01-29, 02:10 PM
জি অল্প বিদ্যা ভয়ঙ্কর, আমাদের ধৈর্য যে এত কম থাকে, আমরা কেউ ই বেশিদিন ডেমো ট্রেডিং এর সাথে জড়িত থাকতে চাই না, কোনো রকম কয়েকদিন গেলেই হলো, যত তারাতারি পারা যায় আমরা রিয়েল ট্রেডিং এ চলে আশি, এবং এত অল্প বিদ্যা নিয়ে ট্রেডিং সুরু করতে গিয়ে গড়ে উঠে সকল সমসা, এসকল বাদ দিয়ে আগে ফরেক্স জানতে হবে বুঝতে হবে.

RUBEL MIAH
2016-01-29, 02:58 PM
অল্প বিদ্যা ভয়ংকর কথাটা সম্পূর্ণ সত্য । এর কারণ হল ফরেক্স ব্যবসা করতে অল্প দক্ষতা নিয়ে কাজ করা সম্ভব নয় । সুতরাং আমাদের সকলেরই উচিত হবে আগে দক্ষতা অর্জন করা তারপর সে অনুপাতে ট্র্রেড করা ।

Vision
2016-01-29, 03:48 PM
অল্প বিদ্যা সবসময় ক্ষতিকর । কারণ অল্প বিদ্য দিয়ে কোন ক্ষেত্রেই কেউ সফল হতে পারে না । আপনি ডাক্তারি পেশার কথা চিন্তা করুন , একজন মানুষ যদি শুধু ডাক্তারি কিছু বই পড়ে কি পরিপূর্ণ ডাক্তার হতে পারবে ? পারবেনা অবশ্যই । ঠিক তেমনি ফরেক্সে কিছু জেনে নিজেকে অনেক বেশি দক্ষ বলে মনে করলে এটা হবে অনেক বেশি ভুল । তাই আমি মনে করি যে পরিপূর্ণ জ্ঞান একজন মানুষকে অনেক দূরে এগিয়ে নিতে পারে । আমি সবসময় অনেক বেশি চেষ্টা করি যত বেশি শিখতে ।

Marufa
2016-02-19, 06:24 PM
আমাদের মধ্যে অনেকেই আছে । যারা অল্প শিখে বা কোন কিছু না শিখেই নিজেকে মহা পন্ডিত মনে করে । তারা মনে করে তারা এমনি এমনি ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি পরিমানে আয় করতে পারবে । কিন্তু বাস্তবতা অনেক আলাদা । তারা হয়ত আন্তাজে ঢিল মেরে কিছুটা লাভবাান হতে পারে কিন্তু লং টার্মে কেউই মার্কেট এ টিকে থাকতে পারবে না এটা নিশ্চিত ।

ONLINE IT
2016-10-22, 11:25 AM
কথাটা আমরা জানি এবং মানি। কিন্তু নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারছি না। বিশেষ করে ফরেক্স এর ক্ষেত্রে কথাটার গুরুত্ব অনেক বেশি। কিন্তু ফরেক্স এই কথাটা আমরা মেনে চলতে পারছি না। ফলে আমরা দিনের পর দিন লুজারের খাতায় নিজেদের নাম লিখাচ্ছি। তাই আমরা মার্কেট সম্পর্কে পুরো পুরি না বুঝে কখনোই ট্রেড করব না। আমাদের উচিত আগে মার্কেটের মুভমেন্ট নির্ধারন করা তারপরে কোন ট্রেড ওপেন করা।

md sahid howladar99
2016-10-22, 11:54 AM
আসলে আমার যেটা মনে হয় যে মানুষ অল্প বিদ্য দ্বারা কাজ করে সফলতা চায়, সে কখনো কাজে সফলতা পায় না । অল্প বিদ্য দ্বারা সে যে কোন সময় বিপদ নিয়ে আসতে পারে ।তাই আমি বলব ফরেক্স এ প্রতষ্ঠিত হতে গেলে একজন ট্রেডারকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং এনালাইসিস বুঝতে হবে ।

Bindu72
2016-10-22, 01:30 PM
ফরেক্স ট্রেড করার প্রথম ধাপে আপনি ফরেক্সের সম্পর্কে জানবেন আর দ্বিতীয় ধাপে আপনাকে দীর্ঘ ধৈর্য নিয়ে ট্রেড করার মানসীকতা গড়ে তুলতে হবে।ফরেক্স এর সম্পর্কে কম যেনে ট্রেড এ আসা খুবই বিপদজ্জনক। অভিজ্ঞ ট্রেডার হতে হলে ফরেক্স সম্পরকে জানুন এবং নিজের ক্যারিয়ার গড়ে তুলুন।

Competitor
2016-10-22, 06:19 PM
অল্প বিদ্য অবশ্যই অনেক বেশি ভয়ংকর । কেননা অল্প জান্তা লোকেরা খুব ভাল কিছু করতে পারে না । তারা অল্প শিখেই মনে করে যে আমি অনেক কিছু শিখে ফেলছি । তাই আমাদের মনে রাখতে হবে যে ফরেক্স এর ক্ষেত্রে অল্প বিদ্য দিয়ে খুব বেশি দুর এগুনো যাবে না । কেননা খুব বেশি দুর যেতে হলে আমাদেরকে অবশ্যেই জ্ঞান বৃদ্ধির প্রচেষ্টা অব্যহত রাখতে হবে । এত করে আমরা লাভবান হতে পারব ।

Md Masud
2017-05-13, 05:46 PM
অল্প বিদ্যা অর্জনকারী ফরেক্সে সফল হতে পারবে না । যদি অল্প জেনে ফরেক্স করে তবে সে কোনো না কোনো সময় তার সব ব্যালেন্স লস করে ফরেক্স থেকে বিদায় হবে । ফরেক্স মার্কেটের আরো অনেক জ্ঞান অর্জন করতে হবে । অামরা অবশ্যই ভালোভাবে ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

Mamun13
2017-05-13, 09:02 PM
অবশ্যই শত ভাগ সত্য কথা৷ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷ফরেক্স ট্রেড হলো নতুন ট্রেডারদের জন্য ১০০ ভাগ ঝুকিঁপূর্ণ ৷যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷যত আয়ত্ত্ব করবেন ততই ঝুকিঁ কমতে থাকবে৷তার জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷দু এক লাইন শিখেই আমরা লাফ দিয়ে গাছে উঠি !অথচ মনে রাখা উচিৎ "দিল্লী বহুদূর" >>>

uzzal05
2017-05-14, 11:31 AM
ফরেক্স এ সীমিত জ্ঞান নিয়ে টিকে থাকাটা বড়ই কঠিন। তবে যারা ৩-৫ বচ্ছর ফরেক্স এ লেগে আছেন তারাই শুঢু বলতে পারেন যে কত রাত জেগে কত ঘুম বাদ দিয়ে ফরেক্স মার্কেট এ সময় দিয়েছে। এই মার্কেট এ যত্ বেশি সময় দেয়া যাবে তত বেশী অভিজ্ঞতা লাভ হবে।

01797733223
2017-12-09, 05:00 PM
ফরেক্স মার্কেটে অল্প বা সামান্য জ্ঞান নিয়ে ট্রেড করা খুবই ভয়ংকর একটা বিষয়, যেটা হচ্ছে খানিকটা সাঁতার না জেনে নদীতে নামার সমতুল্য । কাজেই এ ধরনের বোকামী থেকে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে । আগে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন এরপর আপনি ফরেক্সে অর্জন করতে পারবেন । কেননা অল্প বিদ্যা আসলেই অনেক ভয়ংকরী । সুতরাং আামাদেরকে সবকিছু সুন্দরভাবে বিবেচনা করে এখানে অবস্থান করতে হবে ।

expkhaled
2017-12-10, 08:04 AM
ফরেক্স এর বেলায় একথাটা একদম সত্য। কারন ৯০-৯৫ ভাগ ট্রেডার যারা ফরেক্স থেকে লস করেন বা ফরেক্স বের হয়ে যান তাদের একটাই কারন যে, অল্প জানার পরও বড় বড় ট্রেড করতে চান। ফরেক্স একটি সাধনার বিষয় এখানে আপনার কোন কিছু করতে চাই লং টাইম নিয়ে কাজ করতে হবে এবং জানতে হবে অনেক পরিশ্রম ও অনেক করতে হবে। ফরেক্স অল্প সময়ে ভাল কিছু করা যায় না। সুনিদিষ্ট জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া ভাল কিছু আশা করা যায় না।

rakib.r
2020-03-26, 10:15 PM
অল্প বিদ্যা ভয়ংকর এটা শুধু ফরেক্সের জন্য না সব জায়গাতেই এই জিনিস টা কাজে দেয়। ফরেক্সের ক্ষেত্রে এইটা আরো অনেক বেশি কাজে লাগে। ফরেক্সে যদি আপনার জ্ঞ্যান কম থাকে তাহলে আপনার জন্য পদে পদে বিপদ আছে । আপনি কোন কিছু বুঝা ছাড়াই একটা ট্রেড নয়ে নিবেন আর সেটায় লস হয়ে আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবার সম্ভবনা অনেক বেশি থেকে যায়

Mas26
2020-03-26, 10:30 PM
আসলে এই কথাটা ফরেক্স মার্কেট এর বেলায় একশত ভাগ মিলে যায়। আগুন নিয়ে খেলা তারই সাজে যে সব কায়দা কানুন জানে। নতুবা হাত তো পুড়বেই সাথে পৈত্রিক প্রাণটাও যেতে পারে। তাই লাইভ ট্রেড করার আগে নিজের দক্ষতা যাচাই করে নেন আপনি পারবেন কিনা। মাঝপথে বলার কোন মানে হয় না যে ফরেক্স বোগাস, স্বপ্ন বাজি ইত্যাদি ইত্যাদি।

DIGITALBABU2020
2020-03-26, 11:11 PM
ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে ট্রেডিং শেখার প্রতি গুরুত্ব দিতে হবে। আপনাকে ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে হবে। যদি আপনি পূর্ণাঙ্গভাবে ফরেক্স ট্রেডিং এর উপর দক্ষতা অর্জন করতে না পারেন তাহলে ফরেক্স মার্কেটে লস করবেন। অনেক সময় অজ্ঞতার কারণে ভুল সিদ্ধান্ত নিলে অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হয়েও যেতে পারে। কারণ এখানে ট্রেডিং এর প্রত্যেকটি ধাপেই দক্ষতার গুরুত্ব রয়েছে। অল্প বিদ্যা নিয়ে ট্রেড করা মানে আপনার ট্রেডিংয়ের কোন ধাপের উপর আপনার অজ্ঞতা রয়েছে। তাই নিজেকে দক্ষ করার জন্য দীর্ঘদিন ধরে ডেমো ট্রেডিং করুন এবং পাশাপাশি ফরেক্স ট্রেডিং এর উপর শিক্ষামূলক কিছু ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের পোস্টগুলো ভালো করে অনুসরণ করুন। এভাবে নিজেকে দক্ষ করুন তারপর ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেড করুন।

Hredy
2020-03-27, 07:45 AM
আসলে এই কথাটা ফরেক্স মার্কেট এর বেলায় একশত ভাগ মিলে যায়। আগুন নিয়ে খেলা তারই সাজে যে সব কায়দা কানুন জানে। নতুবা হাত তো পুড়বেই সাথে পৈত্রিক প্রাণটাও যেতে পারে। তাই লাইভ ট্রেড করার আগে নিজের দক্ষতা যাচাই করে নেন আপনি পারবেন কিনা। মাঝপথে বলার কোন মানে হয় না যে ফরেক্স বোগাস, স্বপ্ন বাজি ইত্যাদি ইত্যাদি।

amreta
2020-03-27, 02:52 PM
গুনীজনেরা বলে থাকেন কিংবা আমরা ছোটবেলায় বইয়ে পড়ে আসছি অল্প বিদ্যা ভয়ংকরী। এ কথাটা ফরেক্স এর বেলায় কতটুুকু সত্য?

প্রিয় সদস্য, আপনার যদি এমন কোনও গল্প থাকে যা আপনি এবার করতে সক্ষম হচ্ছেন এবং এটি করার সময় হয়েছে এবং এটি ট্রাক্টর নয়, আপনার পক্ষে বিদেশের দেশে ভ্রমণ এবং বিদেশে ভ্রমণ করা সম্ভব নয়। সব ভাল এবং আমি লাভজনক

SR12
2020-03-27, 03:03 PM
অল্প বিদ্যা ভয়ংকর মুলত এটি একটি প্রবাদ আর এই প্রবাদটা অনেকের সাথেই মিলে যায়। আর ফরেক্স মার্কেটে তো অহরহ আছে এরকম কারন এখানে অল্প কিছুদিন ট্রেড করেই অনেকে নিজেকে একজন অভিজ্ঞ ট্রেডার মনে করে ফেলে যার ফলশ্রুতিতে মার্কেট থেকে শুধু লস নিয়েই পড়ে থাকে।

sofiz
2020-03-29, 04:22 PM
জি অল্প বিদ্যা ভয়ঙ্কর, আমাদের ধৈর্য যে এত কম থাকে, আমরা কেউ ই বেশিদিন ডেমো ট্রেডিং এর সাথে জড়িত থাকতে চাই না, কোনো রকম কয়েকদিন গেলেই হলো, যত তারাতারি পারা যায় আমরা রিয়েল ট্রেডিং এ চলে আশি, এবং এত অল্প বিদ্যা নিয়ে ট্রেডিং সুরু করতে গিয়ে গড়ে উঠে সকল সমসা, এসকল বাদ দিয়ে আগে ফরেক্স জানতে হবে বুঝতে হবে.

black-hill
2020-03-29, 04:46 PM
হ্যাঁ কথাটি একদম টিক। আমরা যদি যে কোন জিনিস অল্প জানি আর সে জানার উপরেই তার বিশ্লেষণ করি তাহলে এটার ফিনিসিং উত্তর কখনোই পজেটিভ আসবে না। কোন বিষয় এ ভাল ভাবে না জানলে সেই অল্প জানাটাই কাল হয়ে দারাবে তাই তো অল্প বিদ্যা ভয়ংকর।

rakib.r
2020-03-29, 07:03 PM
আসলে যে বুঝতে চায় তাকে বুঝানো যায় কিন্তু যে বুঝতে চায় না তাকে বুঝানো যায় না । এই ব্যাপার টাও অনেক টাই সেইম। যে মানুষ কিছু শিখতে চায় বুঝতে চায় তাকে বুঝানো যাবে শিখানো যাবে কিন্তু যে বুঝতে চাবে না শিখতে চাবে না তাকে শিখানো যাবে না। কারন সে নিজেই তো সব পারে, সে সব শিখে ফেলছে কয়েক দিনেই। ডেমো ট্রেডে ৮০% ট্রেডেই প্রফিট করে ফেলছে। তাইলে রিয়েল ট্রেড না করে ডেমো করে শুধু শুধু সময় নষ্ট করে কি লাভ

KAZIMAJHARULISLAM
2020-03-29, 07:52 PM
হ্যাঁ অল্প বিদ্যা ভয়ংকর ,আমিও আপনার সাথে একমত, কেননা ফরেক্স ট্রেডিং এর সাথে এই কথাটা সম্পূর্ণরূপে মিলে যায়,কেননা ফরেক্স একটি ইন্টারন্যাশনাল ব্যবসা হওয়ায় এখানে চাইলেই আপনি কিছু সময়, আপনার ধৈর্য ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা ভালো মাপের এমাউন্ট আয় করতে পারবেন,কিন্তু একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার এর ন্যায় ,আপনি যদি সম্পূর্ণ শিক্ষা গ্রহণ না করেই, ট্রেডিংয়ে নামেন বা ফরেক্স ট্রেডিং শুরু করেন তাহলে একজন ডাক্তার যেমন পূর্ণাঙ্গ শিক্ষা ছাড়া রোগীর চিকিৎসা করতে পারবে না ,একজন ইঞ্জিনিয়ার যেমন পূর্ণাঙ্গ ব্যবহারিক জ্ঞান ছাড়া একটা বিল্ডিং তৈরি বা তার কার্য সম্পন্ন করতে পারবে না,তেমনি আপনিও চাইলে আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না,তাই ফরেক্স ট্রেডিংয়ে কখনোই সম্পুর্ন অভিজ্ঞতা বা পূর্ণাঙ্গ অভিজ্ঞতা অর্জন না করে ট্রেডিং শুরু করা যাবে না।

Habibur shaikh
2020-04-03, 05:28 PM
অল্প বিদ্যা ভয়ঙ্কর কথাটা চিরন্তন সত্য। ফরেক্স বাজারে কাজ করার জন্য দক্ষ এবং অভিজ্ঞ হওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। দক্ষতা ও অভিজ্ঞতা ছাড়া ফরেক্স বাজারে সফলতা অর্জন করা সম্ভব নয়... ধন্যবাদ।

rakib.r
2020-04-03, 09:14 PM
অল্প বিদ্যা ভয়ংকর এই কথা টা ফরেক্সের সাথে একদম যায় । ফরেক্স এমন একটা মার্কেট যেখানে অনেক অভিজ্ঞ ট্রেডার ও লস করে থাকে অথচ আমরা নতুন হয়েই চাই মাসে ১০০% লাভ করতে। ডেমো ও করতে চাই না আমরা কারন ডেমোতে যদি দুই ডলার লাভ হয় সেটা তো উঠানো যাবে না । তাইলে শুধু শুধু ডেমো করে সময় নষ্ট না করে রিয়েল ট্রেডে চলে যাই আর অনেক সুন্দর করে বাশ খাই :1f61c:

ABDUSSALAM2020
2020-04-03, 10:12 PM
শিক্ষা ও জ্ঞানের কোন শেষ নেই তবে অল্প শিক্ষা ও জ্ঞানের পরিধি কম থাকে সে ক্ষেত্রে সমস্যা।কোন কাজে দক্ষ ও অভিজ্ঞ না হলে অল্প জ্ঞান থাকলে সে কাজটি করলে সফলতা আশা করাটা বোকামী হবে হবে না এমন নয় আর যদি আপনি বেশি আত্মবিশ্বাসী হোন সেক্ষেত্রে আপনার অল্প বিদ্যা ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়াবে।ইন্সটাফ েক্স এ কাজ করতে হলে দক্ষতা অভিজ্ঞতা এবং অনেক সময় শ্রম নিয়ে পরিশ্রমের সাথে কাজ করতে হবে অল্প সময় শ্রম নিয়ে কাজ করলে এবং অল্প বিদ্যা অর্জন করে ইন্সটাফরেক্সে কাজ করাটা অনেক বিপদজনক।

FREEDOM
2020-04-03, 10:56 PM
অল্প বিদ্যা ভয়ংকারী কথাটি অনেক ছোট কাল থেকেই শুনে আসছি। আর এখন এর বাস্তবতা বুজতে পারছি। এখন মনে হচ্ছে যেকোন জিনিস করতে হলে সেটা অল্প একটু শিখেই বা জেনেই নিজেকে পন্ডিত মনে করা ঠিক নয়। সঠিকভাবে শিক্ষা গ্রহন করতে তা যেকোন কাজই হোক না কেন। নিজের সেফটির জন্যই সবসময় যেকোন কাজে মনোযোগী হয়ে শেখা উচিত তাহলে সে কাজটা দিয়ে ভালো ফল আশা করা যাবে।

mdmoshin1988
2020-04-03, 11:19 PM
আসলে এই কথাটা ফরেক্স মার্কেট এর বেলায় একশত ভাগ মিলে যায়। আগুন নিয়ে খেলা তারই সাজে যে সব কায়দা কানুন জানে। নতুবা হাত তো পুড়বেই সাথে পৈত্রিক প্রাণটাও যেতে পারে। তাই লাইভ ট্রেড করার আগে নিজের দক্ষতা যাচাই করে নেন আপনি পারবেন কিনা। মাঝপথে বলার কোন মানে হয় না যে ফরেক্স বোগাস, স্বপ্ন বাজি ইত্যাদি ইত্যাদি।যে সব মানুষ অল্প বিদ্য দ্বারা কাজ করে তারা কখনো কাজে সফলতা পায়না । ধরুন একজন ডাক্তার অল্প বিদ্যা অর্জন না করতেই যেমন একজন রোগিকে অপারেশন করতে পারবে না , ঠিক তেমনি একজন অনভিজ্ঞ ট্রেডার কখনো অর্থ্যাৎ অল্প বিদ্যা অর্জন কারী ফরেক্সে সফল হতে পারবে না । ফরেক্স সফল হতে লাগে অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রম । ফরেক্স একজন ভালো ট্রেডার হতে চাইলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি জানতে হবে এবং সে জন্য ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে ।

Mas26
2020-04-03, 11:23 PM
ফরেক্স এর ক্ষেত্রেও একই কথা সমানভাবে প্রযোজ্য । অল্প বিদ্যা কখনো মানুষকে পরিপূর্ণ জ্ঞান দিতে পারেনা । যে সব মানুষ অল্প বিদ্য দ্বারা কাজ করে তারা কখনো কাজে সফলতা পায়না । ধরুন একজন ডাক্তার অল্প বিদ্যা অর্জন না করতেই যেমন একজন রোগিকে অপারেশন করতে পারবে না , ঠিক তেমনি একজন অনভিজ্ঞ ট্রেডার কখনো অর্থ্যাৎ অল্প বিদ্যা অর্জন কারী ফরেক্সে সফল হতে পারবে না । ফরেক্স সফল হতে লাগে অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রম । ফরেক্স একজন ভালো ট্রেডার হতে চাইলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি জানতে হবে এবং সে জন্য ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে ।

Suriya Sultana Hira
2020-04-03, 11:33 PM
অল্প বিদ্যা ভয়ংকর এই কথা আমরা সবাই জানি । আর এই কথার ব্যবহার সঠিক রূপে দেখা যায় এই ফরেক্স মার্কেটে । ফরেক্স মার্কেট থেকে যে সকল ট্রেডারগণ অল্প জ্ঞান অর্জন করে তারপর ট্রেড ওপেন করে থাকে তারা বার বার ট্রেড করে লচের সম্মুখীন হয় । আর এই বার বার লচের সম্মুখীন হওয়ার একটাই কারণ তা হলো অল্প জ্ঞান অর্জন করা । তাই আমাদের উচিত ধৈর্য ধারন করে টিকে থাকা এবং বেশি বেশি করে ফরেক্স মার্কেট অনুশীলন করা ও বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করে ভালো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করা,,,,, ধন্যবাদ ।

XXXTentacion
2020-04-04, 07:37 AM
চ্যাট চ্যাট লাউঞ্জ ফরেক্স সম্পর্কে কম-বেশি শিখে নিয়ে বাণিজ্য করতে আসা খুব বিপজ্জনক। ফরেক্স ট্রেডে কেবলমাত্র ফরেক্স কোর্সটি ভালভাবে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্স মার্কেটে ভাল সাফল্য পেতে আপনার অবশ্যই ফরেক্স ট্রেড সম্পর্কে জানতে হবে। অভিজ্ঞ ব্যবসায়ী হতে আপনার ফরেক্স সম্পর্কে কম জানা দরকার

smbiplob
2020-04-19, 11:18 PM
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷ফরেক্স ট্রেড হলো নতুন ট্রেডারদের জন্য ১০০% ঝুকিঁপূর্ণ যেকোন জিনিস করতে হলে সেটা অল্প একটু শিখেই বা জেনেই নিজেকে পন্ডিত মনে করা ঠিক নয় সঠিকভাবে শিক্ষা গ্রহন করতে তা যেকোন কাজই হোক না কেন নিজের সেফটির জন্যই সবসময় যেকোন কাজে মনোযোগী হয়ে শেখা উচিত ।

uzzal05
2020-04-20, 06:43 AM
ফরেক্স এ অল্প বিদ্যা বলতে আমি মনে করি যথেষ্ট পরিমান অভিজ্ঞতা না থাকা। পর্যাপ্ত জ্ঞান আর অভিজ্ঞতা না থাকলে কখনোই ফরেক্স মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন না। ভালো কিছু করার জন্য আপনাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। তা না হলে বেশিদিন মার্কেট এ টিকে থাকতে পারবেন না।

HASIBURRAHMAN
2020-04-20, 07:26 AM
গুনীজনেরা বলে থাকেন কিংবা আমরা ছোটবেলায় বইয়ে পড়ে আসছি অল্প বিদ্যা ভয়ংকরী। এ কথাটা ফরেক্স এর বেলায় কতটুুকু সত্য?

অল্প বিদ্যা ভয়ংকর, কথাটি পুরোপুরি সঠিক যদি না বেশি বিদ্যার দিকে আগ্রহ না থাকে। অর্থাৎ অল্প বিদ্যা অর্জন করেই এমন ভাব দেখানো যে তিনিই একমাত্র মহাজ্ঞানী। তবে এটা স্মরণ রাখা জরুরী অল্প অল্প বিদ্যা থেকেই পর্যায়ক্রমে বেশি জ্ঞান অর্জন এর দিকে ধাবিত হতে হয়।

kashed
2020-04-20, 07:29 AM
ফরেক্স খুবিই জনপ্রিয়ও ব্যাবসা, আবার যেমন জন প্রিও তেমন রিক্স ব্যাবসা তাই ফরেক্স বিজনেস করতে গেলে আমাদের ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান বা ধারণা থাকতে হবে, আর অল্প বিদ্দা নিয়ে ফরেক্সে ব্যাবসা করতে আসা বিপদ জনক, এজন্য আমাদের উচিৎ আমরা ডেমো ট্রেডিং প্রাকটিস বেশি করে করবো তাহইলে আমরা ফরেক্স জ্ঞান অর্জন করতে পারবো ইনশাল্লাহ।

KGF3010
2020-04-24, 10:10 AM
অল্প বিদ্যা অর্জনকারী ফরেক্সে সফল হতে পারবে না । যদি অল্প জেনে ফরেক্স করে তবে সে কোনো না কোনো সময় তার সব ব্যালেন্স লস করে ফরেক্স থেকে বিদায় হবে । ফরেক্স মার্কেটের আরো অনেক জ্ঞান অর্জন করতে হবে । অামরা অবশ্যই ভালোভাবে ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব

Rion83
2020-04-24, 10:13 AM
ফরেক্স মার্কেটের ক্ষেত্রে এই কথা টি একদমই ঠিক। না জেনে বুজে ট্রেড করলে ফরেক্স এ লস ছাড়া লাভের দেখা পাওয়া যাবে না। তাই ট্রেড শুরু করার আগে আমাদের ট্রেড সংক্রান্ত যাবতীয় খুটিনাটি তত্থের ব্যপারে জানতে হবে। ভালভাবে ফরেক্স মার্কেট নিয়ে আমাদের সময় দিতে হবে,পরাশনা করতে হবে ফরেক্স মার্কেট নিয়ে।

Fardin02
2020-04-24, 10:23 AM
আসলে এই কথাটা ফরেক্স মার্কেট এর বেলায় একশত ভাগ মিলে যায়। আগুন নিয়ে খেলা তারই সাজে যে সব কায়দা কানুন জানে। নতুবা হাত তো পুড়বেই সাথে পৈত্রিক প্রাণটাও যেতে পারে। তাই লাইভ ট্রেড করার আগে নিজের দক্ষতা যাচাই করে নেন আপনি পারবেন কিনা। মাঝপথে বলার কোন মানে হয় না যে ফরেক্স বোগাস, স্বপ্ন বাজি ইত্যাদি ইত্যাদি।

HASIBURRAHMAN
2020-04-24, 12:00 PM
অল্প বিদ্যা ভয়ংকর যদি সে নিজেকে বেশি জ্ঞানী মনে করে। অল্প করে নিজেকে অল্প জ্ঞানী যদি মনে করে আর থাকে তবে শেখার চেষ্টা করে তাহলে সে সফলতার মুখ দেখবে ইনশাআল্লাহ।

shahalertpay
2020-04-24, 01:51 PM
অল্প বিদ্যা ভয়ংকর কথাটা ফরেক্স ট্রেডিংয়ে জন্য অনেক সত্য একটা ব্যাপার। কারন ফরেক্স মার্কেটের সার্বিকভাবে ভালো করতে হলে অনেক জানার প্রয়োজন। কেননা ফরেক্স একটি ব্যবসা এবং এই ব্যবসা ভালোভাবে করতে পারলে সারাজীবনের জন্য উপকার । কিন্তু কেউ যদি অল্প জেনে ফরেক্স করে, তবে যে কোনো সময় তার সব ব্যালেন্স লস করে ফরেক্স থেকে বিদায় হবে। তাই জ্ঞান অর্জন করা বাদে আমরা কোন কাজ করতে যাব না।

Fxxx
2020-04-26, 06:30 PM
অবশ্যই শত ভাগ সত্য কথা৷ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷ফরেক্স ট্রেড হলো নতুন ট্রেডারদের জন্য ১০০ ভাগ ঝুকিঁপূর্ণ ৷যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷যত আয়ত্ত্ব করবেন ততই ঝুকিঁ কমতে থাকবে৷তার জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে

Kane
2020-04-26, 06:58 PM
আমাদের অধিকাংশ এরই একটা সমস্যা হচ্ছে যে আমরা ভাল মত ট্রেড না শিখেই ফরেক্সে আসি। আর যার পরিমান হয় ভয়াবহ। কারণ ভাল মত ট্রেদ না জানলে ফরেক্স মারকেট এ উন্নতি করা সম্ভব না। তাই উন্নতি করতে হলে আগে ভাল মত জানতে হবে ফরেক্স সম্পকে।

Fxhuman
2020-04-27, 02:04 AM
ফরেক্স এর বেলায় একথাটা একদম সত্য। কারন ৯০-৯৫ ভাগ ট্রেডার যারা ফরেক্স থেকে লস করেন বা ফরেক্স বের হয়ে যান তাদের একটাই কারন যে, অল্প জানার পরও বড় বড় ট্রেড করতে চান। ফরেক্স একটি সাধনার বিষয় এখানে আপনার কোন কিছু করতে চাই লং টাইম নিয়ে কাজ করতে হবে এবং জানতে হবে অনেক পরিশ্রম ও অনেক করতে হবে। ফরেক্স অল্প সময়ে ভাল কিছু করা যায় না। সুনিদিষ্ট জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া ভাল কিছু আশা করা যায় না।

KF84
2020-06-12, 01:31 PM
যে সব মানুষ অল্প বিদ্য দ্বারা কাজ করে তারা কখনো কাজে সফলতা পায়না । ধরুন একজন ডাক্তার অল্প বিদ্যা অর্জন না করতেই যেমন একজন রোগিকে অপারেশন করতে পারবে না, ঠিক তেমনি একজন অনভিজ্ঞ ট্রেডার কখনো অর্থ্যাৎ অল্প বিদ্যা অর্জন কারী ফরেক্সে সফল হতে পারবে না । ফরেক্স সফল হতে লাগে অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রম । ফরেক্স একজন ভালো ট্রেডার হতে চাইলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি জানতে হবে এবং সে জন্য ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে ।

rakib.r
2020-06-13, 02:18 PM
অল্প বিদ্যা ভয়ংকর এই কথা টা যেমন সত্য এর বিসৃতি ও তেমন সব জায়গাতেই। এমন কোন জায়গা নেই যেখানে এই কথা টি মানে না বা খাপ খায় না। আমাদের মধ্যেই অনেক ট্রেডার আছে যাদের ট্রেডিং বয়স ১ মাস এ হয় নাই অথচ তারা হাজার হাজার ডলার প্রফিট করে ফেলতেছে খুব জলদি। এমন যে একটা মনোভাব থাকে এটা শুধু নতুনদের মাআঝেই দেখা যায়। কারন তাদের জ্ঞ্যানের পরিধি ই থাকে সামান্য

konok
2020-06-30, 11:18 PM
ফরেক্স এর ক্ষেত্রেও একই কথা সমানভাবে প্রযোজ্য । অল্প বিদ্যা কখনো মানুষকে পরিপূর্ণ জ্ঞান দিতে পারেনা । যে সব মানুষ অল্প বিদ্য দ্বারা কাজ করে তারা কখনো কাজে সফলতা পায়না । ধরুন একজন ডাক্তার অল্প বিদ্যা অর্জন না করতেই যেমন একজন রোগিকে অপারেশন করতে পারবে না , ঠিক তেমনি একজন অনভিজ্ঞ ট্রেডার কখনো অর্থ্যাৎ অল্প বিদ্যা অর্জন কারী ফরেক্সে সফল হতে পারবে না। ফরেক্স সফল হতে লাগে অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রম। কেউ যদি অল্প জেনে ফরেক্স করে তবে সে কোনো না কোনো সময় তার সব ব্যালেন্স লস করে ফরেক্স থেকে বিদায় হবে।

muslima
2020-07-01, 01:22 AM
এ ধরনের বোকামী থেকে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে । আগে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন এরপর আপনি ফরেক্সে অর্জন করতে পারবেন । কেননা অল্প বিদ্যা আসলেই অনেক ভয়ংকরী । যে মানুষ কিছু শিখতে চায় বুঝতে চায় তাকে বুঝানো যাবে শিখানো যাবে কিন্তু যে বুঝতে চাবে না শিখতে চাবে না তাকে শিখানো যাবে না। কারন সে নিজেই তো সব পারে, সে সব শিখে ফেলছে কয়েক দিনেই। ডেমো ট্রেডে ৭০% ট্রেডেই প্রফিট করে ফেলছে।

IFXmehedi
2020-07-01, 01:35 AM
গুনীজনেরা বলে থাকেন কিংবা আমরা ছোটবেলায় বইয়ে পড়ে আসছি অল্প বিদ্যা ভয়ংকরী। এ কথাটা ফরেক্স এর বেলায় কতটুুকু সত্য?

অবশ্যই ভাই অল্পবিদ্যা শুধু ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ভয়ংকরই নয় যেকোনো কাজের ক্ষেত্রে অল্প বিদ্যা ভয়ংকরী । আর এর কুফল সম্পর্কে আমরা প্রায় সবাই জানি । তাই আমি মনে করি টুকটাক ফরেক্স ট্রেডিং শিখুন ফরেক্স মার্কেট থেকে অতিরিক্ত অর্থ উপার্জনের আশা না করাই ভালো । মনে রাখবেন ফরেক্স মার্কেট টাকা বানানোর মেশিন নয় যে আপনি এখান থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করবেন কোনো রকম কোনো ট্রেডিং জ্ঞান ছাড়াই । এই মার্কেট থেকে আপনি যদি অর্থ উপার্জন করতে চান তাহলে আপনাকে ফরেক্স ট্রেডিং শেখার প্রতি কঠোরভাবে মনোনিবেশ করতে হবে ।

milu
2020-09-01, 12:47 AM
অল্প বিদ্য অবশ্যই অনেক বেশি ভয়ংকর । কেননা অল্প জান্তা লোকেরা খুব ভাল কিছু করতে পারে না । তারা অল্প শিখেই মনে করে যে আমি অনেক কিছু শিখে ফেলছি । তাই আমাদের মনে রাখতে হবে যে ফরেক্স এর ক্ষেত্রে অল্প বিদ্য দিয়ে খুব বেশি দুর এগুনো যাবে না । আগে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন এরপর আপনি ফরেক্সে অর্জন করতে পারবেন । কেননা অল্প বিদ্যা আসলেই অনেক ভয়ংকরী । সুতরাং আামাদেরকে সবকিছু সুন্দরভাবে বিবেচনা করে এখানে অবস্থান করতে হবে ।

jimislam
2020-09-01, 10:07 AM
আসলে যে বুঝতে চায় তাকে বুঝানো যায় কিন্তু যে বুঝতে চায় না তাকে বুঝানো যায় না । এই ব্যাপার টাও অনেক টাই সেইম। যে মানুষ কিছু শিখতে চায় বুঝতে চায় তাকে বুঝানো যাবে শিখানো যাবে কিন্তু যে বুঝতে চাবে না শিখতে চাবে না তাকে শিখানো যাবে না। যে বুঝতে চাবে না শিখতে চাবে না তাকে শিখানো যাবে না। কারন সে নিজেই তো সব পারে, সে সব শিখে ফেলছে কয়েক দিনেই। ডেমো ট্রেডে ৭০% ট্রেডেই প্রফিট করে ফেলছে।

EmonFX
2020-09-01, 12:30 PM
গুনীজনেরা বলে থাকেন কিংবা আমরা ছোটবেলায় বইয়ে পড়ে আসছি অল্প বিদ্যা ভয়ংকরী। এ কথাটা ফরেক্স এর বেলায় কতটুুকু সত্য?

ফরেক্স মার্কেটে এই কথাটা পুরোপুরি সত্য। কেউ যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে *পুর্ন ধারনা না নিয়েই ট্রেড করতে চলে আসে নিশ্চৎ ভাবেই সে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। ট্রেডারদের একটা বড় অংশই অল্প জ্ঞান নিয়েই ট্রেড করতে শুরু করে দেয়, যার কারনে লস করে মার্কেট আউট হয়ে যায়। অল্প বিদ্যা নিয়ে ফরেক্স দূরে থাকুক, কোন ক্ষেত্রেই সফলতা অর্জন করা যায় না। আগে আপনাকে মার্কেট সেন্টিমেন্ট বুঝতে হবে। মার্কেট এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে পুর্ন জ্ঞান অর্জন করতে হবে। ডেমো প্রাকটিস করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে, তারপরে ট্রেড শুরু করতে হবে। সর্বপরি ফরেক্সে একজন দ্ক্ষ ট্রেডার হতে হলে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, প্রচুর স্টাডি করতে হবে।

samun
2020-09-01, 01:12 PM
আমার মতে, অল্প বিদ্যা ভয়ংকর এটা শুধু ফরেক্সের জন্য না সব জায়গাতেই এই জিনিস টা কাজে দেয়। ফরেক্সের ক্ষেত্রে এইটা আরো অনেক বেশি কাজে লাগে। ফরেক্সে যদি আপনার জ্ঞ্যান কম থাকে তাহলে আপনার জন্য পদে পদে বিপদ আছে। আপনি কোন কিছু বুঝা ছাড়াই একটা ট্রেড নয়ে নিবেন আর সেটায় লস হয়ে আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবার সম্ভবনা অনেক বেশি থেকে যায়। তাই যদি শিখতে হয় তবে শেখার মতো শিখতে হবে।

sss21
2020-11-12, 05:11 PM
অল্প বিদ্যা অর্জনকারী ফরেক্সে সফল হতে পারবে না । যদি অল্প জেনে ফরেক্স করে তবে সে কোনো না কোনো সময় তার সব ব্যালেন্স লস করে ফরেক্স থেকে বিদায় হবে । ফরেক্স মার্কেটের আরো অনেক জ্ঞান অর্জন করতে হবে । অামরা অবশ্যই ভালোভাবে ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

Sid
2020-11-22, 06:23 PM
অল্প বিদ্যা ভয়ংকরই নয় ফরেক্স মার্কেটে অল্প বিদ্যা ভয়াবহ ভয়ংকর । আপনি টেনলাইন, ফিবো , চেনেল, ইত্যাদি শিখেই যদি ভাবেন আপনি সব শিখে ফেলেছেন । তাহলে আমি বলবো ষম্ভবতো আপনি ভয়াবহ রকমের বিপদে পড়তে যাচ্ছেন । আপনাকে ফরেক্স মার্কেটের আরো অনেক লজিক জানতে হবে । অথাৎ আপনাকে হতে হবে ডায়নামিত একজন পারসন ।

FRK75
2020-11-22, 10:28 PM
অল্প বিদ্যা ভয়ংকর মুলত এটি একটি প্রবাদ আর এই প্রবাদটা অনেকের সাথেই মিলে যায়। আর ফরেক্স মার্কেটে তো অহরহ আছে এরকম কারন এখানে অল্প কিছুদিন ট্রেড করেই অনেকে নিজেকে একজন অভিজ্ঞ ট্রেডার মনে করে ফেলে যার ফলশ্রুতিতে মার্কেট থেকে শুধু লস নিয়েই পড়ে থাকে।সঠিকভাবে শিক্ষা গ্রহন করতে তা যেকোন কাজই হোক না কেন। নিজের সেফটির জন্যই সবসময় যেকোন কাজে মনোযোগী হয়ে শেখা উচিত তাহলে সে কাজটা দিয়ে ভালো ফল আশা করা যাবে

Starship
2020-11-22, 10:48 PM
অল্প বিদ্যা ফরেক্স মার্কেটের জন্য একটি ভয়ংকর বিষয়। ফরেক্সে আমরা বেশিরভাগ সময় লেস করে থাকি তার অন্যতম কারণ হলো অল্প বিদ্যা অর্জন করে তা প্রয়োগ করার জন্য। ফরেক্স এমন একটি বিষয় যেখানে পরিপূর্ণ জ্ঞান অর্জন হলে প্রফিট করা সম্ভব নয়। প্রফিট করতে হলে ফরেক্স বিষয়ে পর্যাপ্ত জ্ঞান লাভ করতে হবে। শুধু ফরেক্স এর ক্ষেত্রে নয় আমাদের বাস্তব জীবনেও অল্পবিদ্যা একটি ভয়ঙ্কর রূপ। তাই অল্প বিদ্যায় জ্ঞান অর্জনের চেয়ে আমাদের পরিপূর্ণ জ্ঞান অর্জন করাটাই মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত।

zakia
2020-11-24, 03:27 PM
ফরেক্স মার্কেট নিয়ে ভাল করে ফরেক্স শিক্ষা না নিয়ে যদি কেউ অল্প ফরেক্স শিক্ষা নেয় তাহলে যদি বলে যে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানে তার কাছে থেকে ফরেক্স শিক্ষা অর্জন করা যাবেনা,তাই বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্কর,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করতে হলে ফরেক্স শিক্ষা ভাল করে নিতে হবে। যারা অল্প শিখে বা কোন কিছু না শিখেই নিজেকে মহা পন্ডিত মনে করে । তারা মনে করে তারা এমনি এমনি ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি পরিমানে আয় করতে পারবে । কিন্তু বাস্তবতা অনেক আলাদা । তারা হয়ত আন্তাজে ঢিল মেরে কিছুটা লাভবাান হতে পারে কিন্তু লং টার্মে কেউই মার্কেট এ টিকে থাকতে পারবে না এটা নিশ্চিত ।

Smd
2020-11-24, 03:50 PM
ফরেক্স মার্কেট এর বেলায় একশত ভাগ মিলে যায়। আগুন নিয়ে খেলা তারই সাজে যে সব কায়দা কানুন জানে। নতুবা হাত তো পুড়বেই সাথে পৈত্রিক প্রাণটাও যেতে পারে। তাই লাইভ ট্রেড করার আগে নিজের দক্ষতা যাচাই করে নেন আপনি পারবেন কিনা। কেননা ফরেক্স সারাজীবনের ব্যবসা এবং এই ব্যবসা ভালোভাবে পারলে সারাজীবনের জন্য উপকার হয়। কিন্তু কেউ যদি অল্প জেনে ফরেক্স করে তবে সে কোনো না কোনো সময় তার সব ব্যালেন্স লস করে।

Md.shohag
2020-11-29, 05:19 PM
ফরেক্স এর ক্ষেত্রেও একই কথা সমানভাবে প্রযোজ্য । অল্প বিদ্যা কখনো মানুষকে পরিপূর্ণ জ্ঞান দিতে পারেনা । যে সব মানুষ অল্প বিদ্য দ্বারা কাজ করে তারা কখনো কাজে সফলতা পায়না । ধরুন একজন ডাক্তার অল্প বিদ্যা অর্জন না করতেই যেমন একজন রোগিকে অপারেশন করতে পারবে না , ঠিক তেমনি একজন অনভিজ্ঞ ট্রেডার কখনো অর্থ্যাৎ অল্প বিদ্যা অর্জন কারী ফরেক্সে সফল হতে পারবে না । ফরেক্স সফল হতে লাগে অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রম । ফরেক্স একজন ভালো ট্রেডার হতে চাইলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি জানতে হবে এবং সে জন্য ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে ।

Smd
2020-11-29, 05:48 PM
ফরেক্স মার্কেটে অল্প বিদ্যা ভয়াবহ ভয়ংকর । আপনি টেনলাইন, ফিবো , চেনেল, ইত্যাদি শিখেই যদি ভাবেন আপনি সব শিখে ফেলেছেন । তাহলে আমি বলবো ষম্ভবতো আপনি ভয়াবহ রকমের বিপদে পড়তে যাচ্ছেন । তাহলে আমি বলবো ষম্ভবতো আপনি ভয়াবহ রকমের বিপদে পড়তে যাচ্ছেন । আপনাকে ফরেক্স মার্কেটের আরো অনেক লজিক জানতে হবে ।

OLIYOURRAHMAN2021
2020-11-29, 05:51 PM
অল্প বিদ্যা ভয়ংকর এই বিষয়টি ফরেক্স মার্কেটে ফরেক্স 100 ভাগ প্রয়োগ হয়েছে। ফরেক্স মার্কেটের যে যত অভিজ্ঞতা অর্জন করতে পারবে সে তত লাভবান হতে পারবে। একজন ফরেক্স ট্রেডারের উচিত ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করার পূর্বে অবশ্যই ডেমো অ্যাকাউন্ট এ প্র্যাকটিস করে তারপর ফরেক্স মার্কেটে যোগদান করা আর না হয় ফরেক্স মার্কেট তাকে অনেক কিছু শিখাবে। এমনকি কিভাবে একাউন্ট জিরো করতে হয় তাও শিখতে পারবে। আমি মনে করি একজন ট্রেডার তারে একাউন্ট জিরো করার হাত থেকে বিরত থেকে শুরুতে ফরেক্স মার্কেটের ট্রেডিং সম্পর্কে ভালো ধারনা নিয়ে তারপর ফরেক্স ট্রেডিং করা। তাহলেই সফল পাওয়া সম্ভব।

FRK75
2021-06-24, 07:12 PM
অল্প জান্তা লোকেরা খুব ভাল কিছু করতে পারে না । তারা অল্প শিখেই মনে করে যে আমি অনেক কিছু শিখে ফেলছি । তাই আমাদের মনে রাখতে হবে যে ফরেক্স এর ক্ষেত্রে অল্প বিদ্য দিয়ে খুব বেশি দুর এগুনো যাবে না । কেননা খুব বেশি দুর যেতে হলে আমাদেরকে অবশ্যেই জ্ঞান বৃদ্ধির প্রচেষ্টা অব্যহত রাখতে হবে । এত করে আমরা লাভবান হতে পারব ।তাই নিজেকে দক্ষ করার জন্য দীর্ঘদিন ধরে ডেমো ট্রেডিং করুন এবং পাশাপাশি ফরেক্স ট্রেডিং এর উপর শিক্ষামূলক কিছু ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের পোস্টগুলো ভালো করে অনুসরণ করুন। এভাবে নিজেকে দক্ষ করুন তারপর ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেড করুন।

Mas26
2021-06-24, 09:21 PM
আসলে এই কথাটা ফরেক্স মার্কেট এর বেলায় একশত ভাগ মিলে যায়। আগুন নিয়ে খেলা তারই সাজে যে সব কায়দা কানুন জানে। নতুবা হাত তো পুড়বেই সাথে পৈত্রিক প্রাণটাও যেতে পারে। তাই লাইভ ট্রেড করার আগে নিজের দক্ষতা যাচাই করে নেন আপনি পারবেন কিনা। মাঝপথে বলার কোন মানে হয় না যে ফরেক্স বোগাস, স্বপ্ন বাজি ইত্যাদি ইত্যাদি।আসলে নতুনদের জন্য ফরেক্সে প্রতিষ্টিত হওয়া অনেক বেশি পরিমাণে চ্যালেন্জং। আসলে ফক্সে হলো এমন একটা ব্যবসা যেখানে আমরা যদি প্রতিষ্টিত হতে পারি তবে অবশ্যই অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারব।ফরেক্স এমন একটি বিনিয়োগ মাধ্যম যেখানে যেকেউ বিনিয়োগ করতে পারে কিন্তু টিকে থাকতে ও মুনাফা অর্জন করতে পারে শুধু যারা ফরেক্সকে ভালো ভাবে জানে ও বুজে । ফরেক্সে টিকে থাকতে হলে অবশ্যই ফরেক্স শিখতে হবে।ফরেক্স একজন নতুন ট্রেডার আগমন ও তার ভালো ট্রেডারে পরিণত হওয়া পর্যন্ত অনেক বেশি পরিমাণে পরিশ্রম ও ধৈর্য্যর প্রযোজন হয়। যে যত বেশি লেগে থাকতে পারবে সে তত বেশি সফলতা লাভ করতে পারবে।

Smd
2021-09-24, 10:21 PM
আমাদের ধৈর্য যে এত কম থাকে, আমরা কেউ ই বেশিদিন ডেমো ট্রেডিং এর সাথে জড়িত থাকতে চাই না, কোনো রকম কয়েকদিন গেলেই হলো, যত তারাতারি পারা যায় আমরা রিয়েল ট্রেডিং এ চলে আশি, এবং এত অল্প বিদ্যা নিয়ে ট্রেডিং সুরু করতে গিয়ে গড়ে উঠে সকল সমসা। ফরেক্স এমন একটা মার্কেট যেখানে অনেক অভিজ্ঞ ট্রেডার ও লস করে থাকে অথচ আমরা নতুন হয়েই চাই মাসে ১০০% লাভ করতে। ডেমো ও করতে চাই না আমরা কারন ডেমোতে যদি দুই ডলার লাভ হয় সেটা তো উঠানো যাবে না ।

Mas26
2021-09-24, 11:51 PM
আমাদের অধিকাংশ এরই একটা সমস্যা হচ্ছে যে আমরা ভাল মত ট্রেড না শিখেই ফরেক্সে আসি। সব মানুষ অল্প বিদ্য দ্বারা কাজ করে তারা কখনো কাজে সফলতা পায়না । ধরুন একজন ডাক্তার অল্প বিদ্যা অর্জন না করতেই যেমন একজন রোগিকে অপারেশন করতে পারবে না , ঠিক তেমনি একজন অনভিজ্ঞ ট্রেডার কখনো অর্থ্যাৎ অল্প বিদ্যা অর্জন কারী ফরেক্সে সফল হতে পারবে না।ফরেক্স সফল হতে লাগে অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রম।আর যার পরিমান হয় ভয়াবহ। কারণ ভাল মত ট্রেড না জানলে ফরেক্স মারকেট এ উন্নতি করা সম্ভব না। তাই উন্নতি করতে হলে আগে ভাল মত জানতে হবে ফরেক্স সম্পকে। লাইভ ট্রেড করার আগে নিজের দক্ষতা যাচাই করে নেন আপনি পারবেন কিনা।

sss21
2021-10-23, 03:06 PM
আমাদের মধ্যে অনেকেই আছে । যারা অল্প শিখে বা কোন কিছু না শিখেই নিজেকে মহা পন্ডিত মনে করে । তারা মনে করে তারা এমনি এমনি ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি পরিমানে আয় করতে পারবে । কিন্তু বাস্তবতা অনেক আলাদা । তারা হয়ত আন্তাজে ঢিল মেরে কিছুটা লাভবাান হতে পারে কিন্তু লং টার্মে কেউই মার্কেট এ টিকে থাকতে পারবে না এটা নিশ্চিত ।

Smd
2022-01-24, 08:11 AM
অল্প জেনে ফরেক্স করে তবে সে কোনো না কোনো সময় তার সব ব্যালেন্স লস করে ফরেক্স থেকে বিদায় হবে । ফরেক্স মার্কেটের আরো অনেক জ্ঞান অর্জন করতে হবে । রিক্স ব্যাবসা তাই ফরেক্স বিজনেস করতে গেলে আমাদের ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান বা ধারণা থাকতে হবে, আর অল্প বিদ্দা নিয়ে ফরেক্সে ব্যাবসা করতে আসা বিপদ জনক, এজন্য আমাদের উচিৎ আমরা ডেমো ট্রেডিং প্রাকটিস বেশি করে করবো l পর্যাপ্ত জ্ঞান আর অভিজ্ঞতা না থাকলে কখনোই ফরেক্স মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন না। ভালো কিছু করার জন্য আপনাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে।

Smd
2022-01-24, 08:13 AM
আমরা যারা ফরেক্স মার্কেটে একধম নতুন তারা মনে করি যে ফরেক্স মার্কেট থেকে লাভ করা খুবই সহজ। ফরেক্স এর সম্পর্কে কম যেনে বা কম শিখে ট্রেড এ আসা খুবই বিপদজ্জনক । ফরেক্স কোর্স ভালভাবে সম্পূর্ণ শেষ করে তবেই ফরেক্স ট্রেডে আসা বাঞ্ছনীয় । ফরেক্সে মার্কেটে ভালো সাফল্য পেতে হলে অবশ্যই ফরেক্স ট্রেড সম্পর্কে ভালভাবে জানতে হবে । অভিজ্ঞ ট্রেডার হতে হলে ফরেক্সে সম্পর্কে কম জানলে হবে না । অল্প বিদ্য দ্বারা সে যে কোন সময় বিপদ নিয়ে আসতে পারে ।

samun
2022-04-18, 02:41 PM
অল্প বিদ্যা ভয়ংকর এটা শুধু ফরেক্সের জন্য না সব জায়গাতেই এই জিনিস টা কাজে দেয়। ফরেক্সের ক্ষেত্রে এইটা আরো অনেক বেশি কাজে লাগে। ফরেক্সে যদি আপনার জ্ঞ্যান কম থাকে তাহলে আপনার জন্য পদে পদে বিপদ আছে। আপনি কোন কিছু বুঝা ছাড়াই একটা ট্রেড নয়ে নিবেন আর সেটায় লস হয়ে আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবার সম্ভবনা অনেক বেশি থেকে যায়। প্রফিট করতে হলে ফরেক্স বিষয়ে পর্যাপ্ত জ্ঞান লাভ করতে হবে। শুধু ফরেক্স এর ক্ষেত্রে নয় আমাদের বাস্তব জীবনেও অল্পবিদ্যা একটি ভয়ঙ্কর রূপ। তাই অল্প বিদ্যায় জ্ঞান অর্জনের চেয়ে আমাদের পরিপূর্ণ জ্ঞান অর্জন করাটাই মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। ফরেক্স মার্কেটের আরো অনেক জ্ঞান অর্জন করতে হবে । অামরা অবশ্যই ভালোভাবে ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

FRK75
2023-01-09, 04:06 PM
ফরেক্স মার্কেট এর বেলায় একশত ভাগ মিলে যায়। আগুন নিয়ে খেলা তারই সাজে যে সব কায়দা কানুন জানে। নতুবা হাত তো পুড়বেই সাথে পৈত্রিক প্রাণটাও যেতে পারে। তাই লাইভ ট্রেড করার আগে নিজের দক্ষতা যাচাই করে নেন আপনি পারবেন কিনা। মাঝপথে বলার কোন মানে হয় না যে ফরেক্স বোগাস, স্বপ্ন বাজি ইত্যাদি ইত্যাদি।যে সব মানুষ অল্প বিদ্য দ্বারা কাজ করে তারা কখনো কাজে সফলতা পায়না । ধরুন একজন ডাক্তার অল্প বিদ্যা অর্জন না করতেই যেমন একজন রোগিকে অপারেশন করতে পারবে না , ঠিক তেমনি একজন অনভিজ্ঞ ট্রেডার কখনো অর্থ্যাৎ অল্প বিদ্যা অর্জন কারী ফরেক্সে সফল হতে পারবে না । ফরেক্স সফল হতে লাগে অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রম । ফরেক্স একজন ভালো ট্রেডার হতে চাইলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি জানতে হবে এবং সে জন্য ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে ।ফরেক্স মার্কেটের ক্ষেত্রে এই কথা টি একদমই ঠিক। না জেনে বুজে ট্রেড করলে ফরেক্স এ লস ছাড়া লাভের দেখা পাওয়া যাবে না। তাই ট্রেড শুরু করার আগে আমাদের ট্রেড সংক্রান্ত যাবতীয় খুটিনাটি তত্থের ব্যপারে জানতে হবে। ভালভাবে ফরেক্স মার্কেট নিয়ে আমাদের সময় দিতে হবে,পরাশনা করতে হবে ফরেক্স মার্কেট নিয়ে।অল্প বিদ্যা অর্জনকারী ফরেক্সে সফল হতে পারবে না । যদি অল্প জেনে ফরেক্স করে তবে সে কোনো না কোনো সময় তার সব ব্যালেন্স লস করে ফরেক্স থেকে বিদায় হবে । ফরেক্স মার্কেটের আরো অনেক জ্ঞান অর্জন করতে হবে । অামরা অবশ্যই ভালোভাবে ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব

Mas26
2023-01-09, 05:29 PM
এই কথাটি সাথে আমি মনে করি সবাই পরিচিত। আমরা যারা ফরেক্স মার্কেটে একধম নতুন তারা মনে করি যে ফরেক্স মার্কেট থেকে লাভ করা খুবই সহজ। কিন্তু ফরেক্স মার্কেটে ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা যে কত কঠিন তা তারাই বলতে পারবে।আমাদের অধিকাংশ এরই একটা সমস্যা হচ্ছে যে আমরা ভাল মত ট্রেড না শিখেই ফরেক্সে আসি। আর যার পরিমান হয় ভয়াবহ। কারণ ভাল মত ট্রেদ না জানলে ফরেক্স মারকেট এ উন্নতি করা সম্ভব না। তাই উন্নতি করতে হলে আগে ভাল মত জানতে হবে ফরেক্স সম্পকে।অল্প বিদ্যা ভয়ংকর কথাটি সম্পূর্ণ সত্য ফরেক্স এর সম্পর্কে কম যেনে বা কম শিখে ট্রেড এ আসা খুবই বিপদজ্জনক।ফরেক্স কোর্স ভালভাবে সম্পূর্ণ শেষ করে তবেই ফরেক্স ট্রেডে আসা বাঞ্ছনীয়।ফরেক্সে মার্কেটে ভালো সাফল্য পেতে হলে অবশ্যই ফরেক্স ট্রেড সম্পর্কে ভালভাবে জানতে হবে।অভিজ্ঞ ট্রেডার হতে হলে ফরেক্সে সম্পর্কে কম জানলে হবে না।কারন ফরেক্স ট্রেড করার প্রথম ধাপে আপনি ফরেক্সের সম্পর্কে জানতে হবে আর দ্বিতীয় ধাপে আপনাকে দীর্ঘ ধৈর্য নিয়ে ট্রেড করার মানসীকতা রাখতে হবে।

FRK75
2023-05-26, 01:56 PM
ফরেক্স এর ক্ষেত্রেও একই কথা সমানভাবে প্রযোজ্য । অল্প বিদ্যা কখনো মানুষকে পরিপূর্ণ জ্ঞান দিতে পারেনা । যে সব মানুষ অল্প বিদ্য দ্বারা কাজ করে তারা কখনো কাজে সফলতা পায়না । ধরুন একজন ডাক্তার অল্প বিদ্যা অর্জন না করতেই যেমন একজন রোগিকে অপারেশন করতে পারবে না , ঠিক তেমনি একজন অনভিজ্ঞ ট্রেডার কখনো অর্থ্যাৎ অল্প বিদ্যা অর্জন কারী ফরেক্সে সফল হতে পারবে না । ফরেক্স সফল হতে লাগে অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রম । ফরেক্স একজন ভালো ট্রেডার হতে চাইলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি জানতে হবে এবং সে জন্য ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে ।অল্প বিদ্যা অর্জনকারী ফরেক্সে সফল হতে পারবে না । যদি অল্প জেনে ফরেক্স করে তবে সে কোনো না কোনো সময় তার সব ব্যালেন্স লস করে ফরেক্স থেকে বিদায় হবে । ফরেক্স মার্কেটের আরো অনেক জ্ঞান অর্জন করতে হবে । অামরা অবশ্যই ভালোভাবে ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব

Mas26
2023-05-26, 03:22 PM
ফরেক্স এর ক্ষেত্রেও একই কথা সমানভাবে প্রযোজ্য । অল্প বিদ্যা কখনো মানুষকে পরিপূর্ণ জ্ঞান দিতে পারেনা । যে সব মানুষ অল্প বিদ্য দ্বারা কাজ করে তারা কখনো কাজে সফলতা পায়না । ধরুন একজন ডাক্তার অল্প বিদ্যা অর্জন না করতেই যেমন একজন রোগিকে অপারেশন করতে পারবে না , ঠিক তেমনি একজন অনভিজ্ঞ ট্রেডার কখনো অর্থ্যাৎ অল্প বিদ্যা অর্জন কারী ফরেক্সে সফল হতে পারবে না । ফরেক্স সফল হতে লাগে অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রম । ফরেক্স একজন ভালো ট্রেডার হতে চাইলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি জানতে হবে এবং সে জন্য ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে ।

SHARIFfx
2023-05-26, 10:27 PM
ফরেক্সে বেশিরভাগ মানুষ লস করার প্রধান কারন হচ্ছে না বুজে ট্রেড পরিচালনা করা। দেখুন অল্প ড্রাইভিং শিখে গাড়ি চালাতে গেলে অনেক মানুষের জীবন নষ্ট হবে। তাই আগে প্রয়োজন দক্ষতা অর্জন করা। ভালো করে মারকেটের এনালাইসিস বুঝা তার পরে ট্রেড শুরু করুন।

IFXmehedi
2023-05-26, 11:10 PM
গুনীজনেরা বলে থাকেন কিংবা আমরা ছোটবেলায় বইয়ে পড়ে আসছি অল্প বিদ্যা ভয়ংকরী। এ কথাটা ফরেক্স এর বেলায় কতটুুকু সত্য?

অল্প বিদ্যা ভয়ংকর এটা একটি খুবই চিরাচরিত সত্য কথা । তাই আমি আপনার কথার সাথে একমত । অনেক নতুন ট্রেডার আছে যারা একটু ফরেক্স ট্রেডিং সম্পর্কে জেনেই মনে করে ফরেক্স ট্রেডিং খুব সহজ বিষয় এবং সে সেখান থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে নিজেকে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারবে কিন্তু বিষয়টা আসলে অতটা সহজ নয় । আমাদের উচিত ধৈর্য ধরে ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে একজন অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলে তবেই ফরেক্স এ নিজের ক্যারিয়ার গড়ার কথা চিন্তা করা ।

Ajifakhan18
2024-11-25, 08:52 PM
"অল্প বিদ্যা ভয়ংকর" একটি প্রচলিত বাংলা প্রবাদ, যা বোঝায় যে, কম জ্ঞান থাকা ব্যক্তি নিজের অজান্তেই অনেক ভুল করে এবং পরিণামে ক্ষতির সম্মুখীন হতে পারে। এমন ব্যক্তি ভাবতে পারেন যে, তারা অনেক জানেন, কিন্তু আসলে তাদের জ্ঞানের গভীরতা কম। এই কারণে তারা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বা অকারণে অন্যদের পরামর্শ দিতে পারে। যে জ্ঞান মানুষের মধ্যে সতর্কতা এবং উপলব্ধি আনে, তা না থাকলে, ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। তাই এই প্রবাদ আমাদের শেখায় যে, সঠিক ও পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা উচিত, তাতে কোনো ক্ষতি নয়।