PDA

View Full Version : ডে ট্রেডার না সুইং ট্রেডার?



anwarForex
2015-09-02, 07:30 PM
কোনটি ভাল-ডে ট্রেডার না সুইং ট্রেডার? অনুগ্রহ করে অভিজ্ঞজন যুক্তি সহ মতামত দিন।

maziz6989
2015-09-06, 09:17 AM
আসলে ডে ট্রেডিং হল যারা তাদের ট্রেড দিনের মধ্যে ক্লোজ করে দেন। আর সুয়িং ট্রেডার হল লং টার্ম ট্রেডার। তারা সুইং হাই থেকে সুইং লো ধরে ট্রেড করে। সুইং ট্রেড করতে হলে আপনাকে একাউন্ট ব্যালান্স বেশি হতে হয়। ডে ট্রেডিং ক্লোজ করে দেওয়া হয় পজিশান যেখানেই থাক না কেন। ডে ট্রেডাররা মুলত শর্ট টার্ম ও মিড টার্ম।

FxAhsan
2015-09-06, 06:33 PM
সুইং ট্রেডিং এ সাধারণত ডে,উইক এবং মান্থলি টাইমফ্রেম ফলো করা হয়,এখানে ব্যালান্স বেশি লাগলেও লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।কিন্তু ডে ট্রেডিং যেহেতু কম সময়ের জন্য ওপেন করা হয় এখানে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।এই ধরনের ট্রেডিং কে স্ক্যাল্পিং ও বলা হয়ে থাকে(এর পিরিয়ড ১মিনিট টাইমফ্রেম থেকে ৩০ মিনিটের টাইমফ্রেম পর্যন্ত হয়ে থাকে)।

fxover
2015-09-15, 05:22 AM
কোনটি ভাল-ডে ট্রেডার না সুইং ট্রেডার? অনুগ্রহ করে অভিজ্ঞজন যুক্তি সহ মতামত দিন।

ডে ট্রেডিং বা সুইং ট্রেডিং কোনটিই খারাপ নয় । আপনি যদি ডে ট্রেডিং করে থাকেন তাহলে আপনি চাইবেন দিনে দিনে আপনার ট্রেড ক্লোজ করে দিতে । আর আপনি যদি একজন সুইং ট্রেডার খয়ে থাকেন তাহলে আপনার উদ্দেশ্য হবে এক সাপোর্ট এ ট্রেড ওপেন করে পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত অপেক্ষা করা বা এক রেজিস্ট্যান্স এ ট্রেড ওপেন করে পরবর্তী সাপোর্ট পর্যন্ত অপেক্ষা করা । সেটা হতে যত স্ময়ই লাগুক না কেন ।

onlyfx
2015-10-22, 07:41 PM
আমরা যারা ফরেক্স ট্রেডার ত্রা সাধারনত দুই ধরনের ট্রেড করি থাকি । ডে ট্রেড হচ্ছে সেই সব ট্রেড যেগুল আমরা সেই দিনের মধ্যে ক্লোজ করে দেই যদি প্রফিট থাকে । আর আমরা যখন কোন ট্রেড করে ১ দিনের বেশি রেখে দেয় অর্থাত লং টাইমের জন্য ট্রেড করি তখন তাকে সুয়ং ট্রেড বলে । সুয়িং ট্রেড করতে হলে অব্যশ্যই আপনার একাউন্ট ব্যালেন্স অনেক বেশি হতে হবে নাহলে দেখা যাবে কোন সময় মার্কেট বেশি মুভ করলে আপনার একাউন্ট জিরো হয়ে যাবে ।

Fxaziz
2015-10-30, 11:34 PM
ডে ট্রেড মুলত দিনের মধ্যে বন্দ করে দেওয়া হয়। ডে ট্রেড আর রা মূলত শর্ট টাইম এবং মিড টাইম ট্রেড আর। ব্যাল্যান্স এর অবস্তা যে খানে থাকুক না কেন এরা দিনের মধ্যে বন্দ করে দিভে এটা মোটামুটি নিশ্চিত। সুইং ট্রেড আর রা মূলত অনেক সময় ধরে যারা ট্রেড করে তাদের কে বলা হয়। সুইং ট্রেড আর রা কাজ করার সময় অনেক সময় ধরে কাজ করে । সুইং ট্রেড এ কাজ করতে হলে আপনার আকাউন্ত অবশ্যই বেশি হতে হবে। ধন্যবাদ।

Furkan
2015-11-14, 02:18 AM
ডে ট্রেডার বলা হয় সাধারণত যে ট্রেড গুলো একদিনের মধ্যে ক্লোজ করে দেওয়া হয় তাকে ডে ট্রেডার বলা হয়। সইং ট্রেডার হলো সাধারণত যে ট্রেড গুলো এক সাপ্তাহ থেকে এক মাস পরে ক্লোজ করা হয় তাকে সুইং ট্রেডার বলা হয়। ডে ট্রেডার এর চেয়ে সুইং ট্রেড ভাল। ডে ট্রেড এ লচের সম্ভবনা বেশি। সুইং ট্রেড এ লাভের হার বেশি টাই।

hasan019
2015-11-14, 11:20 AM
আমার মতে ডে ট্রেডিং বা সুইং ট্রেডিং দুইটাই ভাল। কোন ট্রেড যদি ১ দিনের বেশি রেখে দেওয়া হয় তখন তাকে সুয়ং ট্রেড বলে। এখানে আপনার ব্যালেন্স বেশি হতে হবে অথবা লট সাইজ কম হতে হবে। যদি আপনি ট্রেড দিনের মধ্যে ক্লোজ করে দেন তাহলে তাকে ডে ট্রেড বলে।

sayem11
2015-11-24, 08:21 AM
আমি সহজ কথায় মনে করি যদি আপনি একজন ভালো ট্রেডার হতে পারেন, তাহলে আপনি দুটো ট্রেডই ভালো করতে পারবেন । আপনার যদি ব্যালেন্স বেশি থাকে তাহলে আপনি লং টাইম ট্রেড করা ভালো, আর যদি ব্যালেন্স কম থাকে এবং হাতে সময় থকে তাহলে ডে ট্রেড/স্ক্যাল্পিং করাটাই ভালো ।

basaki
2016-03-26, 09:20 PM
ফরেক্স মার্কেটে অনেক অনেক ভাবে ট্রেড করে থাকে আর আমি মনে করি আমরা যদি ডে ট্রেডিং করে ভাল করতে পারি তবে আশা করি আমরা অনেক ভাল কিছু করতে পারব আর সুইং ট্রেডিং হচ্ছে লং ট্রেডার যারা অনেক সময় ধরে ট্রেড করে তাদেরকে সুইং ট্রেডার বলা হয়ে থাকে আর এটাই ভাল।

yasir arafat
2016-04-07, 12:00 AM
অনেকে আবার বাত্*সরিক ট্রেড করে থাকে।এদের ফরেক্স মার্কেটে বড় ধরণের ডিপোজিট থাকে।আর এরাই বেশির ভাগ ক্ষেত্রে প্রফিট করতে দেখা যায়।আবার ডে ট্রেডিং কিন্তু লাভজনক।আমার মতে পিভট পয়েন্টের উপর নির্ভর করে ডে ট্রেডিং করা অনেক ভাল।এতে রিস্কও কম থাকে আর লাভ লসের একটা সামঞ্জ্যস্য থাকে।সুতরাং ভাল ট্রেডিং ফ্রেম নির্বাচন করা আমাদের সকলের উচিত।

sharifulbaf
2016-05-19, 10:21 PM
আমি মনেকরি ফরেক্স মার্কেটে ডে ট্রেডিং করা অনেক ভাল কারন আমি ডে ট্রেড করে থাকি,ডে ট্রেডে দিনেরটা দিন ক্লোজ করে থাকি,আবার অনেক সময় আমরা সুইং ট্রেড করে থাকি,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে নিয়ে ট্রেডিং করলে ভাল হয়।

md mehedi hasan
2016-12-03, 10:18 AM
আমি ফরেক্স মার্কেটে যখন প্রথম প্রবেশ করি তখন আমি ডে ট্রেড করতাম।তব পরবর্তীতে আমি সুইং ট্রেড বেছে নিই।সুইং ট্রেডে স্টপ লস বেশি দেওয়া থাকে এবং মার্কেট যদি আপনার বিপক্ষে যায় তাহলে দেখা যায় মার্কেট ব্যাক করে আপনার পক্ষে যাচ্ছে।

Mamun13
2017-11-20, 06:51 PM
সাধারণত স্ক্যালপার বা শর্ট টাইম ফ্রেমে যারা ট্রেড করেন তারাই হলেন ডে-ট্রেডার আর যারা লংটাইম ফ্রেম দেখে ট্রেড করে থাকেন তারাই হলেন সুইং ট্রেডার৷ডে-ট্রেডারগণ প্রতিদিনই ট্রেড ওপেন ও ক্লোজ করে থাকেন আর সুইং ট্রেডারগণ ওপেনিং ট্রেডগুলো অনেক দেরিতে এবং সুইং পজিশন দেখে বুঝে ক্লোজ করে থাকেন৷যার যার মানষিক অবস্হার উপর এই দুই ধরনের ট্রেডিং নির্ভর করে ৷